Advertisment

Haryana Assembly Elections: তৃতীয় মেয়াদে সরকার গঠনে আশাবাদী বিজেপি, কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যার রাজনীতির অভিযোগ সাইনির

Haryana Assembly Elections: হরিয়ানার ৯০টি বিধানসভা আসনে আজ সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। নির্বাচনে রাজ্যের মোট ১,০৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Haryana Assembly Elections

নির্বাচনে রাজ্যের মোট ১,০৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Haryana Assembly Elections:হরিয়ানার ৯০টি বিধানসভা আসনে আজ সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। নির্বাচনে রাজ্যের মোট ১,০৩১ জন প্রার্থী  প্রতিদ্বন্দ্বিতা করছেন। হরিয়ানার ২২টি জেলার ৯০টি বিধানসভা কেন্দ্রের ২.০৩ কোটি ভোটার আজ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।  আজকের নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী নয়াব সাইনি, প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডা, সিনিয়র আইএনএলডি নেতা অভয় সিং চৌতালা এবং প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী দুষ্যন্ত চৌতালার মতো তাবড় রাজনীতিকের ভাগ্য নির্ধারণ হতে চলেছে।  

Advertisment

বাংলাদেশে পুজো রুখতে হিন্দুদের হুমকি, প্রতিমা ভাঙচুর

এর আগে তিন দফায় জম্মু ও কাশ্মীরের নির্বাচন গত ১লা  অক্টোবর শেষ হয়েছে। শনিবার হরিয়ানায় বিধানসভার ৯০ টি আসনে এক দফায় চলছে ভোটগ্রহণ । আজ সন্ধ্যা ৬টা'র পরই আসতে চলেছে এক্সিট পোল। রাজ্যের ২ কোটি ৩  লক্ষ ভোটার ১০৩১ জন প্রার্থীর মধ্যে থেকে ৯০ জন বিধায়ক হিসাবে নির্বাচন করবেন। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। যারা সন্ধ্যা ৬টা চলবে ভোটগ্রহণ। হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রার্থীদের মধ্যে ৯৩০ জন পুরুষ এবং ১০১ জন মহিলা রয়েছেন। নির্দল প্রার্থীর সংখ্যা ৪৬২। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে মোট ৬৭.৭৪ শতাংশ ভোট পড়েছে। এবার ৭৫ শতাংশ ভোটের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

আমরণ অনশনের হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের! সরকারের রক্তচাপ বাড়িয়ে কর্মবিরতি প্রত্যাহার

শনিবার সকালে হরিয়ানা বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার সাথে সাথে মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা নয়াব সিং সাইনি কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যার রাজনীতির  অভিযোগ এনে তীব্র সমালোচনা করেছেন। তিনি টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের আস্থা প্রকাশ করেন। তিনি বলেন, “আমরা বিপুল ভোটে জয়ী হয়ে তৃতীয়বারের মতো সরকার গঠন করতে চলেছি। কংগ্রেস মিথ্যার রাজনীতি করে। সংরক্ষণ প্রথা ধ্বংস করতে রাহুল গান্ধীর সবচেয়ে বড় ভূমিকা রয়েছে,”। এদিকে, সকাল ১১টা পর্যন্ত রাজ্যে ভোটের হার ১৮.১%। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে, বিজেপি ৪০টি আসন জিতেছে, জেজেপি, পেয়েছিল ১০ টি আসন। তারা জোট সরকার গঠনের জন্য বিজেপির সঙ্গে  জোট গঠন করেছিল। কংগ্রেস সেবার ৩১ টি আসন জিতে রাজ্যের প্রধান বিরোধী দল হিসাবে আর্বিভূত হয়।

bjp CONGRESS
Advertisment