Ajker Rashifal Bengali, 4 September 2025: সূর্য-চন্দ্রের বিরাট যোগ, বদলাতে পারে এই রাশিগুলোর ভাগ্য

Ajker Rashifal Bengali, 4 September 2025: আজ সূর্য ও চন্দ্রের বিরল যোগ শুরু হতে চলেছে। মেষ থেকে মীন—সব রাশির জন্য রয়েছে নতুন দিকনির্দেশ ও সুযোগ। পড়ুন আজকের রাশিফল।

Ajker Rashifal Bengali, 4 September 2025: আজ সূর্য ও চন্দ্রের বিরল যোগ শুরু হতে চলেছে। মেষ থেকে মীন—সব রাশির জন্য রয়েছে নতুন দিকনির্দেশ ও সুযোগ। পড়ুন আজকের রাশিফল।

author-image
IE Bangla Web Desk
New Update
Thursday Horoscope

Thursday Horoscope, 4 September, 2025: লক্ষ্মীবারের রাশিফল।

Ajker Rashifal Bengali, 4 September 2025: আজ সূর্য ও চন্দ্রের এক বিশেষ জ্যোতিষীয় সংযোগ ঘটতে চলেছে। এই বিরল অবস্থান আমাদের জীবনে নতুন দিক নির্দেশ করতে পারে। যদিও আমাদের স্বাধীনতা সীমিত, তবুও সঠিক সিদ্ধান্ত ও পরিকল্পনার মাধ্যমে আমরা সঠিক পথে চলতে পারি।

মেষ/ Aries রাশিফল Rashifal 

Advertisment

আজ তারকারা স্বাধীনতার পক্ষে। সহকর্মীদের সাহায্যের প্রত্যাশা না করে নিজের দক্ষতার ওপর ভরসা রাখুন। এটাই সফলতার চাবিকাঠি।

আরও পড়ুন- আজ থেকে তুফান তুলবে বুধ-অরুণ যোগ, বদলে যাবে এই রাশিগুলোর ভাগ্য

বৃষ/ Taurus রাশিফল Rashifal

Advertisment

প্লুটোর প্রভাব অন্যের জন্য সমস্যাদায়ক হলেও আপনার জন্য লাভজনক হতে পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ এলেও সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে পদক্ষেপ নিন।

আরও পড়ুন- ২৭ মাস পর বুধের রাশিতে শুক্র, কয়েকটি রাশির ভাগ্যলাভ, অর্থলাভের যোগ

মিথুন/ Gemini রাশিফল Rashifal 

আজকের গ্রহগত অবস্থান শান্তিপূর্ণ। অন্যের আশা-আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিলে আপনার সাফল্য সহজ হবে। জ্ঞানের পরিপক্বতা প্রদর্শনের সুযোগ মিলবে।

আরও পড়ুন- প্রায় ৩ দশক পর বিরাট যোগ, খুলতে পারে কয়েকটি রাশির ভাগ্যের দরজা!

কর্কট/ Cancer রাশিফল Rashifal

ব্যক্তিগত সম্পর্ক এখন গুরুত্ব পাচ্ছে। সম্পর্ক টিকিয়ে রাখতে আপোস প্রয়োজন। কাছের মানুষের কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ আসবে।

আরও পড়ুন- ভাদ্রর শুক্লপক্ষে পরিবর্তিনী একাদশী, এই ব্রতকথা ছাড়া পালন অসম্পূর্ণ

সিংহ/ Leo রাশিফল Rashifal 

শিশু ও কনিষ্ঠ সদস্যরা আপনার কাছে সহযোগিতা আশা করছে। ঝগড়া এড়িয়ে সমঝোতায় আসাই বুদ্ধিমানের কাজ হবে।

কন্যা/ Virgo রাশিফল Rashifal 

কর্মক্ষেত্রে পারিশ্রমিক আপনার মূল চিন্তার বিষয়। আগামী দিনগুলোতে ভিন্ন ধরনে সামাজিক আয়োজন আনন্দ বাড়াবে।

তুলা/ Libra রাশিফল Rashifal

ভবিষ্যতের পরিকল্পনা এখন আলোচনায় আনুন। পরিবার ও সঙ্গীর সঙ্গে সমন্বয় রাখা জরুরি।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal

দীর্ঘমেয়াদি গ্রহগত প্রভাব নতুনত্ব আনছে। আজ সাময়িক খরচ করলেও তা মানসিক স্বস্তি দেবে।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal

চাঁদের আলোয় মনের আবেগ প্রকাশ করুন। চাপা অনুভূতি প্রকাশ করাই শান্তি ফিরিয়ে আনবে।

মকর/ Capricorn রাশিফল Rashifal

অন্যরা আপনার বিরুদ্ধে আছে—এমন ধারণা অতিরঞ্জিত হতে পারে। আপনার সাম্প্রতিক সাফল্যই আত্মবিশ্বাস বাড়াবে।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal 

আপনার মৌলিক চিন্তাভাবনা অন্যরা গ্রহণ করছে না—এতে বিরক্ত হবেন না। ধৈর্য ধরলে আগামীতে যথাযোগ্য স্বীকৃতি পাবেন।

মীন/ Pisces রাশিফল Rashifal

অর্থ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। উদারতা আপনার গুণ হলেও, কাজে লাগাতে সামান্য বাস্তববোধ জরুরি।

bengali Ajker Rashifal