Advertisment

Drone Attack on Netanyahu's Residence: সংকটে ইজরায়েল, খোদ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে ভয়ঙ্কর হামলা, চূড়ান্ত চাঞ্চল্য

Drone Attack on Netanyahu's Residence: ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে চলল হামলা। হিজবুল্লাহ'র ড্রোন হামলার এক মাস পর কেসারিয়ায় নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে ধেয়ে আসে দুটি আগুনের গোলা। এই ঘটনাকে এই ঘটনাকে 'ভয়ঙ্কর' বলে উল্লেখ করেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
 Israeli Prime Minister Benjamin Netanyahu

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে চলল হামলা

Drone Attack on Netanyahu's Residence: ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে চলল হামলা। হিজবুল্লাহ'র ড্রোন হামলার এক মাস পর কেসারিয়ায় নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে ধেয়ে আসে দুটি ফ্ল্যাশ বোমা। এই ঘটনাকে এই ঘটনাকে 'ভয়ঙ্কর' বলে উল্লেখ করেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা। যদিও হামলার সময় প্রধানমন্ত্রী নেতানিয়াহু বাসভবনে ছিলেন না।

Advertisment

'তুমি পৃথিবীর বোঝা, মরে যাও'! Google AI চ্যাটবট জেমিনি-র বার্তায় আঁতকে উঠলেন পড়ুয়া

ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে ফের হামলা। ইজরায়েলি প্রতিরক্ষা  বাহিনী জানিয়েছে, ঘটনার সময় নেতানিয়াহু ও তার পরিবারের সদস্যরা বাসভবনে না থাকায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। 

হিজবুল্লাহ'র ড্রোন হামলার এক মাস পর ফের নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে ধেয়ে এল দুটি আগুনের গোলা। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইজরায়েলে প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন দেশের জনসাধারণকে সতর্ক থাকার অনুরোধ করেছেন। ঘটনার পিছনে কারা তা এখনই পরিষ্কার নয়। 

আরও পড়ুন- 'স্লোগান, নোংরা অঙ্গভঙ্গি, চেয়ার ছুড়ে মারার চেষ্টা...'! বিজেপির সভায় ধুন্ধুমার

এর আগে ১৯ অক্টোবর এই বাভবন লক্ষ্য করেড্রোন হামলা চালানো হয়। সে সময় নেতানিয়াহু তাকে এবং তার স্ত্রীকে হত্যার চেষ্টার অভিযোগ তুলেছিলেন হিজবুল্লাহর বিরুদ্ধে। ২৩ সেপ্টেম্বরের পর, ইজরায়েল লেবাননে হিজবুল্লাহ'র ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা জোরদার করে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে লাগাতার হামলার কারণে উদ্বেগ বেড়েছে ইজরায়েলের।

ইজরায়েলের প্রধানমন্ত্রীর বাড়িতে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইজরায়েলের সব রাজনৈতিক দলগুলি। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, 'সব সীমা অতিক্রম করেছে। এ ব্যাপারে নিরাপত্তা সংস্থাগুলোকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে'। 

Israel benjamin-netanyahu
Advertisment