সামাজিক সুনাম আসতে পারে। ব্যবসার ব্যাপারে ভাল যোগাযোগ আসবে। বাড়তি খরচ নিয়ে চিন্তা থাকবে। অফিসে কিছু বাড়তি আয় হতে পারে।সঙ্গী অথবা কাছের মানুষরা ভুল বুঝলেও পরে আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন ঠিকই।
আরও পড়ুন: অক্ষয়ের মেয়ে মেকআপ আর্টিস্ট! লকডাউনে সাজিয়ে তুলেছে মা টুইঙ্কেলকে
আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বাইরের লোকের জন্য চিকিৎসার খরচ বাড়তে পারে। আজ অশুভ কিছু ঘটতে পারে। শরীরের কোথাও ব্যথা নিয়ে চিন্তা। কর্মস্থানে সমস্যা বাড়বে। অকারণে তর্কে জড়াতে পারেন। স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ। আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা।
আরও পড়ুন:মে মাসের গরমে দিল্লির রাস্তায় চাঁই চাঁই বরফ, তাজ্জব গোটা দেশ
সর্দিজ্বরে আক্রান্ত হতে পারেন। চলাফেরায় সতর্কতা প্রয়োজন।কোনও লজ্জার কাজ আপনার দ্বারা হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। পড়াশোনায় শুভ পরিবর্তন। ব্যবসার ব্যাপারে চাপ বাড়তে পারে।
বাড়িতে অতিথি আসতে পারে।ব্যবসায় সফলতা অর্জন। বড় কোনও পরিকল্পনা মাথায় থাকলে কয়েকদিন অপেক্ষা করুন। বাকিদের বোঝাতে সময় লাগতে পারে।আপনার ইচ্ছের বিরুদ্ধে আপনাকে দিয়ে কেউ কিছু করিয়ে নিতে পারবে না। ধৈর্য ধরুন। শরীর নিয়ে সমস্যা রয়েছে।
আরও পড়ুন: শিডিউল করে রাখুন হোয়াটসঅ্যাপ মেসেজ, জেনে নিন কীভাবে?
খরচে নিয়ন্ত্রণ না করতে পারলে সমস্যা বাড়বে। জমি কেনাবেচায় লাভ। প্রেমের প্রতি ঘৃণা আসতে চলেছে। শরীরের কোনও ক্ষত থেকে রোগ বাড়তে পারে। যাঁরা বিদেশে থাকেন, তাঁদের জন্য ভাল সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে অশান্তি বাড়বে।
নতুন কোনও কাজের যোগাযোগ।তা নিয়ে চিন্তা করবেন না। কোথাও ঘুরে আসার কথা ভাবতেই পারেন। অনেক দিনের পুষে রাখা ইচ্ছে সত্যি হয়ে যেতে পারে দিন কয়েকের মধ্যে। নিজের মতামত, ভাবনা অন্য কাউকে বলার সময় খেয়াল রাখুন। পয়সা আসবে খরচও হবে।
আরও পড়ুন:দিনে ৩ জিবি করে ডেটা ব্যবহার করতে পারবেন ৮৪দিন, ধামাকাদার রিচার্জ প্ল্যানে জিও
কাজের জন্য সুনাম বাড়বে। বিদেশে থাকা কোনও বন্ধুর জন্য মন খারাপ। ব্যবসায় খরচ নিয়ে আলোচনা। একাধিক পথে আয় করতে গিয়ে বিপদ আসতে পারে। কাজের ব্যাপারে উদ্বেগ বাড়বে। খেলাধূলার জন্য উপহার পেতে পারেন। অহেতুক ক্রোধ বাড়তে পারে।
আরও পড়ুন:চতুর্থ দফার লকডাউনে বিরাট ছাড়! রেড জোনেও বিভিন্ন সুবিধা, বিধি নিষেধ আরোপের ভার রাজ্যের হাতে
সামাজিক এবং রোম্যান্টিক সম্পর্ক ঝালিয়ে নেওয়ার জন্য এটাই সঠিক সময়।প্রেমের ক্ষেত্রে বাধা রয়েছে। এই মুহূর্তে নিশ্চুপ থাকাই উচিত। নচেৎ অশান্তির আশঙ্কা রয়েছে। আপনার জীবনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। হাতে টাকা পয়সার ঘাটতি হচ্ছে এই মুহূর্তে। সন্তানের জন্য খরচ বাড়তে পারে।
আরও পড়ুন:‘স্রেফ বাড়িতে বসে করোনা করোনা বললে তো আর কাজ হবে না’
ব্যবসায় খরচ বাড়বে। নিজের চালাকির দ্বারা বিপদ থেকে উদ্ধার পাবেন। চিকিৎসার খরচ বাড়তে পারে। সন্তানের জন্য মানসিক চিন্তা। ব্যবসা ক্ষেত্রে উন্নতির যোগ। পারিবারিক সমস্যা থাকবে। প্রেমের ক্ষেত্র শুভ নয়। শরীর নিয়ে সমস্যা।
আরও পড়ুন:কলকাতা পুরনিগম প্রশাসনিক বোর্ড সংঘাত, মুখ্যমন্ত্রীকে সংবিধানের কর্তব্য স্মরণ করালেন ধনকড়
উপার্জন ভাগ্য শুভ হলেও খরচ নিয়ন্ত্রণ করতে হবে।আজ সকালের দিকে শুভ কিছু ঘটতে পারে। কুটিল মনোভাবের জন্য অশান্তি বাড়বে। ব্যবসায় ভাল সুযোগ আসতে পারে। আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা। পাওনা আদায়ে দেরি হতে পারে। পেটের সমস্যা থেকে সাবধান।
ভালোই চলছিল সময়টা, হঠাৎ কাজে বাধা পড়েছে আপনার? সময় নষ্ট না করে মনঃসংযোগ করুন। নাহলে আপনার সহকর্মীরা আপনার সাফল্য নিয়ে প্রশ্ন তুলতে পারে। চাকুরিক্ষেত্রে ততটা ভালো যাবে না। পেটের রোগ বা লিভার সংক্রান্ত কোনও রোগে আক্রান্ত হতে পারেন।
আরও পড়ুন:বলিউড ছবির অনলাইন রিলিজ ঘিরে তরজা তুঙ্গে, মাঠে নামল প্রোডিউসার্স গিল্ড
ব্যক্তিগত সুখ দুঃখের কথা এখন ভাববেন না। আপনার আশেপাশের বহু মানুষ অনেক বেশি সমস্যায় আছেন।বাড়ির কাছে ভ্রমণ হতে পারে। কাজের ভাল সুযোগ আসতে পারে। বাজে কোনও চিন্তার জন্য মানসিক কষ্ট। লটারি থেকে কিছু আয় হতে পারে। বন্ধুর দ্বারা ক্ষতির যোগ রয়েছে।