এই তো সেদিন শেষ হল আস্ত একটা বছর। এখনও নতুন নতুন গন্ধটুকু রয়ে গেছে ২০১৯-এর গায়ে। তাও দেখতে দেখতে দুটো সপ্তাহ কাটিয়ে দিলেন নতুন বছরে। বছরের প্রথম মাসটা ঠিক মাঝামাঝি এসে থেমেছে। এত দিনে বুঝেও গিয়েছেন, কেমন কাটছে বছরের প্রথম দিকটা।
জাঁকিয়ে যে ঠাণ্ডাটা পড়েছিল দিন কয়েক আগে, কোথায় যেন ভ্যানিশ হয়েছে তা। ধোঁয়া ওঠা কাপে চুমুক দিতে দিতে একটু চোখ বুলিয়ে দেখে নিতে পারেন কেমন যাবে আপনার সারা দিনটা।
মেষ- ভবিষ্যতে ভালো কিছু অর্জন করতে চাইলে এখন থেকেই তৈরি হন। উঠে পড়ে লাগুন। পরিশ্রম করলে ফল পাবেনই। মন যা চাইছে খোলসা করে বলে ফেলুন, তবে হ্যাঁ, একটু চোখ কান খোলা রেখে সব দিক ভেবেই কাজ করুন।
বৃষ- সামাজিক সম্পর্কের দিকগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করুন। প্রণয়ঘটিত জীবনে সফল হবার সমুহ সম্ভাবনা রয়েছে। এ ছাড়া বন্ধুত্বের সম্পর্কেও প্রাপ্তিযোগ রয়েছে। তবে সব দিক তাল মিলিয়ে চলতে প্রথম প্রথম একটু অসুবিধে হতে পারে।
আরও পড়ুন, আমার জন্যই সময় কম পড়ে : ঋতুপর্ণা
মিথুন- পরিস্থিতি আপনার হাতের বাইরে চলে গিয়েছে বিগত কয়েক দিনে? কিছুই সামাল দিতে পারছেন না? একটা সুস্থ স্বাভাবিক ডায়েট চার্ট মেনে চলুন আগামী কয়েক দিন। নিয়মিত শরীর চর্চা করুন। সুস্থ জীবন যাপন করলে ভাগ্য এমনিই আপনার ওপর প্রসন্ন হবে।
কর্কট- অনেক ক্ষেত্রেই আপনি অতীতের ঘটনাতেই আটকে রয়েছেন। এবার সেসব ভুলে ভবিষ্যতের পরিকল্পনা করুন। আসলে আপনি আপনার শুরুর সময়টা ভুলতে ভয় পাচ্ছেন। প্রয়োজনে তাঁদের সঙ্গে থাকুন যাঁরা স্বাভাবিকের তুলনায় তাঁদের কাজে একটু বেশি দৃঢ়সংকল্প। ঠাকুরের কাজের জন্য দান করে আনন্দ। উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক বাধার জন্য মানসিক যন্ত্রণা। ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ।
সিংহ- সময়টা খারাপ যাচ্ছে কিছুদিন, তবে সময়ের পরিবর্তন হবে এবার। শুধু বর্তমান পরিস্থিতিটি মেনে নিতে হবে। প্রিয়জনের কাছ থেকে যথেষ্ট স্নেহ পেতে পারেন। দাঁতের যন্ত্রণার জন্য কাজে মন বসবে না। বাজে ব্যবহারের জন্য বদনাম হতে পারে। নীতির দিক দিয়ে কোনও কিছু ভুল হতে পারে। ব্যবসায় চাপ বৃদ্ধি।
আরও পড়ুন, দেশদ্রোহিতা মামলায় চার্জশিটে কানহাইয়া কুমারের নাম
কন্যা- আবারও পুরনো ছন্দে ফেরার সময় এসেছে, জীবনের গতি পরিবর্তনের জন্য দৃঢ়প্রতিজ্ঞ হন। চন্দ্র আপনার সেরার সেরাটি দিতে সাহয্য করবে, পাশাপাশি কেউ একজন আপনার জন্য অপেক্ষা করছে। প্রিয়জনের থেকে স্নেহ পেতে পারেন। চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধি। আগুন থেকে সাবধান।
তুলা- নতুন করে সবটা শুরু করার এটাই সুবর্ণ সুযোগ, এবং সামাজিক যত অবহেলা আপনার রয়েছে তাও কেটে যেতে পারে। তবে আপনার সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে অন্য কারও হাতে। নিজের ভুল কাজের জন্য বিপদ বাড়তে পারে। আজ পরিবারে কারও সঙ্গে আপনার বিবাদ বাড়তে পারে। আজ সারাদিন ব্যয়ের পরিমাণ নিয়ে চিন্তা।
বৃশ্চিক- একটা সুন্দর রোম্যান্টিক সময়ের মধ্যে দিয়ে যাবেন আপনি। আপনার পরিবারের ছোটো সদস্যদের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে। সাংস্কৃতিক ক্ষেত্রে অনেকটা সময় কাটবে। তবে সামাজিক ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে। শত্রুরা চক্রান্তে জিততে পারবে না। সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনা।
আরও পড়ুন, কেন কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্প থেকে নাম তুলে নিল রাজ্য?
ধনু- যতই আপনি একদিকে মনোনিবেশ করার চেষ্টা করবেন, ততই অন্য নানা ঘটনা আপনার মনঃসংযোগ নষ্ট করার চেষ্টা করবে। চন্দ্রের অবস্থানের জন্য এমনটি ঘটবে সামনের ক'টা দিন। ভয় পাবেন না। মন শক্ত করুন। ভাল সময় আসবেই।
মকর- ছক ভেঙ্গে কাজ করার চেষ্টা করুন। অভ্যেস না থাকলেও এবার থেকে মাঝে মধ্যে চেনা ছকের বাইরে গিয়ে জীবন যাপনের কথা ভাবুন। খুব খারাপ কিছু হবে না। রোজকার একঘেয়েমি কাটিয়ে ভালোই লাগবে।
আরও পড়ুন, বিজেপির “সাম্প্রদায়িক মানবতাবাদ”
কুম্ভ- লোকের অহেতুক জ্ঞান শোনার দরকার নেই, একদম সঠিক পথেই আছেন আপনি। শুধু টাকা পয়সা খরচ করার ব্যাপারে আরেকটু ভেবে চিন্তে পদক্ষেপ করুন।
মীন- মঙ্গলের অবস্থানের জন্য বেশ কিছুদিন ধরে সময় ভালো যাচ্ছে না আপনার। সে ক্ষেত্রে যুক্তি এবং আবেগের মধ্যে ব্যালেন্স করার চেষ্টা করুন, সময় ঠিক আপনার পক্ষেই যাবে।