Advertisment

Daily Horoscope, 21 October, 2019: জেনে নিন, কেমন কাটতে চলেছে আজকের দিন? পড়ুন রাশিফল

Ajker Rashifal in Bengali, Today's Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces: রাশিফল পড়ে জেনে নিন কেমন কাটবে দিন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সোমবার সকালে চোখ খুলে ধোঁয়া ওঠা গরম চায়ে চুমুক দেওয়ার আগেই নিশ্চই ভাবছেন কেমন কাটবে গোটা দিন?  চিন্তা করে কী করবেন, তার চেয়ে চোখ বুলিয়ে নিন নিজের রাশিফলে। আভাস পেয়ে যাবেন,  কেমন যাবে আজকের দিনটি।

Advertisment

মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20)

শরীর নিয়ে সমস্যা নেই। প্রেমে বিরহ যন্ত্রণা বাড়তে পারে। পূজাপাঠের জন্য খরচ বৃদ্ধি। প্রিয় জনের কাছ থেকে প্রচুর ভালবাসা পাবেন। চাকুরি ক্ষেত্রে সুযোগ সুবিধা পাবেন। পড়াশোনায় উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। উপার্জন হলেও আর্থিক চাপের মধ্যে থাকতে হবে। পিতামাতাসহ পরিবারের কোনো বয়স্ক লোককে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে, অর্থ ব্যয় হবে প্রচুর তথাপিও শেষ রক্ষা হবে না।

আরও পড়ুন: একগুচ্ছ দিওয়ালি উপহার নিয়ে এল জিও, খরচ কমল ৮০১ টাকা

বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)

প্রেমের ক্ষেত্রে বুঝে সিদ্ধান্ত।চাকুরি ক্ষেত্রে দিনটি শুভ। আটকে থাকা টাকা আজ পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে উপার্জন বৃদ্ধির যোগ। প্রেমের ক্ষেত্রে সুখ শান্তি থাকবে। শরীর নিয়ে কোনও সমস্যা হবে না। দূর থেকে আসা অপ্রিয় সংবাদে গোটা পরিবারে শোক চলবে, কর্মস্থল, ব্যবসাস্থল ও গৃহবাড়ির শান্তি নিবৃষ্ট হবে।

আরও পড়ুন: রিভিউ: Redmi 8A বাজেট ফোন, কিন্তু ক্যামেরা?

মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21)

আবারও পুরনো ছন্দে ফেরার সময় এসেছে, জীবনের গতি পরিবর্তনের জন্য দৃঢ়প্রতিজ্ঞ হন। চিকিত্সার ব্যাপারে একটু সাবধান থাকুন। পদোন্নতিতে বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে। বাহিরের লোকের কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। পরিবার আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও পড়ুন: ‘সামনেই অযোধ্যা রায়, ধন্তেরাসে সোনা নয়, তলোয়ার কিনুন’

কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)

পূর্বের চিন্তাগুলি সামনে আনতে সমস্ত বিকল্প পথ খুলে রাখুন। আজ দাঁতের যন্ত্রণায় আক্রান্ত হবেন। চাকুরিক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে। উপার্জন ভাগ্য চলনসই। ব্যবসাক্ষেত্রে বাধা আসবে না। প্রেমের ক্ষেত্রে শুভ যোগ। আর্থিক বিষয় নিয়ে এখন কোনও চর্চা না করাই ভাল। এ ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত ব্যায় হতে পারে।

আরও পড়ুন: কাশ্মীর সীমান্তে পাল্টা হামলা ভারতের, নিহত পাঁচ পাক সেনা

সিংহ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23)

কাজের জায়গায় অন্যেরা নিরাপত্তার জন্য আপনার ওপর নির্ভর করবে। দিনটি শুভ যাবে। চাকুরিক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে। আজ অধিক অর্থ উপার্জন হবে। ব্যবসা ক্ষেত্রেও শুভ যোগ। শরীর নিয়ে বড় কোনও সমস্যা নেই।

আরও পড়ুন: “আঘাতের চিহ্ন নেই, সম্মতি সূচক যৌনতাও হতে পারে”: গণধর্ষণের মামলায় অভিযুক্তকে মুক্ত করল হাইকোর্ট

কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)

আজ আপনার সামনে আসা বিনিয়োগ স্কিমগুলিকে এড়িয়ে চলুন, কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন। সম্পত্তি সংক্রান্ত বিরোধ প্রবল হতে পারে।আজ সারা দিন ব্যবসা নিয়ে মনে একটু ভয় কাজ করবে। সংসারে ধৈর্য বজায় রাখতে হবে। হজমের গণ্ডগোল হতে পারে। মায়ের শরীরের জন্য খরচ বৃদ্ধি।

আরও পড়ুন: জামিনের পরেই হেফাজতে নির্যাতনের অভিযোগ তুললেন কংগ্রেস নেতা সন্ময়

তুলা LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23)

