Mehsana Ganpati Temple: এই গণপতি মন্দির জাগ্রত বলে পরিচিত, গণেশ চতুর্থীতে অসংখ্য ভক্ত ভিড় করেন এখানে

Mehsana Ganpati Temple: গুজরাটের মেহসানা জেলার আইথর গণপতি দাদার মন্দিরের বয়স প্রায় ১,২০০ বছর। গণেশ চতুর্থীতে ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে এই প্রাচীন মন্দির।

Mehsana Ganpati Temple: গুজরাটের মেহসানা জেলার আইথর গণপতি দাদার মন্দিরের বয়স প্রায় ১,২০০ বছর। গণেশ চতুর্থীতে ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে এই প্রাচীন মন্দির।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Mehsana Ganpati Temple

Mehsana Ganpati Temple: আইথর গণপতি মন্দির।

Ganesh Chaturthi 2025: গুজরাট ভারতের অন্যতম ঐতিহ্যবাহী রাজ্য। এখানকার প্রতিটি জেলায় ছড়িয়ে রয়েছে প্রাচীন মন্দির এবং কিংবদন্তি। উত্তর গুজরাটের মেহসানা জেলার উনঝা তালুকের আইথর গ্রামেই রয়েছে প্রায় ১২০০ বছরের পুরোনো এক গণপতি মন্দির। এই মন্দিরকে স্থানীয়রা ভালোবেসে 'গণপতি দাদা' বলে ডাকেন। প্রাচীন বিশ্বাস অনুযায়ী, এই মন্দিরের গণপতি মূর্তি পাণ্ডব যুগের। পরবর্তীতে সোলাঙ্কি রাজারা এখানে পূজা দিতেন এবং মন্দিরের গুরুত্বপূর্ণ কাজের সূচনা করতেন।

গণেশ চতুর্থীর বিশেষ তাৎপর্য

Advertisment

আরও পড়ুন-রাশি অনুসারে গণেশকে নিবেদন করুন এই ভোগ, মিলবে বাপ্পার আশীর্বাদ

গণেশ চতুর্থী মহারাষ্ট্রে যেমন মহোৎসব হিসেবে পালিত হয়, তেমনই এখন গুজরাটেও সমানভাবে পালিত হয়। প্রতিবছর ভাদ্র মাসে গণেশ চতুর্থী উপলক্ষে অগণিত ভক্ত মেহসানার আইথর গণপতি মন্দিরে ভিড় জমান। ২০২৫ সালে গণেশ চতুর্থী পালিত হল আজ, ২৭ আগস্ট। এই দিনে আইথরে হাজার হাজার ভক্ত সমবেত হয়েছিলেন।

Advertisment

আরও পড়ুন- গণেশকে উৎসর্গ করা বলিউডের বিখ্যাত গান কোনগুলো, গণেশ চতুর্থীতে দেখে নিন

একটি প্রচলিত কাহিনি অনুসারে, একবার দেবতাদের বিবাহ অনুষ্ঠানে গণেশকে তাঁর অদ্ভুত চেহারার জন্য আমন্ত্রণ জানানো হয়নি। এতে গণেশ রুষ্ট হন এবং বিবাহ যাত্রায় ব্যাঘাত ঘটান। পরে ৩৩ কোটি দেবতা গণপতির পূজা করে তাঁর আশীর্বাদ লাভ করেন। এই ঘটনার স্মৃতিচিহ্ন হিসেবে আজও আইথরের কাছে গমনিয়ু হ্রদ রয়েছে। স্থানীয়রা বিশ্বাস করেন, এখানেই দেবতাদের ঘোড়া এবং ষাঁড় বেঁধে রাখা হয়েছিল।

আরও পড়ুন- এই গল্প পাঠ ছাড়া গণেশ চতুর্থীর উপবাস অসম্পূর্ণ থাকে, সম্পূর্ণ পৌরাণিক গল্পটি পড়ুন এখানেই

আশপাশের ঐতিহাসিক নিদর্শন

ভাও এবং রাম কুয়ো: এটি প্রাচীন কুয়ো এবং স্থাপত্য, যা স্থানীয় ইতিহাসের সাক্ষী।
বিষ্ণু মন্দির: গণপতি মন্দিরের উলটোদিকে এই মন্দিরটি রয়েছে, বয়স প্রায় ৯০০ বছর।
কার্তিকেয় মন্দির, সিদ্ধপুর: গণেশের ভাই কার্তিকেয়ের প্রাচীন মন্দির এটি।
উমিয়া মাতাজি মন্দির, উনঝা: দেবী পার্বতীর উপস্থিতির স্মৃতি হিসেবে এই মন্দির তৈরি হয়েছিল।

আরও পড়ুন- গণেশ চতুর্থীতে প্রিয়জনকে এই বার্তায় জানান শুভেচ্ছা, মনে রাখবে চিরকাল

চৈত্র মাসের ৩ থেকে ৫ তারিখে এখানে বিশাল মেলা বসে। ভক্তরা দূর-দূরান্ত থেকে আসেন এবং ভগবান গণেশকে পুজো দেন। কীভাবে এখানে যাবেন? লোকেশন: আইথর গ্রাম, উনঝা তালুক, মেহসানা জেলা, গুজরাট। জায়গাটি আহমেদাবাদ থেকে প্রায় ৮৫ কিলোমিটার দূরে। সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মন্দির খোলা থাকে। গণেশ চতুর্থী এবং চৈত্র মাসের মেলায় এখানে ভক্তদের সবচেয়ে বেশি ভিড় হয়। 

Ganesh Chaturthi 2025