Hanuman Blessing Horoscope: এই ৩টি তারিখে জন্মালে মেলে হনুমানজির বিশেষ কৃপা, সাহস, সাফল্য আর সম্পদে ভরে জীবন

Hanuman Blessing Horoscope: যদি আপনার জন্ম এই সব বিশেষ তারিখে হয়, তাহলে হনুমানজির কৃপায় আপনি জীবনে সাহস, সাফল্য এবং সম্মান অর্জন করতে পারবেন। জেনে নিন কোন তারিখে জন্ম নিলে আপনারা ভাগ্যের কী কী সুবিধা পাবেন?

Hanuman Blessing Horoscope: যদি আপনার জন্ম এই সব বিশেষ তারিখে হয়, তাহলে হনুমানজির কৃপায় আপনি জীবনে সাহস, সাফল্য এবং সম্মান অর্জন করতে পারবেন। জেনে নিন কোন তারিখে জন্ম নিলে আপনারা ভাগ্যের কী কী সুবিধা পাবেন?

author-image
IE Bangla Web Desk
New Update
Hanuman Blessing Horoscope: কীভাবে পাবেন হনুমানজির কৃপা?

Hanuman Blessing Horoscope: কীভাবে পাবেন হনুমানজির কৃপা? Photograph: (প্রতীকী ছবি)

Hanuman Blessing Horoscope: আমরা অনেকেই ভাবি, আমাদের ভাগ্য কীভাবে জীবনের ওপর প্রভাব ফেলে? যাঁদের মনে এই সব প্রশ্ন ঘোরাঘুরি করে, তাঁরা জেনে রাখুন- আপনার জন্ম তারিখ আপনার জীবনে বড় প্রভাব ফেলে। সংখ্যাতত্ত্ব অনুযায়ী, ৯, ১৮ ও ২৭ তারিখে জন্ম নেওয়া ব্যক্তিদের জন্মের মূল সংখ্যা হয় ৯। যা মঙ্গল গ্রহের প্রতিনিধিত্ব করে। আর মঙ্গল গ্রহের অধিপতি হলেন ভগবান হনুমান। এই কারণে ৯ সংখ্যার মানুষ হনুমানজির বিশেষ আশীর্বাদে পান।

Advertisment

মূল সংখ্যা কীভাবে ঠিক করা হয়?

আপনি যদি কোনও মাসের ৯, ১৮ বা ২৭ তারিখে জন্ম নেন, তাহলে আপনার জন্মের মূল সংখ্যা ৯ হয়। যেমন, ১৮ তারিখে জন্ম হলে ১+৮= ৯। এভাবে সংখ্যাতত্ত্বে ৯ একটি শক্তিশালী সংখ্যা বলে ধরা হয়।

আরও পড়ুন- পায়ের গঠনই ঠিক করে দেয় বিয়ের পর মেয়ের ভাগ্য! কী বলছে সমুদ্রশাস্ত্র?

Advertisment

হনুমানজি ও মঙ্গল গ্রহের সম্পর্ক

৯ নম্বরের শাসক গ্রহ হল মঙ্গল। যা সাহস, শক্তি, যুদ্ধশক্তি এবং কর্মক্ষমতার প্রতীক। হনুমানজি এই গুণগুলির অধিপতি। তাই যাঁদের মূল সংখ্যা ৯, তাঁরা সাহসী, পরিশ্রমী এবং নেতৃত্ব দিতে সক্ষম হন। জীবনে যতই বাধা আসুক না কেন, তাঁরা ভেঙে না পড়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসেন।

আরও পড়ুন- চাণক্য নীতি: এই ৩ ধরনের মানুষের থেকে দূরে থাকুন, না হলে জীবনে বড় ক্ষতি হতে পারে!

৯ সংখ্যার মানুষের গুণাবলী

এই মানুষরা আত্মবিশ্বাসী, নীতিবান এবং সংকল্পে দৃঢ়চেতা হন। কঠিন পরিস্থিতিতেও ভেঙে পড়েন না। জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে তাঁরা গ্রহণ করেন এবং সেগুলোর সমাধান খুঁজে নেন। এঁদের মধ্যে প্রকৃতিগত ভাবেই নেতৃত্ব দেওয়ার গুণ থাকে।

আরও পড়ুন- মেঘলা দিনে ঘরে বসে মন ভালো করা ৭টি কাজ, যা আপনার দিনটাকে রাঙিয়ে তুলবে

হনুমানজির কৃপা পেতে কী করবেন?

যদি আপনার জন্ম তারিখ ৯, ১৮ বা ২৭ হয় অথবা আপনি হনুমানজির আশীর্বাদ চান, তাহলে প্রতি মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করুন। হনুমান মন্দিরে গিয়ে সিঁদুর ও ছোলা অর্পণ করুন। মঙ্গলবার দরিদ্রদের খাওয়ান এবং সৎ আচরণ করুন। বিশেষ করে রাগ নিয়ন্ত্রণ ও সমালোচনা এড়িয়ে চলা উচিত।

আরও পড়ুন- কোন ধরনের জলের বোতল সবচেয়ে ভালো? শুনে নিন চিকিৎসকের মুখেই

মনে রাখতে হবে যে, আপনার জন্ম তারিখ যদি হয় ৯, ১৮ অথবা ২৭, তাহলে আপনি হনুমানজির বিশেষ আশীর্বাদপ্রাপ্ত। জীবনে যত প্রতিকূলতাই আসুক না কেন, সাহস এবং নিষ্ঠার সঙ্গে আপনি সেই প্রতিকূলতা জয় করতে পারবেন। তাই এই জন্ম তারিখগুলো শুধু সংখ্যা নয়। বরং এক একটি শুভ সংকেত যা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে বা করছে।

Horoscope Blessing Hanuman