Daily Horoscope 13 September, 2019: কেমন কাটবে দিন, জানুন আজকের রাশিফল

Ajker Rashifal in Bengali, Today's Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces: রাশিফল পড়ে জেনে নিন কেমন কাটবে দিন।

Ajker Rashifal in Bengali, Today's Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces: রাশিফল পড়ে জেনে নিন কেমন কাটবে দিন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মেষ-

অহঙ্কার যত কম করবেন ততই ভাল। মাথার যন্ত্রণা বাড়বে। কাজের ব্যাপারে ব্যাকুলতা বাড়তে পারে। ব্যবসার জন্য শুভ যোগাযোগ আসতে পারে। রাজনীতির সঙ্গে যুক্তদের জন্য ভাল কোনও খবর আসার সম্ভাবনা। দাঁতের সমস্যা চিন্তা বাড়াবে।  অর্থের ব্যাপারে চাপ বৃদ্ধি।

Advertisment

আরও পড়ুন: বয়স বাড়ছে? মেদমুক্ত থাকবেন কী ভাবে, জেনে নিন

বৃষ- কারও কাছে দয়ার পাত্র হতে পারেন। বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি। বাড়তি কোনও ব্যবসা থেকে অর্থ আসতে পারে। স্ত্রীর ব্যাপারে চাপ আসার আশঙ্কা। বাবার সঙ্গে তর্ক হতে পারে।পড়াশোনায় সাফল্য আসতে পারে। অসৎ লোক থেকে সাবধান থাকুন।

আরও পড়ুন: দিনের এই নির্দিষ্ট সময়ে কাঁদলে কমবে ওজন

মিথুন-কোনও কাজের জন্য বাড়িতে অপমানিত হতে পারেন। প্রেমের ব্যাপারে আশা ভঙ্গ হতে পারে। গুরুজনের সঙ্গে ব্যবসার আলোচনা। আয় ও ব্যয় ঠিক থাকবে না। সকালের দিকে আর্থিক চাপ বাড়তে পারে। গান বাজনার জন্য দিনটি ভাল। আজ বাইরের কোনও অশান্তি বাড়িতে আসতে পারে।

Advertisment

আরও পড়ুন: ‘মন্দা কাটাতে সরকারকে আগে স্বীকার করতে হবে, আর্থিক সংকটে রয়েছে দেশ’

কর্কট-  শত্রুর ব্যাপারে একটু সাবধান থাকুন। খারাপ সঙ্গের জন্য কোনও বিপদ আসতে পারে। গঠন মূলক কোনও কাজের জন্য উন্নতির সম্ভাবনা। স্ত্রী ব্যাপারে চাপ বৃদ্ধি। ব্যবসা বা কাজের দিকে নতুন আলো দেখতে পাবেন।

সিংহ- সত্য রক্ষা করতে গিয়ে অপমান জুটতে পারে। দূরে কোথাও ভ্রমণে বাধা আসতে পারে। তবে ব্যবসা ভাল যাবে ও কিছু সঞ্চয় হতে পারে। সন্তানের জন্য চিন্তা। আজ সকাল থেকে অশান্তি হওয়ার আশঙ্কা। অপরের কোনও উপকার করতে গিয়ে নিজের ক্ষতি।

আরও পড়ুন: জীবিত মমতাকেই বাংলায় এনআরসি দেখতে হবে, হুঁশিয়ারি দিলীপের

কন্যা-  নতুন প্রেমের ব্যাপারে একটু চাপ থাকতে পারে। আপনার কোনও ব্যবহার আজ বাড়ির লোকের খারাপ লাগতে পারে। কাজের চাপ বাড়তে পারে। সাহিত্য চর্চা থেকে আনন্দ। ব্যবসায় ভাল সুযোগ মিলতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা।

তুলা- সন্তানের বিষয়ে বাড়তি যত্নের প্রয়োজন হতে পারে। শিক্ষার্থীরা রুটিন অনুসরণ না করলে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন কঠিন হতে পারে। খেয়ালিপনা কিংবা নিজ ভুলে কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। প্রতিটি কাজ সময় নিয়ে বুঝেশুনে করুন।

বৃশ্চিক- বিবাহিত জীবন খুব ভাল কাটতে পারে। কর্মস্থানের পরিবর্তন হতে পারে। বাড়তি খরচের যোগ রয়েছে। নীতির দিক দিয়ে কোনও কাজ নিয়ে বিবাদ হতে পারে। বন্ধু নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে।

ধনু- আইনি কোনও কাজের জন্য খরচ। মহিলাদের নিয়ে বিবাদ। বাজে খরচ হতে পারে। সংসারে কোনও অতিথি আসতে পারে। নতুন কোনও প্রস্তাব আসার সম্ভাবনা। প্রেমের ব্যাপারে ভাল সুযোগ পাবেন।

আরও পড়ুন, নিজের কণ্ঠের উপর আস্থা আছে: রানু মন্ডল

মকর- মনের কোনও আশা পূরণে বাধা। অযথা অপমানিত হতে পারেন। ভাল বন্ধুকে আজ চিনতে পারবেন। পড়াশোনার জন্য চাপ বাড়তে পারে। প্রেমে বাধা নিয়ে চিন্তা। কাজের ক্ষেত্রে অনীহা আসতে পারে। অতিরিক্ত খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ।

কুম্ভ- বাড়িতে কোনও ভুল কাজ করবার জন্য চিন্তা। ধর্ম সংক্রান্ত ব্যাপারে আসক্তি বাড়তে পারে। ব্যবসায় মধ্যম ফল পাবেন। মহাজনের সঙ্গে বেশি তর্ক বিপদ বাড়াতে পারে।রাজনীতির সঙ্গে যুক্তদের জন্য ভাল খবর আসতে পারে। আজ সারা দিন কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে।

মীন- সংসারের জন্য শান্তির কামনা। পাওনা আদায় নিয়ে বিবাদের আশঙ্কা। শত্রু থেকে মুক্তি লাভ। ধর্ম সংক্রান্ত ব্যাপারে কোনও দান করতে হতে পারে। আজ পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত যাবে।

Karkat Rashifal Meen Rashifal Kumbha Rashifal Dhanu Rashifal Vrishchik Rashifal Tula Rashifal Kanya Rashifal Singha Rashifal Makar Rashifal Mithun Rashifal Vrish Rashifal Mesh Rashifal