Ajker Rashifal Bengali, 03 October 2025: মেষ থেকে মীন, জেনে নিন আপনার ভাগ্য, আজকের রাশিফল!

Today Thursday Horoscope, 03 October, 2025: মেষ, বৃষ, মিথুন থেকে মীন—প্রতিটি রাশির ভাগ্য, প্রেম, কর্মজীবন এবং অর্থনৈতিক পূর্বাভাস বাংলায় জেনে নিন।

Today Thursday Horoscope, 03 October, 2025: মেষ, বৃষ, মিথুন থেকে মীন—প্রতিটি রাশির ভাগ্য, প্রেম, কর্মজীবন এবং অর্থনৈতিক পূর্বাভাস বাংলায় জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
New Update
friday horoscope

Friday Horoscope: শুক্রবারের রাশিফল ।

Ajker Rashifal Bengali, 03 October 2025: নতুন দিনের শুরু মানেই নতুন সম্ভাবনা। আজকের দিন আপনার জীবনে কেমন যাবে? প্রেম, কর্মজীবন, অর্থ এবং পারিবারিক জীবনে কী ঘটতে পারে? রাশি অনুযায়ী দেখে নিন আপনার ভাগ্যের পূর্বাভাস।

Advertisment

মেষ/ Aries রাশিফল Rashifal 

আজ চন্দ্রের অবস্থান আপনাকে এক বিশেষ মানসিক শক্তি দেবে। কর্মক্ষেত্রে হঠাৎ কোনো আইডিয়া কাজে লাগতে পারে, তবে সহকর্মীদের আগে থেকে জানানো জরুরি। অপ্রত্যাশিত সাফল্যের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- বর্তমান ডিজিটাল যুগে গান্ধীজির মত জীবনযাপন সম্ভব?

বৃষ/ Taurus রাশিফল Rashifal

অর্থ ও পরিবার—দুটির ওপরই আজ মনোযোগ দিতে হবে। বিনিয়োগ বা গৃহস্থালির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গেলে সঙ্গীর মতামত শোনাটা দরকার।

Advertisment

আরও পড়ুন- গান্ধীর পোশাক, অনন্য জীবনধারার প্রতিফলন

মিথুন/ Gemini রাশিফল Rashifal 

আজ কথা বলাই হবে আপনার শক্তি। যদিও অনেকে আপনার বক্তব্য বুঝতে দেরি করবে, তবু চেষ্টা চালিয়ে যান। পুরনো কোনো প্রতিদ্বন্দ্বীও সাহায্যের হাত বাড়াতে পারে।

আরও পড়ুন- জাতির জনক! মহাত্মা গান্ধীর জীবনের এই ইতিহাসটাগুলো জানতেন?

কর্কট/ Cancer রাশিফল Rashifal

আজকের দিনটা ব্যস্ত থাকবে। ছোট ছোট কাজগুলো নিয়ে অস্থিরতা আসতে পারে, তবে অভিজ্ঞ কারও সহায়তা নিলে সব সহজ হবে।

আরও পড়ুন- কাজে লাগান এই দরকারি টিপস, দূর করুন আজকের দুর্ভাগ্য

সিংহ/ Leo রাশিফল Rashifal 

পরিবার ও আত্মীয়স্বজনের কাছ থেকে গুরুত্বপূর্ণ বার্তা পেতে পারেন। বিশেষ করে ছোটদের পরামর্শ অবহেলা করবেন না। মান-সম্মান বাড়বে।

কন্যা/ Virgo রাশিফল Rashifal 

হঠাৎ কোনও সফর হতে পারে। হয়তো কোনও প্রিয়জনের সঙ্গে দেখা করার সুযোগ তৈরি হবে। পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটবে।

তুলা/ Libra রাশিফল Rashifal

আজ আপনি আশেপাশের মানুষদের সঙ্গে সেতুবন্ধন তৈরি করতে পারবেন। সমাজসেবামূলক বা মানবকল্যাণমূলক কাজে জড়িয়ে পড়তে পারেন।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal

আজ আবেগকে নিয়ন্ত্রণ করা দরকার। সঙ্গীর সঙ্গে মতবিরোধ হতে পারে, তবে খোলা মনে কথা বললে সমাধান আসবে।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal

মানসিক অস্থিরতার দিন শেষ হচ্ছে। আজ থেকে পুরনো সমস্যার সমাধান শুরু হতে পারে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা কাজে লাগবে।

মকর/ Capricorn রাশিফল Rashifal

আপনার গোপনীয়তা রক্ষা করা জরুরি। ব্যক্তিগত জীবনের সব কিছু অন্যকে জানাবেন না। আত্মবিশ্বাসই আপনাকে এগিয়ে নেবে।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal 

বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় কাটবে। প্রেমের ক্ষেত্রে নতুন মোড় আসতে পারে। অফিসের চাপ কমে যাবে।

মীন/ Pisces রাশিফল Rashifal

আজ নিজেকে প্রমাণ করার সুযোগ আসবে। সাহস নিয়ে এগিয়ে যান। অন্যরা আপনার কাজের প্রশংসা করবে।

আজকের রাশিফল আপনাকে এদিনের জন্য সঠিক পরিকল্পনা করতে এবং সঠিক পথে চলতে সাহায্য করবে। প্রতিটি রাশির নিজস্ব শক্তি আর চ্যালেঞ্জ রয়েছে। সঠিক পথে এগোতে আত্মবিশ্বাস এবং ধৈর্য বজায় রাখা দরকার, তাহলেই দিনটি আপনার অনুকূলে কাটবে। এমনটাই মনে করছেন জ্যোতিষীরা।

Ajker Rashifal bengali