Advertisment

Durgapuja 2024: কবে, কোথায় পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী? উৎসবের আমেজেও প্রতিবাদমুখর কলকাতা

Durgapuja 2024: আজ, বুধবার থেকেই পুজো উদ্বোধন শুরু করছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, এদিন মোট ৬টি পুজোর উদ্বোধন করবেন তিনি। রাজ্য প্রশাসন সূত্রে খবর, এবছর দক্ষিণ ও উত্তর কলকাতা মিলিয়ে ৫৩টি পুজোর উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
Joyprakash Das
New Update
mamata puja opening

কবে, কোথায় পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী?

Durgapuja 2024: আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে টানা আন্দোলনের আবহে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে উৎসবে ফিরে আসার আহ্বান জানিয়েছিলেন। তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল। যদিও তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচারের দাবিতে গতাকাল রাত জাগরণ ও আজ ভোরের কর্মসূচি পালন করা হয়েছে রাজ্যের নানা জায়গায়। এরইমধ্যে মহালয়ার আগের দিন, মঙ্গলবার লেকটাউনে শ্রীভূমির দুর্গাপুজোর উৎসবের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত কয়েকবছর এই মন্ডপেই প্রথমে যান মুখ্যমন্ত্রী। 

Advertisment

আজ, বুধবার থেকেই পুজো উদ্বোধন শুরু করছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, এদিন মোট ৬টি পুজোর উদ্বোধন করবেন তিনি। উত্তর কলকাতার হাতিবাগান সর্বজনীন, দক্ষিণ কলকাতার বাবুবাগান, ১৫ পল্লি, যোধপুর পার্ক ও চেতলা অগ্রণীর পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। রাজ্য প্রশাসন সূত্রে খবর, এবছর দক্ষিণ ও উত্তর কলকাতা মিলিয়ে ৫৩টি পুজোর উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের প্রতিশ্রুতি মতই রোগী কল্যান সমিতিতে বিরাট রদবদল, ডানা ছাঁটা হল জনপ্রতিনিধিদের

শুধু মন্ডপে গিয়ে পুজোর উদ্বোধন করবেন এমন নয়, জেলা তথা মফস্বলের কয়েকশো দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। বিগত কয়েকবছর ধরে ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করছেন তিনি। জানা গিয়েছে, বুধবার চেতলা অগ্রণীর মঞ্চ থেকেই রাজ্যের বিভিন্ন জেলার সাড়ে তিনশোর বেশি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। আগামিকাল, বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ কলকাতার ১৫টি পুজোর উদ্বোধন কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। ওই দিন তাঁর যাওয়ার কথা রয়েছে বেহালা নতুন দল, বড়িশা, আলিপুর সর্বজনীন, গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব, কালীঘাট মিলন সংঘ সহ মহানগরের অন্য পুজো মন্ডপে। 

তারপর, শুক্রবার ভবানীপুর শীতলা মন্দির, একডালিয়া এভারগ্রিন ক্লাব, মুদিয়ালি, বাদামতলা আষাঢ় সংঘ, ত্রিধারাসহ মোট ১২টি পুজোর উদ্বোধনের কর্মসূচি আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনের কর্মসূচি চলবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত। ওই দিন তিনি আলিপুর বডিগার্ড লাইন্স ও সুরুচি সংঘের পুজোর উদ্বোধন করবেন। বকুলবাগান, ২২ পল্লি, ৬৪ পল্লি সহ মোট ১৬টি পুজোর উদ্বোধন করবেন ৫ অক্টোবর।

 দেবীপক্ষে প্রতিবাদী মহিলাদের 'গায়ে হাত', দুপুরে জুনিয়ার ডাক্তারদের ডাকে রাজপথে 'জনগর্জন'

এদিকে ৯ অগাস্ট আরজি করের নৃশংস খুনের ঘটনার পর থেকে রাজ্য উত্তাল। আদালতের তত্বাবধানে ঘটনার তদন্ত করছে সিবিআই। আজ, বুধবার আরজি করের ঘটনার বিচারের দাবিতে কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল রয়েছে। এদিকে অভয়া ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে এবার কয়েকটা পুজো কমিটি রাজ্য সরকারের ৮৫ হাজার টাকা অনুদান নেননি। পাশাপাশি দুর্গাপুজোর সময় কি ধরনের প্রতিবাদ কর্মসূচি হতে পারে তা নিয়ে খোঁজ-খবর রাখছে পুলিশ প্রশাসন।

Durga Puja mamata
Advertisment