Valentines Day Love Horoscope 2025: প্রেম-ভালবাসার দিন ভ্যালেন্টাইন্স ডে (Valentines Day) অনেকের জন্য বিশেষ দিন। এমনিতে ভ্যালেন্টাইন্স উইক শুরু হয়েছে গত ৭ ফেব্রুয়ারি থেকে। তবে ভ্যালেন্টাইন্স দিবস হল ১৪ ফেব্রুয়ারি। প্রত্যেক বছর ওইদিনেই ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করা হয়। আর দুদিন পরই প্রেমদিবস। যাঁরা মনের মতো সঙ্গী খুঁজছেন তাঁদের জন্য রয়েছে ভাল খবর। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই দিনে প্রেম-ভালবাসার নতুন শুরু হতে পারে। প্রেমদিবসে কার জীবনে মনের মতো সঙ্গী আসবে তা জানতে জেনে নিন ভ্যালেন্টাইন্স ডে-র রাশিফল।
মেষ রাশি
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মেষ রাশির জাতক-জাতিকা উগ্র এবং সাহসী হন। রোম্যান্টিক ক্ষেত্রে আসার পর এই রাশির জাতকদের জীবনে প্রেম আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এদিন আপনার আত্মবিশ্বাস খুব মজবুত থাকবে। যদি আপনি কাউকে নিজের মনের কথা বলতে চান তাহলেই ভ্যালেন্টাইন্স ডে খুবই শুভ দিন। সঙ্কোচ না করে পার্টনারকে নিজের মনের কথা বলেই দিন। তিনিও আপনার প্রস্তাব ফেলতে পারবেন না।
বৃষ রাশি
বৃষ রাশির জাতক-জাতিকা সম্পর্কে অনেক বেশি বুঝদার। আবেগপ্রবণ হয়ে পড়বেন আর ভ্যালেন্টাইন্স ডে আপনার জন্য রোম্যান্টিক হবে। সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাবেন। প্রেমের সম্পর্কে যে জাতক-জাতিকারা রয়েছেন তাঁদের জন্য এইদিনটি খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও মজবুত হবে আর প্রেম বাড়বে।
আরও পড়ুন ফেব্রুয়ারিতেই এই ৩ রাশির সোনায় সোহাগা, রাহু এবং বুধের মিলনে বাম্পার লক্ষ্মীলাভ
মিথুন রাশি
এই ভ্যালেন্টাইন্স দিবসে মিথুন রাশির জাতক-জাতিকারা নিজের আসল প্রেম খুঁজে পাবেন। মিথুন রাশির জাতক-জাতিকারা রোম্যান্সের ব্যাপারে মতান্তরে পড়তে পারেন। সঙ্গীর সঙ্গে কথোপকথন অনেক গুরুত্বপূর্ণ। ছোট ছোট বিষয় আপনার সম্পর্কে প্রভাব ফেলতে পারে। তাই ভেবে-চিন্তে কথা বলুন। ভার্চুয়াল মাধ্যমে সম্পর্ক হতে পারে। এবারের প্রেমদিবস মিথুন রাশির জন্য প্রেমের জোয়ার নিয়ে আসতে পারে।
আরও পড়ুন প্রেমের সপ্তাহে সঙ্গীর দেওয়া গোলাপ কীভাবে তাজা রাখবেন? এই ৬ টোটকায় মুশকিল আসান
কর্কট রাশি
ভ্যালেন্টাইন্স ডে কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য প্রেম এবং আদরে ভরা থাকবে। যদি আপনি কারও সঙ্গে সম্পর্কে থাকেন তাহলে প্রেমদিবসে আপনার সঙ্গীকে বোঝান যে আপনি তাঁর সঙ্গে সবসময় আছেন। এটাই নিজের মনের ভাব প্রকাশ করার সঠিক সময়। নিজের প্রিয়জনের কাছে মনের কথা বলে দিন আর সেই প্রস্তাবে সঙ্গী রাজিও হয়ে যেতে পারেন।
আরও পড়ুন ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি, Valentine's Week-এর দিনগুলি কী কী আর তাৎপর্য জেনে নিন