Advertisment

Daily Horoscope, 12 January 2020: কেমন কাটবে সপ্তাহের শেষ দিন? পড়ুন রাশিফল

Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces: রাশিফল পড়ে জেনে নিন কেমন কাটবে ?

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শনিদেব সম্পর্কে বেশিভাগ মানুষের ধারণা ভয়ভীতিমিশ্রিত।তবে মৎস্য পুরাণ কিন্তু শনিদেবকে লোকহিতকর গ্রহের তালিকাতেই ফেলেছে। তাদের কথায় শনির কৃপায় বরতেও যেতে পারেন আপনি। শাস্ত্রমতে সনাতন হিন্দু ধর্মের একজন দেবতা যিনি সূর্যদেব ও তাঁর পত্নী ছায়াদেবীর পুত্র, এজন্য তাঁকে ছায়াপুত্র-ও বলা হয়। সে যাই হোক আজকে শনির প্রকোপ আপনার ওপর কেমন? কখন কোথায় কীভাবে আপনাকে রক্ষা করবেন তিনি, চলুন জেনে নেওয়া যাক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী আপনার রাশিফল কী বলছে।

Advertisment

মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20)

নতুন কোনও পরিকল্পনার কথা মাথায় থাকলে সেগুলোকে নিয়ে ভাবুন। পরিবারের সদস্য হোক বা পরিচিত বন্ধু বান্ধব, আপনার সব বেশি উদারতা কারও প্রতি না দেখানোই ভাল। ভ্রমণের সুযোগ আছে। বন্ধু আজ আপনাকে কষ্ট দিতে পারে। স্বামী, স্ত্রীর মধ্যে কোনও কারণে মতান্তর সৃষ্টি হতে পারে। মহিলা সংক্রান্ত বিপত্তি হতে পারে। আজ কর্মের জায়গায় ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে।

আরও পড়ুন: মধ্যবিত্তের জন্য সুখবর! চালু হল জিও ওয়াইফাই, বিনা খরচে কল করুন যতখুশি

বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)

মায়ের সঙ্গে বিবাদ হতে পারে, তবে তা সাময়িক। আজ আপনার খুব কাছের কেউ বা প্রিয় কারও সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। গুজবে খবরদার কান দেবেন না। আপনার মাটির মানুষ ইমেজ ধরে রাখুন। লোকে আপনায় নিয়ে ঠাট্টা মশকরা করলে পাত্তাই দেবেন না। হালকা ভাবে নিন।

আরও পড়ুন:ইডলি থেকে এগ রোল, ‘গগনযান’ যাত্রীদের জন্য তৈরি সুস্বাদু ভারতীয় খাবারের তালিকা

মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21)

আপনার সারা দিনের হাল হকিকত বেশ ফুরফুরে মনে হচ্ছে। সব কাজেই সাফল্য আসবে। তবে একা সিদ্ধান্ত না নিয়ে সঙ্গীর কাছ থেকে একটু পরামর্শ নিন। আপনার মনের মানুষ খুশি হবে। গুরুজনদের সঙ্গে মানসিক ক্লেশ। পুরনো রোগের জন্য কষ্ট পেতে পারেন। ভুল কথার জন্য গুপ্তশত্রু বৃদ্ধি পেতে পারে সম্পত্তি নিয়ে ভাই ভাই ঝামেলা বাঁধবে. তবে শনির কৃপায় তা মিটেও যাবে খুব তাড়াতাড়ি।

আরও পড়ুন: নৈহাটিতে তীব্র বিস্ফোরণ, কাঁপল চুঁচুড়াও, ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস মমতার

কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)

দীর্ঘকাল ধরে যে আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি, আচমকা একটা সমাধান পেতে পারেন আজ। সারা দিনে যা কাজ করবেন, নিজেই সে সবে নেতৃত্ব দবেন বলে মনে হচ্ছে। আজ কর্মস্থানে সহকর্মীরা আপনার প্রতি রুষ্ট হতে পারে। স্ত্রীর কথায় বিশেষ ভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন। খেলাধূলায় নাম করার ভাল সুযোগ আছে।

আরও পড়ুন:জেএনইউকাণ্ডের প্রতিবাদে পড়ুয়াদের উপর ‘লাঠিচার্জ’ পুলিশের

সিংহ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23)

সামনের দুটো দিনে আপনার জন্য প্রচুর সুযোগ আসতে চলেছে। শত্রুর জন্য ভয় বাড়তে পারে। কর্মস্থানে সম্মান বাড়তে পারে। পিতার জন্য বিপদ থেকে উদ্ধার। বাড়তি কোনও খরচ হতে পারে। প্রেমের জন্য মনে কষ্ট বৃদ্ধি। দূরের কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। আপনার নেপচুনের প্রভাব কিন্তু নেপোলিয়ন বোনাপার্টের চেয়েও বেশি শক্তিশালী।

