উন্নাওয়ের ঘটনায় বিজেপির অস্বস্তি ক্রমশ বেড়েই চলেছে। এবার বিজেপির বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার কিশোরীকে ধর্ষণের অভিযোগে শিলমোহর দিল সিবিআই। গত বছর ৪ জুন, বিধায়কের বাড়িতে কিশোরীকে ধর্ষণ করা হয় বলে জানিয়ে দিলেন সিবিআই তদন্তকারীরা। ফিনান্সিয়াল এক্সপ্রেসে প্রকাশিত খবর অনুযায়ী, সিবিআই জানিয়েছে, বিধায়কের সহযোগী শশী সিং ধর্ষণের সময়ে পাহারায় ছিল।
আরও পড়ুন, অভিযুক্ত বিজেপি নেতাকে দাদা বলে ডাকত উন্নাও কিশোরী!
কিছুদিন আগেই উন্নাওয়ের ঘটনা নিয়ে দেশজুড়ে তোলপাড় পরিস্থিতির তৈরি হয়। বিজেপি বিধায়ককে এ ঘটনা থেকে আড়াল করা হচ্ছে বলে সমালোচনার মুখে পড়েছিলেন যোগী সরকার। পরে অনেক টালবাহানার পর বিধায়ককে গ্রেফতার করা হয়। এই ঘটনাটিতে তাঁকে মিথ্যে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছিল বিধায়ক।
আরও পড়ুন, উত্তরপ্রদেশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় অবশেষে গ্রেফতার বিজেপি বিধায়ক কুলদীপ
বিধায়ককে আড়াল করা নিয়ে পুলিশের ভূমিকা নিয়েও সরব হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কুলদীপসহ বাকি অভিযুক্তদের নাম এফআইআর ও চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছে সিবিআই। শুধু তাই নয়, কিশোরীর মেডিক্যাল পরীক্ষা করাতেও পুলিশ টালবাহানা করেছে বলে দাবি করেছেন তদন্তকারীরা। যার জেরে কিশোরীর মেডিক্যাল পরীক্ষা দেরিতে হয়েছে বলে দাবি করেছে সিবিআই।