Horoscope Saturn: ৫০০ বছর পর! শনির চালে টাকার মেঘ ভাঙা বৃষ্টিতে ভাসবে এই ৩ রাশি

Horoscope Saturn: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে ৫০০ বছর পর এই বিরল যোগে কয়েকটি রাশির জাতকদের জীবনে আসতে পারে হঠাৎ আর্থিক লাভ, চাকরির সুযোগ, সামাজিক সম্মান।

Horoscope Saturn: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে ৫০০ বছর পর এই বিরল যোগে কয়েকটি রাশির জাতকদের জীবনে আসতে পারে হঠাৎ আর্থিক লাভ, চাকরির সুযোগ, সামাজিক সম্মান।

author-image
IE Bangla Web Desk
New Update
Horoscope: রাশিফল।

Horoscope Saturn: কারা সেই সব ভাগ্যবান রাশি?

Horoscope Saturn: বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনি এবং বৃহস্পতি গ্রহের অবস্থান মানুষের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। নভেম্বর ২০২৫-এ এক বিরল মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে। প্রায় ৫০০ বছর পর একসঙ্গে শনি দেব হবেন মার্গী (সরাসরি গমন)। আর গুরু বৃহস্পতি হবেন বক্রী (বিপরীতমুখী গমন)। এই বিরল সংযোগের ফলে কিছু রাশির জীবনে শুরু হতে চলেছে সৌভাগ্যের সোনালি অধ্যায়। 

Advertisment

শনি দেবকে কর্মফলদাতা গ্রহ হিসেবে ধরা হয়। তিনি বয়স, দুঃখ-কষ্ট, রোগ-ব্যথা, বিজ্ঞান, প্রযুক্তি, খনিজ, তেল, শ্রম ও ন্যায়বিচারের প্রতীক। যাঁরা জীবনে কঠোর পরিশ্রম করেন, শনিদেব তাঁদের সুফল প্রদান করেন। অন্যদিকে বৃহস্পতি দেবতাদের গুরু। তিনি জ্ঞান, আধ্যাত্মিকতা, সমৃদ্ধি, ধর্ম, সামাজিক মর্যাদা এবং ইতিবাচক শক্তির প্রতীক। যখন বৃহস্পতি বক্রী হন, তখন তাঁর প্রভাব ভিন্নভাবে প্রকাশ পায়। অনেক সময় পুরোনো সুযোগ আবার সামনে আসে এবং অর্থনৈতিক লাভ হয়।

আরও পড়ুন- কতটা সঙ্গ দেবে আজ আপনার ভাগ্য, জেনে নিন নিজের রাশিফল

যে রাশিগুলোর লাভ হবে

আরও পড়ুন- এই গণপতি মন্দির জাগ্রত বলে পরিচিত, গণেশ চতুর্থীতে অসংখ্য ভক্ত ভিড় করেন এখানে

Advertisment

তুলা রাশির জন্য এই সময় অত্যন্ত শুভ হতে চলেছে। শনিদেব ষষ্ঠ ঘরে থাকবেন আর বৃহস্পতি কর্মফল ঘরে বক্রী হবেন। ফলে নতুন চাকরির সুযোগ আসবে। ব্যবসায় পুরোনো বিনিয়োগ থেকে লাভ হবে। আইনি মামলায় জয়লাভের সম্ভাবনা প্রবল। সামাজিক সম্পর্ক আরও দৃঢ় হবে।

আরও পড়ুন- বিশ্বের একমাত্র মন্দির, যেখানে গণেশের নরমুণ্ড দেখতে পাওয়া যায়!

কুম্ভ রাশির জাতকরা এই সময়ে ধন-সম্পদে অগ্রগতি করবেন। শনিদেব থাকবেন ধনভাগ্যে আর বৃহস্পতি ষষ্ঠ ঘরে। ফলে কুম্ভ রাশির জাতকদের হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। তাঁদের ব্যবসায় নতুন পার্টনার যুক্ত হবে। পারিবারিক সম্পর্কের উন্নতি হবে। তাঁরা শত্রুদের ওপর জয়লাভ করবেন।

আরও পড়ুন- বাল গণপতি থেকে সংকথার্থ, ৩২ রূপে গণেশ, প্রতিটি রূপেরই রহস্য অলৌকিক

মিথুন রাশির জাতকদের জন্যও এই যোগ অত্যন্ত শুভ। শনি থাকবেন কর্ম ঘরে, আর বৃহস্পতি ধন ঘরে বক্রী হবেন। এর ফলে হঠাৎ অর্থপ্রাপ্তি হবে। ব্যবসায়ীদের আর্থিক সাফল্য আসবে। কর্মক্ষেত্রে উন্নতি হবে। সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। ২০২৫-এর নভেম্বরে এই বিরল গ্রহ যোগে এই সব  রাশির জাতকদের জীবনে নতুন দিগন্ত খুলে যাবে। তাতে হঠাৎ আর্থিক সাফল্য, কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসায় অগ্রগতি এবং সামাজিক সম্মান লাভ হবে। যাঁরা বহুদিন ধরে কঠোর পরিশ্রম করছেন, তাঁদের জন্য এটাই হবে পুরস্কার লাভের উপযুক্ত সময়। 

Saturn Horoscope