আরও পড়ুন: প্রাণ বাঁচানোর শেষ চেষ্টা, সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন নির্ভয়াকাণ্ডে সাজাপ্রাপ্তের

কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)

শনি আপনার ওপর রীতিমতো সহায়। কাজেই এই দিনটা আপনার ভালই যাবে। টুকটাক যা ঝামেলা তা মিটে যাবে সঙ্গে সঙ্গেই। কেউ আপনার থেকে আর্থিক সুবিধে নিতে পারবে না। তবে জীবনে কিছু অর্জন করতে চাইলে নিজের আবেগ, সেন্টিমেন্টকে খুব গুরুত্ব দেবেন না। এতে ভবিষ্যতে আপনারই ভাল হবে।

আরও পড়ুন:“তোমার বুকে নাথুরাম, আমার বুকে ক্ষুদিরাম”, স্লোগান যাদবপুরের মিছিলে

তুলা LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23)

আপনার জীবনে বিগত কিছুদিন ধরে ব্যালেন্সের অভাব হচ্ছে। দু’দিক মেলাতেই পারছেন না। আজ ব্যবসায় শুভ ও কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে। আজ বাহিরে মাত্রাছাড়া ব্যয় হতে পারে। আপনি কোনও কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন।

আরও পড়ুন:দিলীপ ঘোষের নামে থানায় অভিযোগ, কিন্তু কে করলেন?

বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)

খুব চেষ্টা করেও এড়িয়ে যাচ্ছেন যা, তার সামনাসামনি হতেই হবে। শরীরে কোনও কষ্ট হওয়ার জন্য কাজের সময় নষ্ট। স্ত্রীর সঙ্গে সম্পর্কে উন্নতি। কর্মস্থানে কোনও বিবাদ থেকে সাবধান থাকা দরকার। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। ভাল চাকরির সুযোগ কাজে লাগান। শারীরিক এবং আর্থিক খুঁটিনাটির দিকে নজর দিন।

আরও পড়ুন:প্রথম স্থান দখলে রাখল ‘রাণী’, দ্বিতীয় ‘শ্রীময়ী’

ধনু SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21)

আজ মনের মতো আয় হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। আজ কোনও দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার। মানুষের সেবার জন্য মনের শান্তি বাড়তে পারে। ব্যক্তিত্বের সংঘাত হবেই। তবে ইগোকে খুব বেশি বাড়তে দেবেন না। তাতে ব্যক্তিগত এবং পেশাগত, দুই জীবনেই ঝামেলা বাড়তে পারে।

আরও পড়ুন:Chhapaak movie review: বলিষ্ঠ দীপিকা প্রাণপ্রতিষ্ঠা করেছেন চরিত্রে

মকর CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)

আপনার যা কিছু সীমাবদ্ধতা, স্বীকার করে নিতে চাইছেন না, তাই কেউ পরামর্শ দিলে বিরক্ত হচ্ছেন। কেউ আপনাকে সাহায্য করলে তা আখেরে আপনার জন্য ভালোই হবে। ব্যবসার দিকে অশান্তি একটু এড়িয়ে চলুন। দূরের কোনও আত্মীয়ের খবর আসবে। প্রেমে অশান্তি বৃদ্ধি। চাকরির স্থানে উন্নতির সুযোগ হাতছাড়া হতে পারে। ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক।

আরও পড়ুন:ঠাণ্ডায় নাক বন্ধ হয়ে যাচ্ছে যখন তখন? কী করবেন?

কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)

অন্যায় বহুদিন ধরে সহ্য করে চলেছেন, এবার সময় এসছে প্রতিবাদ করার। বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে। প্রতিবাদ করার সময় এসেছে। অভিযোগ জানানোর মতো পরিস্থিতি এলে তা জানান। কোনও মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি। সকালের দিকে স্ত্রীর প্রতি ক্ষোভ বাড়তে পারে। বেকারদের জন্য কাজের ভাল যোগাযোগ হতে পারে।

আরও পড়ুন:সিএএ বিরোধীদের কড়া বার্তা দিয়ে মোদির পাশেই শাস্ত্রী

মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-Mar 20)

সাংসারিক ঝুট ঝামেলা এড়িয়ে চলুন। করুণা আদায়ের চেষ্টা না করে সমস্যার মূল থেকে সমাধানের চেষ্টা করলে তা কাজে দেবে। প্রেমের ব্যপারে মান বৃদ্ধি। নতুন কাজের জন্য সুনাম বাড়তে পারে। ব্যবসায় ভাল বুদ্ধির জন্য আয়। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি। পত্নী বিবাদ নিয়ে যন্ত্রণা বাড়তে পারে।

Karkat Rashifal Meen Rashifal Kumbha Rashifal Dhanu Rashifal Vrishchik Rashifal Tula Rashifal Kanya Rashifal Singha Rashifal Makar Rashifal Mithun Rashifal Vrish Rashifal Mesh Rashifal rashifal
Advertisment