Jobs in Kolkata: কলকাতা বন্দরে চাকরির সুযোগটি সত্যিই দারুণ। কর্মী নিয়োগ করছে কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর কর্তৃপক্ষ। কলকাতা বন্দরে টক সিস্টেমের মেরিন বিভাগের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে। রেডিও অফিসারের দুটি শূন্য পদে প্রাথমিকভাবে তিন বছরের মেয়াদে চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে। পোর্টের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে এই চাকরির জন্য আবেদন করতে পারেনষ নিম্নে এই চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য উল্লেখ করা হল।
চাকরির পদ:
রেডিও অফিসার (প্রাথমিকভাবে তিন বছরের মেয়াদে চুক্তিভিত্তিক)
মাসিক বেতন:
৪৬,৫০০ টাকা
বয়স সীমা:
সর্বোচ্চ ৫৫ বছর
শিক্ষাগত যোগ্যতা:
গ্লোবাল মেরিটাইম ডিস্ট্রেস এন্ড সেফটি সিস্টেম-এর জেনারেল অপারেটর সার্টিফিকেট
রেডিও অফিসার / ইলেক্ট্রো টেকনিক্যাল অফিসার / সেকেন্ড অফিসার হিসেবে দু'বছরের অভিজ্ঞতা
আরও পড়ুন- Monk arrest: 'চরম পরিণতির জন্য তৈরি থাকুন', চিন্ময়কৃষ্ণের গ্রেফতারিতে বাংলাদেশ সরকারকে হুংকার শুভেন্দুর!
আরও পড়ুন- Sandakphu: এবার আর চাইলেই সান্দাকফু যেতে পারবেন না, বদলেছে নিয়ম, ছাড়পত্র কীভাবে? জানুন বিস্তারিত
আবেদনের শেষ তারিখ:
২৬ ডিসেম্বর
আবেদনপত্রটি সাদা কাগজে লিখে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে। এই চাকরি সংক্রান্ত আরও তথ্যের জন্য কলকাতা কোর্টের ওয়েবসাইট দেখতে পারেন।