Horoscope Yoga: সেপ্টেম্বর শুরু হতেই ত্রিগ্রহী যোগের ভয়ংকর প্রভাব! শঙ্কিত এই সব রাশিগুলো

Horoscope Yog: ত্রিগ্রহী যোগ ২০২৫-এর কারণে বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে আসতে পারে বড় সমস্যা। কেরিয়ার সংকট, আর্থিক অস্থিরতা, টানাপোড়েন বাড়ার প্রবল সম্ভাবনা।

Horoscope Yog: ত্রিগ্রহী যোগ ২০২৫-এর কারণে বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে আসতে পারে বড় সমস্যা। কেরিয়ার সংকট, আর্থিক অস্থিরতা, টানাপোড়েন বাড়ার প্রবল সম্ভাবনা।

author-image
IE Bangla Web Desk
New Update
Horoscope: রাশিফল

Horoscope: রাশিফল।

Horoscope Yoga: জ্যোতিষশাস্ত্র মতে, গ্রহ-নক্ষত্রের অবস্থান মানুষের জীবনে বড় প্রভাব ফেলে। ২০২৫ সালের আগস্ট মাসে এমন এক বিশেষ যোগ গঠিত হচ্ছে, যার নাম ত্রিগ্রহী যোগ। এই সময় সূর্য, বুধ ও কেতু একসঙ্গে সিংহ রাশিতে অবস্থান করবে। জ্যোতিষ মতে, তিনটি গ্রহ একসঙ্গে এক রাশিতে আসলে তা জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ও নেতিবাচক ফলাফল বয়ে আনে।     

Advertisment

তবে এই বছর ত্রিগ্রহী যোগের কারণে বিশেষ করে বৃষ, কন্যা এবং মকর রাশির জাতক-জাতিকাদের জীবনে সমস্যা দেখা দিতে পারে। কেরিয়ার থেকে শুরু করে অর্থনীতি এবং পারিবারিক জীবনে একাধিক চ্যালেঞ্জ আসতে পারে। 

আরও পড়ুন- কবে মহালয়া? তর্পণের সঠিক সময় কখন, জানুন কী করা উচিত এই সময়

বৃষ রাশি (Taurus)

বৃষ রাশির জাতকদের জন্য এই সময়টা কিছুটা কঠিন হতে চলেছে। এর ফলে পারিবারিক জীবনে অশান্তি তৈরি হতে পারে। ঘর ও দায়িত্বের চাপ বাড়বে, ফলে মানসিক অস্থিরতা দেখা দেবে। এতে মাথাব্যথা ও অনিদ্রার সমস্যা হতে পারে, তাই স্বাস্থ্যকে অবহেলা করবেন না। অপ্রয়োজনীয় খরচ বেড়ে যাবে, ফলে আর্থিক চাপ আসতে পারে। কর্মক্ষেত্রে সিনিয়র বা বসের সঙ্গে মতভেদ হতে পারে। চরম ক্ষেত্রে চাকরি হারানোর আশঙ্কাও রয়েছে। এক্ষেত্রে জ্যোতিষীরা পরামর্শ দিয়েছেন- ধৈর্য ধরা উচিত। অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া উচিত। ঝগড়া এড়িয়ে চলা উচিত।

Advertisment

আরও পড়ুন- মায়ের দস্যি পল্টুই পরে অবলীলায় সামলালেন দেশের ভার, প্রয়াণ দিবসে প্রণব মুখোপাধ্যায়

কন্যা রাশি (Virgo)

কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্যও এই সময়টা যথেষ্ট সতর্কতার। কর্মক্ষেত্রে হঠাৎ করে কাজের চাপ বাড়বে। সময়মতো কাজ শেষ করতে না পারলে সিনিয়রদের অসন্তোষ আসতে পারে। আর্থিক দিকে অস্থিরতা থাকবে, তবে বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিলে বড় ক্ষতি এড়ানো সম্ভব। পরিবারে সম্পর্ক নিয়ে চাপ আসতে পারে, তাই শান্তিপূর্ণভাবে সব সামলাতে হবে। প্রচেষ্টা বাড়াতে হবে, তবে ফলাফল আসতে দেরি হবে। এক্ষেত্রে জ্যোতিষীরা পরামর্শ দিয়েছেন যে, পরিশ্রম চালিয়ে যাওয়া উচিত এবং মানসিক শান্তি বজায় রাখা উচিত।

আরও পড়ুন- রাধাষ্টমী পালন তো করলেন, এই গল্পটি পড়েছেন? না-হলে কিন্তু আপনার ব্রত অসম্পূর্ণ!

মকর রাশি (Capricorn)

মকর রাশির জাতকদের জন্য এই সময়টা মিশ্র ফল দেবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে, তবে তার সঙ্গে চ্যালেঞ্জও বাড়বে। পরিবারের কারও সঙ্গে মতভেদ হতে পারে। হাড় বা জয়েন্টের ব্যথা সমস্যায় ফেলতে পারে। অর্থনৈতিক দিকেরও ওঠাপড়ার একটা সমস্যা তৈরি হবে। এক্ষেত্রে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে, ধৈর্য রাখা উচিত এবং গুরুত্বপূর্ণ কাজে বিশেষজ্ঞদের মতামত নেওয়া উচিত।      

আরও পড়ুন- রাধারানির পুজো তো করলেন, সঙ্গে এটি করুন, সারা বছর ঘরে অর্থ আসবে!

দাবিত্যাগ (Disclaimer)

এই তথ্যটি জ্যোতিষশাস্ত্র, পঞ্জিকা ও ধর্মীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে তৈরি। এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। জীবন-সংক্রান্ত কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাই অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।

Yoga Horoscope