RG Kar Protest: আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিচারের দাবিতে এবার মহামিছিলের ডাক জুনিয়র ডাক্তারদের। আগামী ২ অক্টোবর মহালয়ার (Mahalaya) দিনে শহর কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছেন জুনিয়ার চিকিৎসকরা। গান্ধী জয়ন্তীর (Mahatma Gandhi Birthday) ওই দিন দুপুর ১টা থেকে শুরু হবে মহামিছিল। কলেজ স্কোয়্যার থেকে শুরু হয়ে মিছিলের শেষ ধর্মতলায়।
আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসককে নৃশংস খুনের প্রতিবাদে দিকে-দিকে আন্দোলন বিক্ষোভ জারি রয়েছে। আগামী সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার পরবর্তী শুনানি। তার আগে থেকে বিচারের দাবিতে একগুচ্ছ কর্মসূচি নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সাধারণ মানুষকেও তাঁদের সেই কর্মসূচিতে সামিল হওয়ার আবেদন জানিয়েছেন তাঁরা।
আরজি করের নির্যাতিতা তরুণীর মর্মান্তিক পরিণতির বিচারের দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা। আগামী ২৯ সেপ্টেম্বর সন্ধ্যেয় আরজি কর কাণ্ডের প্রতিবাদে পাড়ায়-পাড়ায় মিছিল করতে আবেদন জানানো হয়েছে সাধারণ মানুষকে। এছাড়াও মহালয়ার দিনে শহর কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। ২ অক্টোবর কলেজ স্কোয়্যার থেকে সেই মিছিল শুরু হয়ে যাবে ধর্মতলা পর্যন্ত। এরপর ধর্মতলায় হবে সমাবেশ।
আরও পড়ুন- Eastern Rail: যাত্রী-স্বার্থে অভূতপূর্ব তৎপরতা! রেলের যুগান্তকারী প্রয়াস দারুণ চর্চায়
আরও পড়ুন- Sagar Dutta Medical College: জুনিয়র ডাক্তারদের মারধর-ওয়ার্ডে ভাঙচুর, সাগর দত্তে কর্মবিরতি চিকিৎসকদের
মোটের উপর দুর্গাপুজোর আবহে আরজি কর কাণ্ডের প্রতিবাদের আগুন নিভতে দিতে নারাজ জুনিয়র ডাক্তাররা। দিন কয়েক আগে আবারও রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে ইমেইল করেছেন জুনিয়ার ডাক্তাররা। এর আগে মুখ্যসচিবের সঙ্গে তাঁদের বৈঠকে তাঁরা যে যে দাবি তুলেছিলেন সেই দাবিগুলির অধিকাংশই পূরণ হয়নি বলে অভিযোগ জুনিয়র ডাক্তারদের। এ ব্যাপারে রাজ্যের তরফে দ্রুত পদক্ষেপের দাবি জানানো হয়েছে।
রাজ্যের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে থ্রেট কালচারের নিরসনে সরকারের যথোপযুক্ত পদক্ষেপ দাবি করেছেন তাঁরা। সেই সঙ্গে কলেজ কাউন্সিলের বৈঠক ডেকে গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদের নির্বাচনেরও দাবি রয়েছে জুনিয়র ডাক্তারদের। শীর্ষ আদালতের নির্দেশ মেনে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে টাস্ক ফোর্স গঠনেরও দাবি রয়েছে জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors)।