/indian-express-bangla/media/media_files/2025/04/19/Job3Fajdqfm5qu5DXS8S.jpg)
Horoscope: রুখে দিন দুর্ভাগ্য।
Rashifal Remedies, 02 October 2025: আমাদের জীবনে গ্রহ-নক্ষত্রের বিরাট প্রভাব। যার জেরে আমাদের নানা দুর্ভোগ পোহাতে হয়। কিছু, নির্দিষ্ট টিপস মেনে চললে এই দুর্ভোগ কিন্তু সহজেই দূর করা যায়। আর, তাতে মেলে সাফল্যও।
মেষ/ Aries রাশিফল Rashifal
আজকের দিনে আপনার শুভ সংখ্যা ১, শুভ রং কমলা এবং সোনালি। পূজার জায়গায় সাদা শঙ্খ স্থাপন করে পূজাপাঠ নিয়মিত করলে আর্থিক উন্নতি হবে।
আরও পড়ুন- পুজোর মধ্যেই বাংলার ছেলের এশিয়া জয়, জোড়া সোনা জিতে দেশের গৌরব অঙ্কিত
বৃষ/ Taurus রাশিফল Rashifal
আপনার শুভ সংখ্যা ৯, শুভ রং লাল। ব্যবসায়িক এবং কর্মজীবনের বৃদ্ধির জন্য দরিদ্রদের লাল বস্ত্র দান করুন।
আরও পড়ুন- রাহুর অশুভ প্রভাব কাটাতে দুর্গার এই রূপের জুড়িমেলা ভার! কীভাবে করবেন আরাধনা?
মিথুন/ Gemini রাশিফল Rashifal
আপনার শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা। গরুকে জাবর বা সবুজ মিলেট খেতে দিলে তা আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব ফেলবে।
আরও পড়ুন- দুর্গাপূজায় থিমের ছড়াছড়ি, প্রতিমা তৈরি হচ্ছে নানা জিনিস দিয়ে, শাস্ত্রে কী বলা আছে?
কর্কট/ Cancer রাশিফল Rashifal
আপনার শুভ সংখ্যা ১, শুভ রং সোনালি। বিনামূল্যের জল বিতরণ কেন্দ্র স্থাপন করুন ও জল বিতরণ করুন, মূলতঃ এমন জায়গায় যেখান জলের অভাব রয়েছে। এটি শনির জন্য খুব ভালো প্রতিকার এবং এর ফলে কর্মজীবনে সন্তুষ্টি ও উন্নতি হবে।
আরও পড়ুন- পুজোর ছুটিতে ঘুরে আসুন ঝান্ডি, মোহময়ী দৃশ্য আর কাঞ্চনজঙ্ঘা মন ভরাবেই
সিংহ/ Leo রাশিফল Rashifal
আপনার শুভ সংখ্যা ৯, শুভ রং লাল। ভগবান বিষ্ণুকে খুশি রাখার জন্য মাদক দ্রব্য ও আমিষ খাবার থেকে বিরত থাকুন এবং এর ফলে বুধের খারাপ প্রভাব ও কেটে যাবে। এর ফলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।
কন্যা/ Virgo রাশিফল Rashifal
আপনার শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা। গণেশ জির মন্দিরে গিয়ে তাঁর আশীর্বাদ নিলে কেরিয়ার ও পেশাগত জীবনে বৃদ্ধির জন্য সকল বাধা-বিঘ্ন কেটে যাবে।
তুলা/ Libra রাশিফল Rashifal
শুভ সংখ্যা ১, শুভ রং কমলা। সাদা খরগোশকে খাবার খাওয়ালে আর্থিক স্থিতি মজবুত হবে।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal
শুভ সংখ্যা ২, শুভ রং সাদা। কর্মজীবনে প্রগতির ঝড় তুলতে আপনার বাড়ির সামনের দরজায় সাতটি পেরেক পুঁতে দিন।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal
শুভ সংখ্যা ৪, শুভ রং কালো। আপনার রিং ফিঙ্গার এ সোনা পরলে পরিস্থিতির উন্নতি হবে।
মকর/ Capricorn রাশিফল Rashifal
শুভ সংখ্যা ৪, শুভ রং নীল। পরিবারের সুখ বৃদ্ধির জন্য গরুকে সবুজ ঘাসের চারা খাওয়ান।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal
শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি। সকালে, আপনার পা মাটিতে ফেলার আগে পৃথিবীকে শ্রদ্ধা নিবেদন করুন। এটি আপনার কর্মজীবন/ব্যবসায় সাহায্য করবে।
মীন/ Pisces রাশিফল Rashifal
শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি। দাম্পত্য সুখের জন্য খাবারে জাফরানের প্রয়োগ করুন।