Advertisment

Attacked On BJP Leader Navneet Rana: 'স্লোগান, নোংরা অঙ্গভঙ্গি, চেয়ার ছুড়ে মারার চেষ্টা...'! বিজেপির সভায় ধুন্ধুমার

Attacked On BJP Leader Navneet Rana: মহারাষ্ট্রের অমরাবতীতে প্রাক্তন সাংসদ ও বিজেপি নেত্রী নবনীত রানার সমাবেশে হামলার অভিযোগ। ঘটনার সময় অল্পের জন্য পালিয়ে রক্ষা পান নবনীত রানা। সেখান থেকে তাকে সরিয়ে অন্যত্র স্থানান্তর করা হয়। এর ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Attacked On BJP Leader Navneet Rana:

মহারাষ্ট্রের অমরাবতীতে প্রাক্তন সাংসদ ও বিজেপি নেত্রী নবনীত রানার সমাবেশে হামলার অভিযোগ

Attacked On BJP Leader Navneet Rana: মহারাষ্ট্রের অমরাবতীতে প্রাক্তন সাংসদ ও বিজেপি নেত্রী নবনীত রানার সমাবেশে হামলার অভিযোগ। ঘটনার সময় অল্পের জন্য পালিয়ে রক্ষা পান  নবনীত রানা। সেখান থেকে তাকে সরিয়ে অন্যত্র স্থানান্তর করা হয়। এর ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল।  

Advertisment

নবনীত রানার অভিযোগ, যখন তিনি সভায় বক্তব্য রাখছিলেন, তখন কয়েকজন অশ্লীল অঙ্গভঙ্গি করেন পাশাপাশি দেওয়া হয় 'আল্লাহ হু আকবর' স্লোগান। ঘটনার পর রানা ৪০ থেকে ৫০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা না হলে হিন্দু সংগঠনগুলি বৃহত্তর আন্দোলনে নামবে। ঘটনায় পুলিশ একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পাশাপাশি কোনো গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। 

আরও পড়ুন - ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক ইলন মাস্কের! ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতিতে কীসের ইঙ্গিত?

নবনীত রানার সভায় হামলার অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার। অমরাবতীতে নির্বাচনী সমাবেশে হামলার শিকার হন বিজেপি নেত্রী নবনীত রানা। তিনি বলেন, হামলাকারীরা 'আল্লাহ হু আকবর' স্লোগান দেয়। শুধু তাই নয়, তারা আমার গায়ে থুথু দেয়। আমাকে লক্ষ্য করে চেয়ার ছুঁড়ে মারা হয়।  

জানা গিয়েছেন, দারিয়াপুর বিধানসভা কেন্দ্রের খাল্লার গ্রামে একটি নির্বাচনী সভায় ভাষণ দিতে এসেছিলেন নবনীত রানা। ঠিক সেই সময় কয়েকজন মিলে সভাস্থলে হট্টোগোল শুরু করেন। নবনীত রানা মঞ্চ থেকে নেমে এলে কয়েকজন তাঁকে চেয়ার ছুড়ে মারার চেষ্টা করেন। এ ব্যাপারে  খাল্লার থানায় অভিযোগ দায়ের করেছেন নবনীত রানা। তিনি বলেন, অভিযুক্তদের গ্রেফতার না করা হলে সমগ্র হিন্দু সম্প্রদায় সমবেত হয়ে বিক্ষোভে নামবে। 

আরও পড়ুন- ঝলসে মৃত্যু ১০ সদ্যজাতর! বুক ফাটা কান্না, হাহাকার, গুরুতর আহত আরও ১৬

ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা নবনীত রানা বলেন, 'খাল্লারে আমাদের সভা চলছিল। অত্যন্ত  শান্তিপূর্ণভাবে চলছিল নির্বাচনী প্রচার। আমাকে ও আমার কর্মীদের দেখে 'আল্লাহ হু আকবর' স্লোগান দেওয়া হয়। আমার গায়ে থুথু দেওয়া হয়। এমনকী আমাকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারা হয়'। তিনি আরও বলেন, 'ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে। আমার ছয়জন দেহরক্ষী এবং আমার ব্যক্তিগত সচিব আমাকে ঘিরে ধরে বাইরে নিয়ে যায়। এ সময় তারা আমাকে থুথু দেয়, আমার জাত নিয়ে গালিগালাজ করে এবং আল্লাহ হু আকবার স্লোগান দেয়। এবিষয়ে আমি একটি অভিযোগ দায়ের করেছি। তাদের অবিলম্বে গ্রেফতার না করলে সমগ্র হিন্দু সমাজ সমবেত হয়ে প্রতিবাদ করবে'।

bjp Maharastra
Advertisment