Advertisment

RRB NTPC Recruitment Notification 2024: রেলে বাম্পার চাকরির সুযোগ! হাজার হাজার শূন্যপদে নিয়োগ

RRB NTPC Recruitment Notification 2024: রেলের চাকরির জন্য যারা অপেক্ষা করছেন তাদের জন্য দারুণ খবর। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এনটিপিসি অর্থাৎ নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির নিয়োগের প্রস্তুতি নিচ্ছে।

author-image
Sayan Sarkar
New Update
 RRB NTPC Recruitment Notification 2024

রেলে হাজার হাজার চাকরি!

RRB NTPC Recruitment Notification 2024: রেলে হাজার হাজার চাকরি! শীঘ্রই ১০হাজার ৮৮৪ টি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করবে ভারতীয় রেল।

Advertisment

রেলে হাজার হাজার চাকরি! নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি (এনটিপিসি)র অধীনে মোট ১০,৮৮৪ টি শূন্যপদ পূরণ করা হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি শীঘ্রই https://indianrailways.gov.in/ এ প্রকাশিত হবে।



রেলের চাকরির জন্য যারা অপেক্ষা করছেন তাদের জন্য দারুণ খবর। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এনটিপিসি অর্থাৎ নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির নিয়োগের প্রস্তুতি নিচ্ছে। শিগগিরই এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানা গিয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে এই 'বাম্পার' নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়াও শুরু হবে। আবেদন শুরু হওয়ার সাথে সাথেই, প্রার্থীরা রেলের অফিসিয়াল ওয়েবসাইট indianrailways.gov.in-এ অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে সক্ষম হবেন।

পুজোর আনন্দ এবার জমে ক্ষীর! বাজার মাতাতে আসছে 'সেরার সেরা' স্মার্টফোন

দেখে নিন কারা কারা আবেদনের যোগ্য



কারা এই নিয়োগে অংশ নিতে পারে?

RRB NTPC নিয়োগ 2024-এ যোগ দিতে, প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। কিছু পদের জন্য স্নাতক ডিগ্রির পাশাপাশি কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। এর সাথে, আবেদনের সময়, প্রার্থীর সর্বনিম্ন বয়স ১৮ বছরের কম এবং পদ অনুযায়ী সর্বোচ্চ বয়স ৩০/৩৩ বছরের বেশি হওয়া যাবে না। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের RRB নিয়ম অনুসারে বয়সের ছাড় দেওয়া হবে।

শেষ সুযোগ! ফ্রি'তে আধার কার্ড আপডেটের বিরাট সুযোগ

আবেদন ফি

আবেদন করার সময়, সাধারণ, OBC এবং EWS বিভাগের প্রার্থীদের আবেদন ফি হিসাবে ৫০০ টাকা জমা দিতে হবে, যেখানে SC, ST, PWBD, মহিলা, তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ২৫০ টাকা দিতে হবে। প্রার্থীদের মনে রাখতে হবে যে এই ফি আগের নিয়োগ অনুযায়ী, নতুন বিজ্ঞপ্তি জারি হলে তা পরিবর্তন হতে পারে।

Split AC Discount Offers: বিরাট ডিসকাউন্ট! 'অফ সিজনে' নামমাত্র দামে ACকেনার দারুণ সুযোগ

নির্বাচন প্রক্রিয়া

RRB NTPC নিয়োগে নির্বাচিত হওয়ার জন্য, প্রার্থীদের প্রথমে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT-1) এবং CBT-2-এ উপস্থিত হতে হবে। উভয় ধাপে সফল প্রার্থীদের টাইপিং টেস্ট (স্কিল টেস্ট)/অ্যাপটিটিউড টেস্টে উপস্থিত হতে হবে। এরপর সফল প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। অবশেষে প্রার্থীদের মেডিকেল পরীক্ষায় অংশ নিতে হবে। সকল পর্যায়ে সফল প্রার্থীদের চূড়ান্ত মেধা তালিকায় স্থান দেওয়া হবে।

দুই বাম্পার প্ল্যানে হুঙ্কার ছুঁড়ল BSNL! ভয়ে কাঁপছে jio-Airtel

Indian Railways jobs
Advertisment