আরও পড়ুন: লাফ দিয়েছেন লক্ষ্মী ঠাকুর, আবার উড়েও গেছেন, বউ’কে রাগাতে ভিডিও স্বামীর
আরও পড়ুন: এবার ডান্সিং দিদা’র ভাসান নাচে সেনসেশন সোশাল মিডিয়ায়
গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। সেই ফুটেজ সোশাল মিডিয়ায় আসা মাত্রই ভাইরাল হয়ে পড়ে। কথায় আছে সাবধানের মান নেই, কপালে দুর্ভোগ থাকলে যে কারণেই ঘটতে পারে তার প্রমাণ এই ভিডিওটি। মহিলা ওই ব্যক্তির ভার নিতে না পেরে রেল লাইনে পরে যান। গুরুতর আহত হয়েছেন তিনি। ভিডিওটিতে দেখা যাচ্ছে , স্টেশনে উপস্থিত যাত্রীরা তাঁকে টেনে হিঁচড়ে তোলার চেষ্টা করে। মাথায় গুরুতর আঘাত পেতে পারে বলে মনে করা হচ্ছে। জানা গেছে, সহযাত্রীরা রাতারাতি তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়।
Read the full story in English