Advertisment

Sandakphu: এবার আর চাইলেই সান্দাকফু যেতে পারবেন না, বদলেছে নিয়ম, ছাড়পত্র কীভাবে? জানুন বিস্তারিত

Sandakphu Trek: বাংলার সবচেয়ে উচ্চতম শৃঙ্ঘ সান্দাকফুর প্রতি পাহাড়প্রেমীদের টান বরাবরের। তবে এবার আর ইচ্ছে করলেই সান্দাকফু যেতে পারবেন না। নতুন কী নিয়ম GTA-র?

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
sandakphu trek new guideline by gta, সান্দাকফু, জিটিএ

Sandakphu: সান্দাকফুর অভূতপূর্ব শোভা।

Sandakphu: এবার ইচ্ছে করলেই আর সান্দাকফু (Sandakphu) বেরিয়ে পড়তে পারবেন না। সান্দাকফু যাওয়ার নিয়মে এবার বড়সড় বদল আনা হয়েছে। নয়া নিয়মে কীভাবে মিলবে সান্দাকফু যাওয়ার ছাড়পত্র? কী কী নিয়ম মানতেই হবে পর্যটকদের? সেই সব গুরুত্বপূর্ণ তথ্য নিয়েই এই বিশেষ প্রতিবেদন।
 বাংলার সবচেয়ে উচ্চতম শৃঙ্গ এই সান্দাকফু। দার্জিলিঙের (Darjeeling) এই পাহাড়ি প্রান্তের প্রতি পর্বতারোহীদের আকর্ষণও বরাবরের। পাহাড়প্রেমী সব বাঙালির স্বপ্নই থাকে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু ভ্রমণ। তবে বিপদসংকুল এই সান্দাকফু রুটে চলতি বছরে অতিরিক্ত ঠান্ডায় শ্বাসকষ্টজনিত সমস্যায় মৃত্যু হয়েছে বেশ কয়েকজন পর্যটকের। অতি সম্প্রতি চলতি নভেম্বর মাসেই কলকাতার এক পর্যটক সান্দাকফু বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে তাঁর মৃত্যু পর্যন্ত হয়েছে। সান্দাকফুর পথে এই বিপদ এড়াতে এবার বেশ কিছু গাইডলাইন তৈরি করেছে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন।

Advertisment

গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA)-এর নতুন নিরাপত্তা ব্যবস্থা পর্যটকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই ব্যবস্থাগুলি সান্দাকফু এবং অন্যান্য উচ্চতায় ট্রেকিং করার সময় নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।

নতুন নিরাপত্তা ব্যবস্থা সমূহ:

১. বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা: মানেভঞ্জনে ট্রেকিং শুরু করার আগে পর্যটকদের ডাক্তারি পরীক্ষা করাতে হবে এবং কর্তব্যরত ডাক্তারের ফিটনেস শংসাপত্র লাগবে।

২.জরুরি চিকিৎসা সেবা: একটি ডেডিকেটেড অ্যাম্বুলেন্স পরিষেবা ২৪ ঘন্টা মানেভঞ্জনে উপলব্ধ থাকবে।

৩.নির্দেশিকা এবং সচেতনতা: পর্যটকদের উচ্চ-উচ্চতায় ট্রেকিংয়ের ঝুঁকি এবং নিরাপত্তা প্রোটোকল সম্পর্কে অবহিত করা হবে।

আরও পড়ুন- Geonkhali: বাংলার পর্যটনের মুকুটে নয়া পালক! অপূর্ব নদীপাড়ে চোখ ধাঁধানো রিসর্ট রাজ্যের, খরচও নাগালেই

আরও পড়ুন- West Bengal News Live: কয়েক হাজার কোটি টাকার প্রতারণা, ফের রাজ্যে চিটফান্ড প্রতারণা মামলায় বড়সড় গ্রেফতারি!

ট্রেকিং নিরাপত্তার জন্য সুপারিশ:

১.ধীরে ধীরে মানিয়ে নিন: ট্রেক শুরু করার আগে কম উচ্চতায় সময় কাটান।

২.শারীরিকভাবে ফিট থাকুন: নিয়মিত ব্যায়াম করে স্ট্যামিনা ও শক্তি তৈরি করুন।

৩.সঠিকভাবে প্যাক করুন: গরম পোশাক, শক্তপোক্ত জুতো এবং প্রাথমিক চিকিৎসা কিট সহ মানসম্পন্ন ট্রেকিং গিয়ারে বিনিয়োগ করুন।

৪.বিশেষজ্ঞদের সাথে ভ্রমণ: অভিজ্ঞ পেশাদারদের সাথে নির্দেশিত ট্রেকে যোগ দিন।

আরও পড়ুন- Narendra Modi-Kalyan Banerjee: 'উঙ্গলি ক্যায়সা হ্যায়?', সংসদে কল্যাণকে দেখেই প্রশ্ন মোদীর

৫.আপনার স্বাস্থ্য নিরীক্ষণ করুন: উচ্চতার অসুস্থতার লক্ষণগুলিতে সতর্ক থাকুন এবং উপসর্গ অব্যাহত থাকলে অবিলম্বে নিচে নামুন।

সান্দাকফুর চমৎকার সৌন্দর্য্য এবং দুর্গম পথগুলো নিঃসন্দেহে দুঃসাহসিক পর্যটকদের মুগ্ধ করে। GTA-এর নতুন নিরাপত্তা ব্যবস্থা এবং নির্দেশিকা অনুসরণ করে, পর্যটকরা এই হিমালয় অঞ্চলের রত্নের জাদু নিরাপদে উপভোগ করতে পারবেন। 

সঠিক প্রস্তুতি এবং নিরাপত্তা নির্দেশিকা মেনে চললে সান্দাকফু ট্রেকিং একটি অনন্য এবং নিরাপদ অভিজ্ঞতা হতে পারে। এই নতুন ব্যবস্থা এবং সুপারিশগুলি ট্রেকিং অভিজ্ঞতাকে আরও নিরাপদ ও উপভোগ্য করবে।

Offbeat Darjeeling darjeeling Sandakphu Sandakphu Trek
Advertisment