শরীরে যন্ত্রণার জন্য কষ্ট বাড়তে পারে। বাড়িতে হঠাৎ করে প্রচুর অতিথি সমাগম হতে পারে। নিম্ন বিদ্যার জন্য সময়টা খুব উপযুক্ত। চাকরিজীবীদের জন্য সময়টা ভাল হবে না। আজ আপনার সঙ্গে ভাল কিছু হতে পারে।  ভাই ভাগ্যে আর্থিক লাভ হতে পারে।

আরও পড়ুন: ১২ ফুটের কেউটে, উদ্ধারে হিমশিম অবস্থা বিশেষজ্ঞদের

বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)

অন্যায় না করেও দোষের ভাগীদার হতে পারেন৷ যে কোন ঘটনার মৌলিক দিকটা দেখার চেস্টা করুন৷ পারিবারিক ও প্রেমের সম্পর্কে শুভ যোগ করেছে, ছোট-খাটো ঝগড়া এড়িয়ে চলুন; প্রেমের সম্পর্কে উন্নতি হবে৷ ছোটখাটো ব্যবসা শুরু করতে পারেন৷ তবে এ ক্ষেত্রে বেশি ঝুঁকি না নেওয়াই ভালো, তাতে ক্ষতির সম্ভাবনা৷

আরও পড়ুন: বাগ মানাতে বাঘের লড়াই, ভিডিওতে মজেছে সোশাল মিডিয়া

ধনু SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21)

পারিবারিক ও প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে, তাই সাবধান৷ বন্ধু বিচ্ছেদের সম্ভাবনা৷ কর্মক্ষেত্রে সমস্যা হবে৷ কোন বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি ভালো করে বিচার করুন৷ যেহেতু এই বছরটা আপনার জন্য শুভ নয়, বড় কোন আথির্ক বিনিয়োগ না করাই ভালো৷ আইনি জটিলতায় ফেঁসে যেতে পারেন, তাই সাবধান৷

আরও পড়ুন: ‘অচৈতন্য ধাক্কা’! ট্রেনে কাটা পড়া থেকে বাঁচলেন মহিলা

মকর CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)

পিতামাতার সম্পত্তি হাতছাড়া হবে। এ ছাড়াও সম্পত্তি সংক্রান্ত বিরোধ ক্রমে বৃদ্ধি পাবে। সন্তানদের ক্যারিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য ও বিবাহ সংক্রান্ত ব্যাপারে দুঃশ্চিন্তা বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের জন্য বছরটি অতিশয় অশুভ বলে গণ্য হবে। ব্যবসায়িক পরিকল্পনার বাস্তবায়ন, কর্মে পদোন্নতি ছাড়াও বিদেশ গমনের স্বপ্ন পূরণ হবে।

আরও পড়ুন: ঋতু পরিবর্তনের সময় ঘনঘন জ্বর-সর্দি-কাশি থেকে বাঁচতে কী করবেন?

কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)

শত্রু ও বিরোধী পক্ষের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন। শরীর স্বাস্থ্যের ব্যাপারে পুরনো রোগব্যাধির প্রকোপের সঙ্গে সঙ্গে নিত্যনতুন রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় চিকিৎসা সংক্রান্ত ব্যয় ছাড়াও উৎকট-উদ্ভট ঝামেলা তাড়া করবে। পিতামাতার স্বাস্থ্য ক্রমে অবনতির দিকে ধাবিত হবে।

আরও পড়ুন: সারাদিন কম্পিউটারে কাজ করেন? চোখের যত্ন নেবেন কী ভাবে?

মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-Mar 20)

বেকারদের কর্মপ্রাপ্ত ছাড়াও ব্যবসায়িক পরিকল্পনার বাস্তবায়ন ঘটবে। শত্রু বিরোধী পক্ষের আচমকা উৎপাতে যৎপরোনাস্তি ক্ষতিসাধিত হবে। মামলা-মোকদ্দমার রায় বিপক্ষে যাওয়ায় সম্পত্তি হাতছাড়া হয়ে পড়তে পারে। এ ছাড়াও সম্ভাব্য ক্ষেত্রে কারাভোগের সময় বৃদ্ধি পাবে। ভ্রাতা-ভগ্নি, স্বজন ও জীবনসঙ্গীর মধ্যকার কলহ-বিবাদ বাড়বে বৈকি কমবে না।

Karkat Rashifal 2019 (কর্কট রাশিফল) Meen Rashifal 2019 (মীন রাশিফল) Kumbha Rashifal 2019 (কুম্ভ রাশিফল) Dhanu Rashifal 2019 (ধনু রাশিফল) Vrishchik Rashifal 2019 (বৃশ্চিক রাশিফল) Tula Rashifal 2019 (তুলা রাশিফল) Kanya Rashifal 2019 (কন্যা রাশিফল) Singha Rashifal 2019 (সিংহ রাশিফল) Makar Rashifal 2019 (মকর রাশিফল) Mithun Rashifal 2019 (মিথুন রাশিফল) Vrish Rashifal 2019 (মেষ রাশিফল) Mesh Rashifal 2019 (মেষ রাশিফল) rashifal
Advertisment