/indian-express-bangla/media/media_files/2024/11/28/c4rwVFNrRjrzQG5laeV5.jpg)
Asha Karmi Recruitment 2025: প্রতীকী ছবি।
Asha Karmi Job Vacancy: আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের একটি জেলায় আশা কর্মী নিয়োগ করা হবে। অফলাইনে এই চাকরির জন্য আবেদন করতে পারেন। এই চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য এই প্রতিবেদনে প্রকাশ করা হল।
কালিম্পং জেলায় আশা কর্মী (Asha Karmi) নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কালিম্পং জেলায় ১৩ টি শূন্য পদে আশা কর্মী নিয়োগ করা হবে। এই পদে চাকরির জন্য মাসিক বেতন-সহ অন্যান্য যাবতীয় তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হল।
চাকরির পদ:
আশা কর্মী (১৩ টি শূন্য পদ)
মাসিক বেতন:
৫২০০ টাকা
বয়সসীমা:
সাধারণ প্রার্থীদের জন্য: ৩০-৪০ বছর
তপশিলি জাতি ও তপশিলি উপজাতিভুক্ত প্রার্থীদের জন্য: ২২-৪০ বছর
শিক্ষাগত যোগ্যতা:
ন্যূনতম মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ
বিবাহিত, ডিভোর্সি বা বিধবারাও আবেদন করতে পারেন এই চাকরির জন্য। তবে আশা কর্মী পদে জন্য এই চাকরির ক্ষেত্রে আবেদনকারীদের অবশ্যই কালিম্পং মহকুমা এলাকার বাসিন্দা হতে হবে।
আবেদনের শেষ তারিখ:
২০ ডিসেম্বর, ২০২৪
আবেদনের প্রক্রিয়া:
অফলাইনেও আবেদন করা যেতে পারে।
নির্দিষ্ট লিঙ্কে গিয়ে পিডিএফ ফরম্যাটের অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে প্রিন্ট আউট নিন। এরপর দরখাস্ত লিখে প্রয়োজনীয় নথিপত্রসহ নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন।
এই চাকরি সংক্রান্ত নোটিফিকেশন দেখতে ক্লিক করুন- CLICK HERE