ICMR Recruitment 2024: হবে না লেখা পরীক্ষা, ইন্টারভিউ উতরোলেই পেতে পারেন এই সরকারি চাকরি

ICMR Recruitment 2024: কেন্দ্রীয় সরকারের স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরির সুযোগ। এই চাকরি সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশেষ এই প্রতিবেদনে প্রকাশ করা হল।

ICMR Recruitment 2024: কেন্দ্রীয় সরকারের স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরির সুযোগ। এই চাকরি সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশেষ এই প্রতিবেদনে প্রকাশ করা হল।

author-image
IE Bangla Web Desk
New Update
প্রকাশিত হল 'সি টেট' পরীক্ষার ফলাফল

ICMR Recruitment 2024: কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ।

ICMR Recruitment 2024:কেন্দ্রীয় সরকারি অধীনস্থ একটি স্বনামধন্য সংস্থায় এবার চাকরির সুবর্ণ সুযোগ এসে গেল। কোনও রকম লিখিত পরীক্ষা হবে না। শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই মিলতে পারে এই দারুণ চাকরি। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR)-এর দিল্লির দপ্তরে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট পদে চাকরির এই সুযোগটি সত্যিই আকর্ষণীয়। এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশেষ এই প্রতিবেদনে সবিস্তারে প্রকাশ করা হল। তবে এটি স্থায়ী পদের জন্য নয়। চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে।

Advertisment

চাকরির পদ:

প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট

মাসিক বেতন:

৩৫,৫৬০ টাকা

শিক্ষাগত যোগ্যতা:

লাইফ সায়েন্সে স্নাতক / পোস্ট গ্রাজুয়েটরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারেন। মাস্টার ডিগ্রি থাকলে ন্যূনতম এক বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। তবে স্নাতকস্তর উত্তীর্ণরাও এই পদে চাকিরর জন্য বিবেচিত হতে পারেন। তবে সেক্ষেত্রে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে চাকরিপ্রার্থীদের।

আরও পড়ুন- Asha Karmi Recruitment 2025: আশা কর্মী নিয়োগ করা হবে রাজ্যের এই জেলায়, ঝটপট জানুন বিস্তারিত

Advertisment

আরও পড়ুন- Shyama Prasad Mukherjee Port Recruitment 2024: মোটা বেতনে কলকাতা বন্দরে লোভনীয় চাকরি, আবেদন করুন আজই

বয়স সীমা:

সর্বোচ্চ ৩৫ বছর

নিয়োগ প্রক্রিয়া:

লিখিত পরীক্ষা নেই

। চুক্তিভিত্তিক এই চাকরির জন্য লিখিত পরীক্ষা নেবে না সংস্থাটি। ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে চাকরি দেওয়া হবে।

আরও পড়ুন- দক্ষতা বৃদ্ধিই চাবিকাঠি, চাকরির জন্য ভবিষ্যতের গন্তব্য হয়ে উঠেছে কলকাতা

ইন্টারভিউয়ের তারিখ:

৬ ডিসেম্বর, নয়াদিল্লি

উপরোক্ত পদে আবেদনকারীরা শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিষয় সম্পর্কিত কোন কোন শংসাপত্র সঙ্গে রাখবেন এবং অন্যান্য প্রয়োজনীয় কোন কোন নথিপত্র সঙ্গে রাখতে হবে সেব্যাপারে বিস্তারিত জানতে ICMR-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে পারেন। সেক্ষেত্রে চাকরিপ্রার্থীরা ক্লিক করতে পারেন এই লিংকে। CLICK HERE

Central govt employment Government Jobs jobs