Israel-Iran war: মঙ্গলবার গভীর রাতে ইজরায়েলে ২০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ভাইরাল হওয়া হামলার ভিডিওগুলিতে তেল আবিব এবং ইজরায়েলের অন্যান্য এলাকায় বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র পড়তে দেখা যাচ্ছে। ইরানি সংবাদমাধ্যমের দাবি, সব ক্ষেপণাস্ত্রই নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড এক বিবৃতিতে বলেছে যে তারা ইজরায়েলে আক্রমণ করার জন্য প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর মতে, ইরান তাদের দেশে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইজরায়েল জুড়ে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা। বেজে উঠেছে সাইরেন। বাসিন্দারা আশ্রয়কেন্দ্রে গিয়ে আশ্রয় নিতে বলা হয়েছে। এই হামলায় ইজরায়েলে ৬ জন নিহত ও ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলার পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার সদস্যদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলেই খবর। এছাড়া রাজধানী তেল আবিবেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। ১৩ হাজার সেনা মোতায়েন করা হয়েছে।
কবে, কোথায় পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী? উৎসবের আমেজেও প্রতিবাদমুখর কলকাতা
ইসরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইরান থেকে ব্যাপক হারে ইজরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরানের এই হামলার পর ইজরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় সম্পূর্ণ হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
More crazy footage from Israel amid a massive missile attack from Iran pic.twitter.com/CmyThV7ERb
— Faytuks News (@Faytuks) October 1, 2024
ইজরায়েলে বসবাসরত ভারতীয়দের জন্য পরামর্শ
ইজরায়েলে ইরানের হামলার পর ভারত ইজরায়েলে বসবাসকারী ভারতীয়দের জন্য একটি পরামর্শ জারি করেছে। এতে ইজরায়েলে বসবাসরত ভারতীয়দের সতর্ক থাকতে এবং সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও, লোকজনকে নিরাপদ স্থানে থাকতে এবং ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ রাখতে বলা হয়েছে। ইজরায়েলে ইরানের বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার পর আমেরিকাও ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে। এই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার মন্ত্রিসভার সহকর্মীদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এছাড়াও এই যুদ্ধে ইজরায়েলকে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। বাইডেন পোস্ট করে বলেছেন যে এই পরিস্থিতিতে আমেরিকা তার মিত্র ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে।
উড়ার পরই বেসামাল, মুহূর্তে মাটিতে আছড়ে পড়ল হেলিকপ্টার, মহালয়ার সকালে মর্মান্তিক ঘটনা
📢*IMPORTANT ADVISORY FOR INDIAN NATIONALS IN ISRAEL*
— India in Israel (@indemtel) October 1, 2024
Link : https://t.co/OEsz3oUtBJ pic.twitter.com/llt83IwIZ0
এই ক্ষেপণাস্ত্র হামলার পর প্রথমবারের মতো বিবৃতি দিয়েছে ইরান। ইরান বলেছে, তারা প্রতিশোধ নিতে এই হামলা চালিয়েছে। ইরান আরও বলেছে যে এটি হামাস প্রধান ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার বদলার প্রথম পালটা হামলা।