Advertisment

সেঙ্গারের ছেলেদের ভয়ে থমথমে উন্নাওয়ের সেই গ্রাম

নিগৃহীতার মাটি ও ইট দিয়ে তৈরি একতলা বাড়ি থেকে সেঙ্গারের প্রাসাদোপম বাংলোর মধ্যে যাতায়াত করছে নিরাপত্তা বাহিনীর লোকেরা।

author-image
IE Bangla Web Desk
New Update
unnao, উন্নাও

দুর্ঘটনায় জখম হন উন্নাওয়ের নির্যাতিতা। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

ষড়যন্ত্র ও ছেলে। উন্নাওয়ের নিগৃহীতা ও বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের বাস উত্তর প্রদেশের যে গ্রামে, সেখানে এ শব্দ দুটো ঘুরে বেড়াচ্ছে এখন।

Advertisment

এ গ্রাম ততটা কোলাহলবিহীন নয়, যতটা দেখা গেল সোমবার। রাস্তায় পুলিশের সংখ্যা গ্রামবাসীদের থেকে বেশি। একদিন আগেই ঘটে গেছে সেই মারাত্মক দুর্ঘটনা, যাতে মারাত্মক আহত হয়েছেন নিগৃহীতা মহিলা ও তাঁর আইনজীবী- মারা গিয়েছেন দুই আত্মীয়া। স্থানীয় মানুষরা ইতিউতি দেখে নিয়ে এ ঘটনাকে চক্রান্ত আখ্যা দিচ্ছেন। ওঁরা বলছেন যে কোনও কথাই পৌঁছে যেতে পারে স্থানীয় ভাবে ক্ষমতাধর সেঙ্গারের ছেলেদের কাছে।

আরও পড়ুন, উন্নাও ধর্ষণে অভিযুক্ত বিজেপি বিধায়ক সেঙ্গারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের

গ্রামের মানুষরা বলাবলি করছেন মেয়েটির মা সম্প্রতি যে হুমকির অভিযোগ করেছেন তা নিয়ে, ট্রাকের নম্বর প্লেট কীভাবে কালো করে দেওয়া হয়েছে তা নিয়ে এবং মেয়েটির প্রহরার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা যে ছুটিতে গিয়েছেন তা নিয়েও।

মহিলার দুই আত্মীয়ার মৃতদেহ গ্রামে পাঠানোর আগে নিরাপত্তার জন্য এলাকার পাঁচটি থানার কর্মীদের ডেকে পাঠানো হয়েছে, সঙ্গে ডেকে পাঠানো হয়েছে স্টেশন হাউস অফিসার (এসএইচও)। আর লখনউ থেকে ৭০ কিলোমিটার দূরে মেয়েটির মা বসে আছেন কিং জর্জস মেডিক্যাল ইউনিভার্সিটির ট্রমা সেন্টারের মেঝেয়- অপেক্ষা করছেন ডাক্তাররা এসে মেয়ের শারীরিক পরিস্থিতি জানাবেন বলে।

Unnao, Sengar শুনসান গ্রাম (ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস)

সিবিআই তদন্তের দাবি তুলেছেন তিনি। দৃশ্যতই ক্রুদ্ধ দেখায় তাঁকে, "যতদিন সবার শাস্তি না হয় ততদিন পর্যন্ত আমি পিছু হঠব না, জীবন দিতেও রাজি আছি।"

হাসপাতালে তাঁর সঙ্গে রয়েছেন তাঁর অন্য তিন মেয়েও। তাদের সামনেই বললেন দিন পনের আগে সেঙ্গারের লোকদের দেওয়া হুমকির কথা। জানালেন আইনজীবীর মাধ্যমে সে হুমকির ব্যাপারে আধিকারিকদের কাছে অভিযোগও জানিয়েছিলেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন, সেঙ্গারের কিছু লোকজন ও এক আত্মীয় আমাকে এসে বলে আমার দেওরকে যদি ওরা জেলে পাঠাতে পারে তাহলে আমাদের সবাইকেই শাস্তি দিতে পারে ওরা। (এই দেওরের করা অভিযোগের ভিত্তিতেই সেঙ্গারের বিরুদ্ধে খুনেপ এফআইআর দায়ের হয়েছে।) ওরা আমাদের বলে মামলা মিটিয়ে নিতে কিন্তু আমরা তাতে রাজি নই এবং এ ব্যাপারে আমরা আইনজীবী মারফৎ অভিযোগ দায়ের করেছি।

