কেন্দ্রীয় সরকারের একটি সংস্থার কলকাতার অফিসে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওয়াক-ইন-ইন্টারভিউয়ের ভিত্তিতে এই শূন্যপদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। বিভিন্ন পদে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা-সহ প্রয়োজনীয় একাধিক তথ্য এই প্রতিবেদন পড়ে জেনে নিন।
কেন্দ্রীয় সরকারের সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজ বা NICED-এ কর্মী নিয়োগ করা হবে। সংস্থার কলকাতা অফিসের জন্য একাধিক পদে কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপাতত সংস্থার সাতটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
শূন্যপদ : ৭
প্রোজেক্ট জুনিয়র মেডিক্যাল অফিসার- ১
প্রোজেক্ট টেকনিশিয়ান (হেল্থ অ্যান্ড ফিল্ড অ্যাসিস্ট্যান্ট)- ৪
প্রোজেক্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান- ২
আরও পড়ুন- মোটা মাইনের চাকরি রাজ্যের বিদ্যুৎ দফতরে, ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা :
প্রোজেক্ট জুনিয়র মেডিক্যাল অফিসার পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের এমবিবিএস পাশ করা আবশ্যক। যদিও টেকনিশিয়ান পদে চাকরির ক্ষেত্রে মাধ্যমিক পাশ করলেই চলবে। তবে এক্ষেত্রে যে কোনও স্বীকৃত সংস্থা থেকে নির্দিষ্ট বিষয়ের উপরে এক বছরের সার্টিফিকেট কোর্স থাকা জরুরি, একইসঙ্গে থাকতে হবে কাজের অভিজ্ঞতাও। ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে আবেদনকারীদের উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও নির্দিষ্ট বিভাগে ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে।
আরও পড়ুন- মাসে ২৫ হাজার থেকে বেতন শুরু, কর্মী নিয়োগ কলকাতা পুরসভায়
বয়সসীমা :
সর্বোচ্চ ৩৫ বছর বয়সীরা প্রোজেক্ট জুনিয়র মেডিক্যাল অফিসার পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এরই পাশাপাশি প্রোজেক্ট টেকনিশিয়ান পদে চাকরির ক্ষেত্রে আবেদনকারীদের বয়স ২৮ বছরের মধ্যে থাকতে হবে। ল্যাবরেটরি টেকনিশিয়ন পদে চাকরির ক্ষেত্রে আবেদনকারীদের বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
বেতন :
কেন্দ্রীয় সরকারের আওতাধীন এই সংস্থায় মেডিক্যাল অফিসাররা মাসে ৬০ হাজার টাকা করে বেতন পাবেন। প্রোজেক্ট টেকিনিশিয়ান পদে চাকরি পেলে মাসে বেতন মিলবে ১৭ হাজার টাকা করে। অন্যদিকে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে চাকরি পেলে বেতন হবে মাসে ১৮ হাজার।
আরও পড়ুন- মাধ্যমিক পাশেই Post Office-এ দারুণ চাকরি, বেতন প্রায় ২০ হাজার
আবেদন পদ্ধতি :
এই লিঙ্কে ক্লিক করে আবেদনপত্রটির একটি প্রিন্ট আউট বের করে নিন। (https://cdn.thepublive.com/indian-express-bangla/media/pdf_files/11528e62288c56622412b1d2f2d24433975994a66339e5eb7ab8a2682aeb8fce.pdf)। NICED-এর একাধিক পদে চাকরির বিষয়ে খুঁটিনাটি জেনে নিন বিজ্ঞপ্তি পড়ে। আবেদনপত্রটি পূরণ করে নিন। কেন্দ্রের এই সংস্থায় আবেদনের ক্ষেত্রে আবেদনকারীদের কোনও ফি দিতে হবে না। শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণ-সহ যাবতীয় শংসাপত্র সঙ্গে নিয়ে ইন্টারভিউস্থলে নির্ধারিত দিনে পৌঁছে যান।
আরও পড়ুন- সরাসরি বসুন ইন্টারভিউয়ে, উতরোলেই মিলতে পারে সরকারি এই চাকরি!
ইন্টারভিউয়ের দিন ও ইন্টারভিউস্থলের ঠিকানা :
আগামী ২৩ মার্চ হবে ইন্টারভিউ। ইন্টারভিউ হবে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতাল ক্যাম্পাসে। আইডি হাসপাতালের নাইসেডের বিল্ডিংয়ে ইন্টারভিউয়ের জন্য চাকরিপ্রার্থীদের পৌঁছে যেতে হবে। সকাল ১০টার মধ্যে পৌঁছে যেতে হবে। ঠিকানা, P-33 CIT Road, Scheme XM, Beleghata, Kolkata- 700010
আরও পড়ুন- ক্লাস এইট পাশেই Post Office-এ চাকরি, মাসে বেতন প্রায় ২০ হাজার