Ajker Rashifal Bengali, 11 October 2025: জানুন আজকের ভাগ্য, প্রেম, কর্ম, অর্থ-ভাগ্য কার কেমন

Today Thursday Horoscope, 11 October, 2025: জানুন মেষ থেকে মীন, আজকের দিন আপনার জন্য কী বার্তা নিয়ে এসেছে, কর্ম, প্রেম, অর্থ ও পারিবারিক ভাগ্য সম্পর্কে বিশদ বিশ্লেষণ।

Today Thursday Horoscope, 11 October, 2025: জানুন মেষ থেকে মীন, আজকের দিন আপনার জন্য কী বার্তা নিয়ে এসেছে, কর্ম, প্রেম, অর্থ ও পারিবারিক ভাগ্য সম্পর্কে বিশদ বিশ্লেষণ।

author-image
IE Bangla Web Desk
New Update
saturday horoscope

Saturday horoscope: শনিবারের রাশিফল।

Ajker Rashifal Bengali, 11 October 2025: আজকের দিনটি বেশ কিছু রাশির জন্য সম্ভাবনাময়। কেউ পাবেন কাজের জায়গায় সাফল্য, কেউ আবার প্রেমে দেখবেন নতুন আশার আলো। চলুন দেখে নেওয়া যাক, কার ভাগ্যে কী আছে। 

Advertisment

মেষ/ Aries রাশিফল Rashifal 

আজ অর্থভাগ্য ভালো। আয়-রোজগারে উন্নতি হবে, বিশেষ করে খাদ্য বা পানীয় ব্যবসায় সাফল্য মিলবে। আত্মীয়স্বজনের আগমনে বাড়িতে আনন্দের পরিবেশ তৈরি হবে। খাদ্য শিল্পে বিনিয়োগের সুযোগ পেতে পারেন।

আরও পড়ুন- করওয়া চৌথের কথা তো প্রচুর শুনেছেন, এই কাহিনিটা জানেন?

বৃষ/ Taurus রাশিফল Rashifal

দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর স্বাস্থ্য একটু দুর্বল থাকতে পারে। কর্মক্ষেত্রে মনোযোগ কমে যেতে পারে, তাই ফোকাস থাকা জরুরি। ব্যবসায়িক কাজে অতিরিক্ত সতর্কতা বজায় রাখুন।

Advertisment

আরও পড়ুন- সতীপীঠ, ভক্তদের ভরসাস্থল 'মেলাইচণ্ডী মায়ের মন্দির'!

মিথুন/ Gemini রাশিফল Rashifal 

বিদেশ যাত্রা বা আন্তর্জাতিক কাজের সুযোগ আসতে পারে। গৃহস্থালির কাজে উন্নতি হবে। প্রবাসীদের জন্য দিনটি আশাব্যঞ্জক। মানসিক দৃঢ়তা বজায় রাখলে কাঙ্ক্ষিত সাফল্য মিলবে।

আরও পড়ুন- বাড়িতে এই ৭ প্রাণীকে পুষতে গেলেই মিলবে কঠোর সাজা, হতে পারেন গ্রেফতার!

কর্কট/ Cancer রাশিফল Rashifal

আজ মানসিক অস্থিরতা বাড়তে পারে। বড় ভাই বা বন্ধুর সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। বকেয়া টাকা আদায়ে অগ্রগতি হলেও সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য দরকার।

আরও পড়ুন- জলখাবারের জন্য সহজেই বানান সয়াবিন কাটলেট, স্বাদে খাসা, মন কাড়বেই!

সিংহ/ Leo রাশিফল Rashifal 

অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপ বাড়তে পারে। প্রভাবশালী কারও সহযোগিতায় ব্যবসায় নতুন দিক খুলে যাবে। পিতার স্বাস্থ্যের দিকে নজর রাখুন।

আরও পড়ুন- 

কন্যা/ Virgo রাশিফল Rashifal 

বিদেশ সম্পর্কিত কাজে সাফল্যের সম্ভাবনা প্রবল। আধ্যাত্মিক কাজে শান্তি পাবেন। ট্রাভেল এজেন্সি, শিক্ষা ও ইমিগ্রেশন ব্যবসায় অগ্রগতি হবে।

তুলা/ Libra রাশিফল Rashifal

আর্থিক চাপ বাড়তে পারে। বিনিয়োগে ঝুঁকি নেবেন না। দূর যাত্রায় সতর্ক থাকুন। চিকিৎসা বা ফার্মাসিউটিক্যাল ব্যবসায় ভালো রোজগার হবে।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal

দাম্পত্য জীবনে মতভেদ হতে পারে। অংশীদার ব্যবসায় সমস্যার ইঙ্গিত। সঙ্গীর স্বাস্থ্য ঠিক রাখতে সময় দিন এবং সম্পর্ক রক্ষা করুন।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal

শারীরিক অসুস্থতা কিছুটা ভোগাতে পারে। সহকর্মীদের সহযোগিতায় কাজ এগোবে। ব্যবসায় অস্থিরতা থাকলেও ধৈর্য ধরলে পরিস্থিতি ভালো হবে।

মকর/ Capricorn রাশিফল Rashifal

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে হবে। শিল্পী, লেখক ও কলাকুশলীদের জন্য দিনটি আর্থিকভাবে লাভজনক। প্রেমজ জটিলতা মিটে গিয়ে সম্পর্ক নতুন মোড় নিতে পারে।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal 

পারিবারিক ক্ষেত্রে কিছু জটিলতা দেখা দিতে পারে। আত্মীয়দের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়ান। মায়ের সহযোগিতায় গৃহস্থালির কাজে সফলতা আসবে। কর্মক্ষেত্রে নতুন সাফল্য অপেক্ষা করছে।

মীন/ Pisces রাশিফল Rashifal

ছোট ভাই-বোনের বিয়ে বা নতুন সম্পর্কের প্রস্তাব আসবে। ই-কমার্স ও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সময় শুভ। অনলাইন আয়ের সুযোগ বৃদ্ধি পাবে।

বৃহস্পতিবারের দিনটি বেশিরভাগ রাশির জন্যই শুভ। ধৈর্য, মনোযোগ এবং ইতিবাচক মানসিকতা বজায় রাখলে সাফল্য আসবে। নিজের ওপর আস্থা রাখুন, শুভ ফল আপনারই হাতে।

bengali Ajker Rashifal