প্রতিরক্ষা মন্ত্রকের আওতাধীন সংস্থা গোয়া শিপইয়ার্ড লিমিটেড বা GSL-এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নজরকাড়া বেতনে গোয়া শিপইয়ার্ডের বিভিন্ন পদে চাকরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতবর্ষের যে কোনও রাজ্যের বাসিন্দা এই পদগুলিতে চাকরির জন্য আবেদনের যোগ্য। এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য এই প্রতিবেদেন দেওয়া হল।
Assistant Manager (Mechanical)-মোট ৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এছাড়াও Assistant Manager (Naval Architecture) এর ৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এরই পাশাপাশি Assistant Manager (Electrical) পদেও কর্মী নিয়োগ করা হবে।
চাকরির খবর- উচ্চ মাধ্যমিক পাশেই কৃষি দফতরে চাকরি, বেতন ২০ হাজার
শিক্ষাগত যোগ্যতা:
উপরোক্ত পদগুলিতে আবেদনের জন্য ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং কিংবা ব্যাচেলর অফ টেকনোলজিতে সম্পূর্ণ কোর্স শেষ করার ডিগ্রি থাকতে হবে।
এই চাকরি সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশন দেখতে এই লিংকে ক্লিক করুন- https://cdn.thepublive.com/indian-express-bangla/media/pdf_files/78243e680c273265d46f0a7e5bd892c9381adda3eae393624be566fbdcfbc3e0.pdf
চাকরির খবর- উচ্চ মাধ্যমিক পাশেই NTPC-তে চাকরি, মাইনে জানলে মাথা ঘুরে যাবে!
অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে ক্লিক করুন এই লিংকটিতে- https://goashipyard.in/notice-board/careers/
বয়সসীমা ও বেতন:
৩০ বছরের মধ্যে থাকা চাকরিপ্রার্থীরা আবেদনের যোগ্য। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।
আরও চাকরির খবর- বিশ্বভারতীতে শ’য়ে-শ’য়ে পদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশেই আবেদনের সুযোগ
আবেদনের শেষ তারিখ:
উপরোক্ত পদগুলিতে চাকরির জন্য আগামী ২৪ মে, ২০২৩-এর মধ্যে আবেদন করতে হবে।
আরও চাকরির খবর- এই চাকরিতে বেতন প্রায় ২৩ হাজার, উচ্চ মাধ্যমিক পাশেই আবেদনের সুযোগ