Married Woman Women Horoscope: বিয়ের পর মেয়ে শ্বশুরবাড়িতে কেমন থাকবে, এনিয়ে পাত্রীদের মা-বাবা এবং পরিবারের লোকজন সবসময় চিন্তায় থাকেন। তাঁদের এই চিন্তা কমাতেই প্রাচীনকালে তৈরি হয়েছিল সামুদ্রিক শাস্ত্র। এই শাস্ত্রে পরিষ্কার বলা আছে, কোন ধরনের মেয়েরা তাঁদের শ্বশুরবাড়িতে কেমন ভূমিকা নেবেন। তাঁদের সঙ্গে শ্বশুরবাড়িতে কেমন আচরণ করা হবে।
বৈদিক জ্যোতিষশাস্ত্রে যেমন ব্যক্তির ঠিকুজি, কুষ্ঠিতে থাকা গ্রহগুলোর অবস্থানের ভিত্তিতে তাঁদের ভবিষ্যদ্বাণী করা হয়, তেমনই সমুদ্রশাস্ত্রে ব্যক্তির অঙ্গ-প্রত্যঙ্গের গঠন এবং আকৃতি দেখে করা হয় ভবিষ্যদ্বাণী। আর, এক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হয় ব্যক্তির পায়ের ওপর। এই শাস্ত্র অনুযায়ী, প্রত্যেকের পায়ের গঠন আলাদা। সেটা দেখেই প্রত্যেক নারীর ভবিষ্যৎ জীবন এবং স্বভাব জানা যায়।
আরও পড়ুন- এভাবে বানান আম পাতার ফেসপ্যাক, মুখ এত উজ্জ্বল দেখাবে যে লোকে একবার তাকাবেই!
পায়ের তলা নরম
সমুদ্রশাস্ত্র অনুসারে যাঁদের পায়ের তলা নরম, সেই মেয়েরা জীবনে খুব সুখী হন। তাঁরা পরিবারকে সঙ্গে নিয়ে চলতে পছন্দ করেন। এই মেয়েরা সবসময় তাঁদের স্বামীর পাশে থাকেন। তাঁরা দূরদর্শী হন। আর, সবসময় খুশিতেই থাকেন।
আরও পড়ুন- চুল গজাবে ঠিক জঙ্গলের মত! মাথায় তেলের সঙ্গে এই ভেষজটি মেশালেই দেখবেন ম্যাজিক, দাবি ডা. কার্তিকেয়নের
যে মেয়ের আঙুল নরম
যে মেয়ের আঙুল নরম এবং আঙুলগুলোর মধ্যে ফাঁক কম, তাঁরা স্বামী এবং শ্বশুরবাড়ির ওপর কর্তৃত্ব করেন। তাঁরা জীবনের প্রায় সব লক্ষ্যই অর্জন করে নেন। বিয়ের পর তাঁরা কর্মক্ষেত্রেও খ্যাতি অর্জন করেন। ব্যবসায় এবং কর্মক্ষেত্রে তাঁরা স্বামীর সঙ্গে সহযোগিতা করেন। এই ধরনের মহিলারা তাঁদের স্বামীর কাছে দেবী লক্ষ্মীর মত ব্যবহার পান। তাঁরা যে ঘরেই পা রাখুন না কেন, কখনও অর্থ বা সম্পদের অভাব হয় না।
আরও পড়ুন- আপনার কিডনিতে পাথর আছে? ঘরোয়া এই ৫ পানীয়েই মিলবে আরাম, বলছেন বিশেষজ্ঞরা
পায়ে যখন বিশেষ চিহ্ন থাকে
যে নারীদের পায়ে শঙ্খ, পদ্ম, পতাকা বা মাছের প্রতীক থাকে, তাঁরা ধনী জীবনসঙ্গী পান। তাঁরা যে বাড়িতেই যান না কেন, সেখানে সমৃদ্ধি আসে। তাঁরা গোটা পরিবারকে নিয়ে চলতে পছন্দ করেন। এই মেয়েরা কোনও চ্যালেঞ্জের সামনেই হার মানেন না। সাহসের সঙ্গে প্রতিটি সমস্যার মোকাবিলা করেন।
আরও পড়ুন- আজকেই আটায় মেশান এই ৫ জিনিস, দ্বিগুণ হবে স্বাদ, রুটি উঠবে দোকানের মত ফুলে
বর্তমান যুগ বিজ্ঞান এবং যুক্তির হলেও, বহু মানুষ এখনও প্রাচীন শাস্ত্রকে বিশ্বাস করেন। বিশেষ করে বিয়ের সময় পাত্রী নির্বাচন ও তাঁদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় থাকা পরিবারগুলো এখনও সমুদ্রশাস্ত্রের আশ্রয় নেন। সমুদ্রশাস্ত্র শুধু বিশ্বাসের ব্যাপার নয়। বরং এটা হল এক প্রাচীন জ্ঞানভাণ্ডার। যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত দিয়ে এসেছে।