আরও পড়ুন, পরিবারকে মুছে দেওয়ার চক্রান্ত, অভিযোগ উন্নাও ধর্ষিতার মায়ের

এদিকে গ্রামে মহিলাদের এক আত্মীয় ষড়যন্ত্রের কথা বলছেন। "ওরা গ্রাম থেকে সকাল ১০টা নাগাদ উকিলের গাড়ি করে গ্রাম থেকে চলে যায়। আমরা শুনেছি পুলিশের পাহারাদাররাও সেদিনই চলে গিয়েছিল। তিনি আরও বলেন, ট্রাকের গায়ে যে নম্বর প্লেট, সেটা রং করা হয়েছে... ঠিক কী ঘটেছিল বলা মুশকিল কিন্তু মনে হচ্ছে যড়যন্ত্রই হয়েছে।"

মহিলার এক প্রতিবেশী চারপাশ দেখে নিয়ে এগিয়ে এসে চুপিচুপি কথা বললেন, "আমরা অনেক কথা শুনছি। কে ঠিক কে ভুল এর মধ্যে যেতে চাই না, কিন্তু আমরা জানি এ জিনিস এখানে শেষ হওয়ার নয়। সবচেয়ে খারাপ হল সেঙ্গারের ছেলেরা, যাদের কিছুই করার নেই এবং যারা নিজেদের স্বার্থেই বাড়াবাড়ি করতে পিছ পা হবে না।"

তিনিই বললেন নিগৃহীতা মেয়েটি ও তাঁর মাকে নিয়ে এই বাড়িতে থাকেন। তাঁর বাবা মারা গিয়েছেন, সেঙ্গারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনার কিছুদিন পর। ঘটনাক্রমে নিগৃহীতার বাবাকে হত্যা মামলার চার্জশিটে সেঙ্গারের ভাই জয়দীপ সিংয়ের নাম রেখেছে সিবিআই।

সেঙ্গারের বাড়ির বাইরে পুলিশ অনেক। নিগৃহীতার মাটি ও ইট দিয়ে তৈরি একতলা বাড়ি থেকে সেঙ্গারের প্রাসাদোপম বাংলোর মধ্যে যাতায়াত করছে নিরাপত্তা বাহিনীর লোকেরা।

BJP MLA Sengar, Unnao Rape বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার (ফাইল ফোটো)

এর থেকে খুব জোর আধ কিলোমিটার দূরে আইনজীবীর বাড়ি। তিনিও হাসপাতালে ভর্তি, অবস্থা আশঙ্কাজনক। তিনি যে গ্রামের বাইরে গাড়ি নিয়ে যাচ্ছেন, সে কথা তিনি বলেছিলেন শুধু তাঁর স্ত্রীকেই। তাঁর দুই ছেলে। ছোট ছেলের কথায়, "আমি যখন ফোন করলাম, অন্য কেউ ফোন ধরে বলল বাবা জখম হয়েছে। কপাল ভাল আমাদের রায় বেরিলিতে আত্মীয় রয়েছে যে ওখানে ছুটে গিয়ে বাবাকে হাসপাতালে নিয়ে যায়।"

আইনজীবীর মা বললেন, যদি কোনও যড়যন্ত্র না থাকে তাহলে ট্রাকের নম্বর প্লেট কালো করে দেওয়া কেন। আমার ছেলে শুধু নিজের কাজ করছিল।

তিনি বললেন, ছেলেকে তিনি এসব বিতর্কিত মামলা না নিতে বলেছিলেন, কিন্তু ছেলে সবসময়েই বলেছে এসব তার পেশার অঙ্গ।

এর আগে রাজ্য পুলিশের ডিজি ওপি সিং সাংবাদিকদের বলেন, যদি মহিলার মা বা পরিবার এ ঘটনার সিবিআই তদন্ত চান, তাতে রাজ্য সরকার আপত্তি করবে না।

Read the Story in English

Advertisment