Krishna Janmashtami 2025: বালক গোপালকে কখন ঘুম পাড়ানো উচিত? পূজা ও উপবাসে শুভ ফল পেতে মানুন এই নিয়ম

Krishna Janmashtami 2025: জন্মাষ্টমী ২০২৫-এ বাল গোপালকে কখন ঘুম পাড়াতে হয়? পূজা, উপবাস ও শুভ কেনাকাটার নিয়ম জানুন। এই দিনে মানলে ঘরে আসবে সুখ ও সমৃদ্ধি।

Krishna Janmashtami 2025: জন্মাষ্টমী ২০২৫-এ বাল গোপালকে কখন ঘুম পাড়াতে হয়? পূজা, উপবাস ও শুভ কেনাকাটার নিয়ম জানুন। এই দিনে মানলে ঘরে আসবে সুখ ও সমৃদ্ধি।

author-image
IE Bangla Web Desk
New Update
Krishna Janmashtami 2025

Krishna Janmashtami 2025: শ্রাবণের অষ্টমীতে জন্মাষ্টমী পালিত হয়। (ছবি: @কানহাজী_দরবার)

Sri Krishna Janmashtami 2025: হিন্দু ধর্মে জন্মাষ্টমী অন্যতম বড় এবং পবিত্র উৎসব। এই দিন ভগবান শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী পালন করা হয়। ভক্তরা বিশ্বাস করেন, শ্রীকৃষ্ণের পূজা করলে জীবনে কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি আসে। ২০২৫ সালে জন্মাষ্টমী পালিত হবে শনিবার, ১৬ আগস্ট। এই দিনে ভক্তরা উপবাস পালন করেন, পূজা করেন এবং রাত ১২টায় বাল গোপালের জন্ম মুহূর্ত উদযাপন করেন। তবে অনেকের মনে প্রশ্ন থাকে— বাল গোপালকে কখন ঘুম পাড়াতে হবে, কীভাবে সাজাতে হবে এবং কী কিনলে শুভফল লাভ হবে?   

Advertisment

আরও পড়ুন- জন্মাষ্টমী ২০২৫, কৃষ্ণের বাঁশি দিয়ে দূর করুন বাস্তু দোষ, আসবে শান্তি-সমৃদ্ধি

জ্যোতিষশাস্ত্র অনুসারে, সাধারণ দিনে বাল গোপালকে রাত ৮টা থেকে ৯টার মধ্যে শোয়ানো শুভ। তবে জন্মাষ্টমীর দিনে নিয়ম কিছুটা ভিন্ন। সন্ধ্যায় বাল গোপালকে স্নান করান। নতুন পোশাক ও অলঙ্কারে সাজান। তাঁকে দোলনায় বসান এবং একটি পর্দা দিয়ে ঢেকে দিন। ঠিক রাত ১২টায়, জন্ম মুহূর্তে, দোলনার পর্দা সরান, মন্ত্র জপ করুন এবং জন্মোৎসব পালন করুন। প্রসাদ হিসেবে মাখন, মিশ্রি ও অন্যান্য ভোগ অর্পণ করুন। এই রীতি অনুসারে পূজা করলে পূর্ণ ফল লাভ হয় এবং পরিবারের ওপর শ্রীকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত হয়।     

আরও পড়ুন- জন্মাষ্টমী 2025-এ এভাবে সাজান গোপালকে, দেখুন সজ্জার টিপস

জন্মাষ্টমীতে উপবাস ও পূজার নিয়ম

Advertisment

ভক্তরা উপবাস থেকে সূর্যোদয় পর্যন্ত শুধু ফল, দুধ ও জল গ্রহণ করতে পারেন। মধ্যরাতের পূজা শেষে প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করতে হয়। ভজন, কীর্তন ও নামসংকীর্তন করলে পূণ্যের পরিমাণ আরও বাড়ে।

আরও পড়ুন- এই সময়ে জন্মাষ্টমীর পূজায় মিলবে শুভ ফল? জানুন বিস্তারিত!

জন্মাষ্টমীতে কী কেনা শুভ?

জন্মাষ্টমীর দিনে কিছু বিশেষ জিনিস ঘরে আনলে তা শুভ ও ফলপ্রসূ বলে মনে করা হয়। প্রথমবার জন্মাষ্টমী উদযাপন করলে নতুন মূর্তি ঘরে আনা খুবই শুভ। ময়ূরের পালক ঘরে শান্তি ও ইতিবাচক শক্তি আনতে সাহায্য করে। বাল গোপালের জন্য নতুন পোশাক, অলঙ্কার, সিংহাসন কিনলে তা পরিবারে সমৃদ্ধি আনে। কৃষ্ণের জন্মের প্রতীক হিসেবে দোলনা কেনা অত্যন্ত শুভ।

আরও পড়ুন- জন্মাষ্টমীতে কখন করবেন গোপালের পূজা? দিনক্ষণ, শুভ তিথি, ভাগ্যবান রাশি জেনে নিন

জন্মাষ্টমীর মাহাত্ম্য

শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি জন্মাষ্টমীর দিনে ভগবান কৃষ্ণকে ভক্তিভরে পূজা করে, তাঁর জীবনের সকল দুঃখ দূর হয়। পরিবারের মধ্যে ভালোবাসা, সৌভাগ্য ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। তাই এই দিনটি শুধু উৎসব নয়, ভক্তি প্রকাশের এক বিশেষ উপলক্ষ। জন্মাষ্টমী ২০২৫-এ বাল গোপালকে যথাযথ নিয়মে পূজা করলে এবং নির্দিষ্ট সময়ে ঘুম পাড়ালে পূজা এবং উপবাসের পূর্ণ ফল লাভ হয়। এছাড়া, ময়ূরের পালক, দোলনা বা নতুন মূর্তি ঘরে আনলে পরিবারের ওপর শুভ শক্তির প্রভাব পড়ে। 

sri krishna Janmashtami