/indian-express-bangla/media/media_files/2025/02/18/DiRsVlCOHSvKh2fagboq.jpg)
Rashi Benefits: বিরাট যোগে কয়েকটি রাশির অগ্রগতির সম্ভাবনা।
Rashi Benefits: প্রায় ৩০ বছর পর তৈরি হচ্ছে শনি এবং মঙ্গলের সমাসপ্তক যোগ। যাতে বেশ কিছু রাশিচক্রের জন্য তৈরি হবে সোনালি সময়। এই যোগের ফলে কেরিয়ারে অগ্রগতির পাশাপাশি বিপুল সম্পদ লাভের সম্ভাবনা রয়েছে বিভিন্ন রাশির জাতকদের। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে এই যোগ কিছু শুভ এবং পাশাপাশি অশুভ, দুই রকম প্রভাবই তৈরি করতে চলেছে। যার প্রভাব শুধু দেশই নয়, গোটা বিশ্বের ওপর পড়বে।
ইতিমধ্যে মঙ্গল তার শত্রু গ্রহ বুধের রাশি কন্যাতে প্রবেশ করেছে। আর, শনি মীন রাশিতে গমন করেছেন। এই পরিস্থিতিতেই মঙ্গল এবং শনি পরস্পরের মুখোমুখি হতে চলেছে। যার জেরে তৈরি হতে পারে এই সংসপ্তক বা সমাসপ্তক যোগ। এতে কিছু রাশির ভাগ্য উজ্জ্বল হওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে। এই উজ্জ্বল হওয়ার জেরে জাতকদের আয় বাড়বে। চাকরিতে পদোন্নতির সম্ভাবনাও রয়েছে। একইসঙ্গে জাতক, ছোট বা লম্বা সফরে যেতে পারেন।
আরও পড়ুন- সেপ্টেম্বর শুরু হতেই ত্রিগ্রহী যোগের ভয়ংকর প্রভাব! শঙ্কিত এই সব রাশিগুলো
এখন দেখে নেওয়া যাক, কোন রাশিগুলোর উন্নতির সম্ভাবনা রয়েছে:-
আরও পড়ুন- কবে মহালয়া? তর্পণের সঠিক সময় কখন, জানুন কোনগুলো করা আবশ্যিক
কুম্ভ রাশি- এই রাশির জাতকদের জন্য সমাসপ্তক যোগ উপকারী হতে পারে। এই যোগের প্রভাবে কুম্ভ রাশির জাতকরা আচমকা আর্থিক লাভ করতে পারেন। তাঁদের আটকে থাকা অর্থ উদ্ধার হতে পারে। যাঁদের নিজস্ব ব্যবসা আছে, তাঁরা ভালো মানের অর্থ রোজগারের সুযোগ পাবেন। পাশাপাশি, বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনাও রয়েছে। চাকুরিজীবীরা মানসিক শান্তি পাবেন। তাঁদের কাজ এবং ব্যবসার অগ্রগতি ঘটবে। যাঁরা শিল্প তথা লেখালেখি, সংগীতচর্চার বিষয়গুলোর সঙ্গে জড়িয়ে আছেন, তাঁদের প্রতিভার বিকাশ ঘটবে। সন্তানের অগ্রগতির সুসংবাদ পেতে পারেন। পরিবারের সঙ্গে সময় কাটানোটা এই রাশির জাতকদের জন্য বেশ উপভোগ্য হবে। তাঁরা অর্থ সাশ্রয় করতে পারেন।
আরও পড়ুন- ধনী হতে চাইলে এই ৫টি জিনিস বাড়িতে রাখুন, কখনও টাকার অভাব হবে না!
মকর রাশি- সমাসপ্তক যোগ গঠনের ফলে মকর রাশির জাতকদেরও শুভ দিন শুরু হতে পারে। তাঁদের অর্থ প্রবাহের নতুন পথ দেখা দিতে পারে। এই সময় এই রাশির জাতকদের সাহস এবং বীরত্ব বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে বাড়বে সৃজনশীলতা এবং নেতৃত্বের দক্ষতাও প্রশংসিত হবে। এই রাশির জাতকরা ওই নির্দিষ্ট যোগের জেরে নতুন দায়িত্ব বা পদোন্নতির সুযোগ পেতে পারেন। শুধু তাই নয়, এই যোগের জেরে তাঁদের দাম্পত্যজীবনও মধুর হবে। স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো হবে। এই রাশির জাতকদের স্ত্রী তাঁদের সমর্থন করবেন। তাঁরা দেশ এবং বিদেশেও ভ্রমণ করার সুযোগ পাবেন।
আরও পড়ুন- গুরুত্বপূর্ণ তিথি, ২ না ৩ সেপ্টেম্বর, কবে পরিবর্তিনী একাদশী, জানুন বিস্তারিত
বৃষ রাশি- সমাসপ্তক যোগ বৃষ রাশির জাতকদের জন্য উপকারী বলে প্রমাণিত হতে পারে। তাঁদের আয় এই যোগের প্রভাবে বাড়বে। তৈরি হতে পারে আয়ের নতুন উৎস। পাশাপাশি, শিল্প, লেখালেখি, সংগীতচর্চা এবং পরিবেশনার মত শৈল্পিক কাজগুলোতেও এই রাশির জাতকরা বিশেষ প্রভাব ফেলতে পারেন। তাঁরা সন্তান সম্পর্কে সুসংবাদ পেতে পারেন। বেকাররা এই সময় চাকরি পেতে পারেন। তাঁদের সৃজনশীলতার বৃদ্ধি ঘটবে। তাঁরা জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করার সুযোগ পাবেন। এর পাশাপাশি, ব্যবসায়ীরা এই সময় ভালো অর্থ রোজগারের সুযোগ পেতে পারেন।