Jammu Kashmir Encounter: কুপওয়ারায় অনুপ্রবেশের চেষ্টা! সেনা জঙ্গির গুলির লড়াইয়ে নিকেশ ২ জঙ্গি। এলাকা ঘিরে রেখে চলছে তল্লাশি অভিযান। সেনা সূত্রে জানা গিয়েছে সুনির্দিষ্ট গোয়েন্দা ইনপুট পাওয়ার পরে, নিরাপত্তা বাহিনী জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় অনুসন্ধান অভিযান শুরু করে। এ সময় জঙ্গিরা সেনাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করলে সেনাবাহিনী পাল্টা জবাব দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জঙ্গির।
জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল সেনাবাহিনী। পাশাপাশি সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ২ সন্ত্রাসবাদীর। বর্তমানে সেনা বাহিনী গোটা এলাকাটি ঘিরে রেখেছে এবং তল্লাশি অভিযান চালাচ্ছে। নিরাপত্তা বাহিনীর আশঙ্কা, এলাকায় আরও জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে।
তৃতীয় মেয়াদে সরকার গঠনে আশাবাদী বিজেপি, কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যার রাজনীতির অভিযোগ সাইনির
কুপওয়ারায় জঙ্গিদের অনুপ্রবেশের বিষয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা ইনপূট পাওয়ার পর, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনী যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে। অভিযান চালানোর সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এরপরই পালটা জবাব দেয় বাহিনী। এনকাউন্টারে মৃত্যু হয় ২ জঙ্গির।
এদিকে শুক্রবার জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণ রেখার কাছে (এলওসি) ল্যান্ডমাইন বিস্ফোরণে দুই সেনা আহত হয়েছেন। আহত ২ জনকে তড়িঘড়ি সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচন কোনো হিংসা ও রক্তপাত ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনের সময় সীমান্তের ওপার থেকে যেকোনো পরিকল্পনা নস্যাৎ করতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল।
বাংলাদেশে পুজো রুখতে হিন্দুদের হুমকি, প্রতিমা ভাঙচুর
এর আগে ২৮শে সেপ্টেম্বর, কাঠুয়া জেলায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে একটি এনকাউন্টারে জম্মু ও কাশ্মীর পুলিশের হেড কনস্টেবল বশির আহমেদ নিহত হন। এই এনকাউন্টারের পরের দিন নিরাপত্তা বাহিনীর হাতে এক জঙ্গি নিহত হয়। গত সপ্তাহে, শনিবার কুলগামে একটি এনকাউন্টারে মৃত্যু হয় ২ জঙ্গির। চার সেনা কর্মী এবং কুলগামের এএসপি গুলিতে আহত হন।