Advertisment

FCI recruitment 2019: ৪,১০৩ শূন্যপদে নিয়োগ ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার

যে সব প্রার্থী পেপার ১ পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাঁরা দ্বিতীয় ধাপের পরীক্ষায় বসার সুযোগ পাবেন। প্রথম ধাপের পরীক্ষা হবে ৩১ মে, ২০১৯।

author-image
IE Bangla Web Desk
New Update

কেন্দ্রীয় সরকারের খাদ্য দপ্তরের বিভিন্ন শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি

ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল/ইলেক্ট্রিক্যাল/মেকানিক্যাল), অ্যাসিস্ট্যান্ট গ্রেড (হিন্দি), স্টেনো গ্রেড - ২ (হিন্দি), অ্যাসিস্ট্যান্ট গ্রেড - ৩ পদের জন্য শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পরীক্ষা হবে ৩১ মে তারিখে। সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার সময়সীমা এক ঘণ্টা এবং দিনে চারটি শিফটে পরীক্ষাটি সম্পন্ন করা হবে। যে সব প্রার্থী পেপার ১ পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাঁরা দ্বিতীয় ধাপের পরীক্ষায় বসার সুযোগ পাবেন। প্রথম ধাপের পরীক্ষা হবে ৩১ মে, ২০১৯।

Advertisment

আরও পড়ুন: বাংলাদেশে ঢুকল ‘ফণী’, ছন্দে ফিরছে বাংলা

পরীক্ষার ১৫ দিন আগে থেকে পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। অ্যাডমিট কার্ডে থাকবে পরীক্ষার সময়সীমা, পরীক্ষা কেন্দ্র এবং প্রয়োজনীয় বিস্তারিত তথ্য। পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট fci.gov.in - এর মাধ্যমে তাঁদের হল টিকিট/ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

পরীক্ষা পদ্ধতি

প্রথম ধাপের পরীক্ষাটি অনলাইনের মাধ্যমে হবে। এমসিকিউ (মাল্টিপল চয়েস কোয়েশ্চেন) থাকবে, প্রতিটি প্রশ্নের জন্য বরাদ্দ থাকবে এক নম্বর, ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিংও থাকবে।

publive-image

আরও পড়ুন: ভোটের ফল ঘোষণার পরেই মুক্তি পাবে মোদীর বায়োপিক

প্রথম ধাপে উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী ধাপের পরীক্ষায় বসার সুযোগ পাবেন। দ্বিতীয় ধাপের পরীক্ষাটিতে থাকবে দুটি পেপার, যার প্রথম পেপারে থাকবে ১২০ টি মাল্টিপল চয়েস কোয়েশ্চন। রিজনিং/জেনারেল ইন্টালিজেন্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট ইভেন্টস, ডেটা অ্যানালিসিস/ নিউমেরিক্যাল অ্যাবিলিটি/ ডেটা ইন্টারপ্রিটেশন, এবং দ্বিতীয় পেপারে থাকবে ৬০টি চাকরি সংক্রান্ত মাল্টিপল চয়েস কোয়েশ্চেন।

পরীক্ষা বিষয়ক আরও বিস্তারিত জানতে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট fci.gov.in

Read the full story in English

Government Jobs
Advertisment