চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারের National Council of Educational Research and Training (NCERT) বিভাগে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্ক, অ্যাটেনডেন্ট, ফ্লোর অ্যাসিস্ট্যান্ট, স্টোর কিপার-সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।
NCERT দফতরে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে আবেদনকারীদের নূন্যতম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আরও পড়ুন- কলকাতায় পোর্ট ট্রাস্টে মোটা মাইনের চাকরি! ঝটপট করতে পারেন আবেদন
সিনিয়র লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পদেও কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে আবেদনকারীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করতে হবে। একইসঙ্গে Library Science/Library and Information Science বিষয়ের উপর সার্টিফিকেট থাকতে হবে।
এছাড়াও ড্রাইভার গ্রেড-৩ পদেও কর্মী নিয়োগ করা হবে। কমপক্ষে মাধ্যমিক পরীক্ষা পাশ করলে এই পদে আবেদন করা যাবে। আবেদনকারীদের কমার্শিয়াল লাইসেন্স থাকার পাশাপাশি কমপক্ষে ৩ বছর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন- মোটা অঙ্কের বেতন! কেন্দ্রের জাহাজ কারখানায় বিভিন্ন পদে কর্মী নিয়োগ
ইলেক্ট্রিশিয়ান পদেও নিয়োগ করা হবে। এক্ষেত্রে আবেদনকারীদের ন্যূনতম মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে। এরই পাশাপাশি ইলেকট্রিশিয়ান বা ওয়ারম্যান বিভাগে আইটিআই পাশ করতে হবে। ইলেকট্রিক্যাল ইনস্টলেশনের কাজে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ও বয়সসীমা:
উপরোক্ত প্রতিটি পদেই ৫,২০০ থেকে ২০,২০০ টাকা বেতনক্রম। সঙ্গে গ্রেড পে ১৯০০ টাকা। সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে থাকা প্রার্থীরা আবেদনের যোগ্য।
আরও পড়ুন- উচ্চ মাধ্যমিক পাশেই কৃষি দফতরে চাকরি, বেতন ২০ হাজার
আবেদন পদ্ধতি:
উপরোক্ত পদগুলিতে চাকরির জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য সংস্থার অফিসিয়াল ওয়েবাসাইট দেখুন- www.ncert.nic.in কয়েকটি স্টেপ মেনে অনলাইনে নির্দিষ্ট চাকরির জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ:
উপরোক্ত চাকরিগুলির জন্য আবেদন জানানোর শেষ তারিখ হল ১৯ মে, ২০২৩