Kolkata Metro: উৎসবের মরশুমের মুখে দাঁড়িয়ে বাংলা। দুর্গাপুজোর বাকি আঈর মাত্র কিছুদিন। পুজোর মুখে মেট্রোযাত্রীদের দারুণ সুবিধা দিতে ফের একবার দুরন্ত পরিষেবা নিয়ে হাজির পাতালরেল। দুরন্ত এই উদ্যোগের ব্যাপারে মেট্রোরেল কর্তৃপক্ষ রীতিমতো বিবৃতি দিয়ে বিশদে জানিয়েছে।
মেট্রোরেলের তরফে দেওয়া বিবৃতি:
আসন্ন পুজোর আগে সাপ্তাহিক ছুটির দিনে প্রচণ্ড ভিড়ের প্রেক্ষিতে, মেট্রো রেলওয়ে শনিবার অর্থাৎ ১৪.৯.২৪ এবং ২১.৯.২৪ তারিখে ২৩৪টি পরিষেবার পরিবর্তে ২৬২টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে পরবর্তী দুটি শনিবার অর্থাৎ ২৮.৯.২৪ এবং ৫.১০.২৪ তারিখে ২৩৪টি পরিষেবার পরিবর্তে ২৮৮টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও, পুজোর আগে রবিবারগুলিতে অর্থাৎ ১৫.৯.২৪, ২২.৯.২৪, ২৯.৯.২৪ ও ৬.১০.২৪ তারিখে ১৩০টি মেট্রোর বদলে রোজ ১৯৬টি ট্রেন চালানো হবে।
পুজোর আগে শনিবার মেট্রোর সময়সূচি:
প্রথম পরিষেবা:-
সকাল ৬.৫০ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ। (কোন পরিবর্তন নেই)
সকাল ৬.৫০ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর। (কোন পরিবর্তন নেই)
সকাল ৬.৫৫ মিনিটে। দমদম থেকে দক্ষিণেশ্বর। (কোন পরিবর্তন নেই)
সকাল ৭টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ। (কোন পরিবর্তন নেই)
আরও পড়ুন- Bengal Weather: ফের তুমুল দুর্যোগের আশঙ্কা! আজ-কাল প্রবল বৃষ্টির পূর্বাভাস, তালিকায় কোন কোন জেলা?
শেষ পরিষেবা:-
রাত ৯.২৮ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ। (কোন পরিবর্তন নেই)
রাত ৯.৩০ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর। (কোন পরিবর্তন নেই)
রাত ৯.৪০ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ। (কোন পরিবর্তন নেই)
রাত ৯.৪০ মিনিটে। কবি সুভাষ থেকে দমদম। (কোন পরিবর্তন নেই)
আরও পড়ুন- Road word in Station: বিধাননগর-সহ কয়েকটি স্টেশনের নামের পর কেন 'রোড' লেখা থাকে? জানুন আসল কারণ
পুজোর আগে রবিবারগুলিতে মেট্রোর সময়সূচি:
প্রথম পরিষেবা:-
সকাল ৯টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর (কোন পরিবর্তন নেই)
সকাল ৯টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ (কোন পরিবর্তন নেই)
সকাল ৯টায়। দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত (কোন পরিবর্তন নেই)
সকাল ৯টায়। দমদম থেকে দক্ষিণেশ্বর (কোন পরিবর্তন নেই)
আরও পড়ুন- Eastern Rail: অভাবনীয় তৎপরতা রেলের! যাত্রী স্বার্থে এমন তাকলাগানো উদ্যোগের ভূয়সী প্রশংসা!
আরও পড়ুন- Hilsa: ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারকে চিঠি, পুজোয় পদ্মার রূপোলি শষ্য পাতে পড়ার সম্ভাবনা কতটা?
শেষ পরিষেবা:-
রাত সাড়ে ৯টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (রাত ৯.২৭-এর পরিবর্তে)
রাত ৯.২৮ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ (কোন পরিবর্তন নেই)
রাত ৯.৪০ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ (কোন পরিবর্তন নেই)
রাত ৯.৪০ মিনিটে। কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত (কোন পরিবর্তন নেই)
গ্রিন লাইন-১, গ্রীন লাইন-২, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনের পরিষেবাগুলি এই প্রাক-পূজা শনি ও রবিবারে অপরিবর্তিত থাকবে।