মুম্বাই থেকে লখনউগামী বিমানে টিভির জনপ্রিয় নিউজ অ্যাঙ্কর অর্ণব গোস্বামীকে হেনস্থা করার অপরাধে ছ’মাসের জন্য কৌতুকাভিনেতা কুণাল কামরার বিমানে ওঠার অধিকার কেড়েছে বিমান সংস্থা ইন্ডিগো। একই পদক্ষেপ করেছে আরও তিন বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া, গো এয়ার ও স্পাইস জেট। কামরার বিরুদ্ধে এই পদক্ষেপকে 'বেআইনি' বলে তা প্রত্যাহারের দাবি তুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন। বিষয়টিতে স্বতঃপ্রণোদিতভাবে হস্তক্ষেপের জন্য সংসদীয় কমিটির কাছে চিঠি লিখেছেন তৃণমূলের জাতীয় মুখপাত্র।
পরিবহণ, পর্যটন ও সংস্কৃতি বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান টি জি ভেঙ্কাটেশকে চিঠিতে ডেরেক ও'ব্রায়েন লিখেছেন, 'কৌতুকাভিনেতা কুণাল কামরার উপর বেআইনিভাবে জোর করে নিষেধাজ্ঞা জারি করেছে চারটি বিমান সংস্থা। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ছাড়াই এই ধরণের পদক্ষেপ করা হয়েছে। বিষয়টিতে নজর দেওয়া প্রয়োজন।' চিঠিতে ও' ব্রায়ানে উল্লেখ করেছেন যে, 'আচরণ ভাল ছিল না বলে ইন্ডিগো স্বতঃপ্রণোদিতভাবে কামরাকে ৬ মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। কামরাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। অসামরিক বিমান পরবহণ সংস্থার নিয়ম মেনে কোনও তদন্তও করা হয়নি। কেন্দ্রীয় মন্ত্রীর আবদারের ভিত্তিতে আরও তিনটি বিমান সংস্থাও কামরার বিরুদ্ধে একই পদক্ষেপ করেছে। এক্ষেত্রেও তদন্ত হয়নি।'
আরও পড়ুন: ২৫ লক্ষ ক্ষতিপূরণ চেয়ে ইন্ডিগো-কে নোটিস কুণাল কামরার
বিমানে অর্ণব গোস্বামী ও কামরার ঘটনার প্রকাশ্যে আসার পরই আসামরিক বিমানমন্ত্রী হরদীপ পুরীও টুইট করে বলেছিলেন, “এই ধরনের অশালীন ব্যবহার বিমানের মধ্যে অশান্তির সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে যাত্রী সুরক্ষার ক্ষেত্রেও সমস্যা হতে পারে। এই ধরনের মন্তব্য মেনে নেওয়া যায় না। আমি অন্য বিমানসংস্থাগুলির কাছেও অনুরোধ করছি, কুণাল কামরার বিরুদ্ধে এই ধরনের নিষেধাজ্ঞা জারি করার জন্য।”
আরও পড়ুন: কুণাল কামরার বিমানযাত্রায় নিষেধাজ্ঞা, ভারতে নিয়মটা ঠিক কী?
'অন বোর্ডের ক্ষেত্রে কিছু প্রক্রিয়া অনুসরণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈদ্যুতিন এক সংবাদ মাধ্যমের সাংবাদিককে অন বোর্ড হেনস্থা করেছেন কুণাল কামরা। এই অভিযোগে তাঁকে সাময়িক নিষিদ্ধ ঘোষণা করেছে চারটি বিমান সংস্থা।' ডিজিসিএ-এর তরফে এই যুক্তি খাড়া করা হয়েছিল।
ডিজিসিএ-এর নিয়ম অনুশারে, কোন যাত্রীর বিরুদ্ধে অভিযোগ পাইলট ইন কম্যান্ডকেই জানাতে হবে। কিন্তু কৌতুকাভিনেতা কুণাল কামরার বিরুদ্ধে ইন্ডিগোর ওই বিমানের পাইলট অভিযোগ জানাননি।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন