BSNL's Rs 107 vs Rs 153 recharge plan: Jio, Airtel, Vi রিচার্জের মাসুল বাড়ানোর পর থেকে লাখ লাখ ইউজার BSNL-এ স্যুইচ করতে শুরু করেছেন। আপনি যদি BSNL-এ স্যুইচ করার চিন্তা-ভাবনা করে থাকেন তাহলে জেনে নিন আপনার জন্য কোম্পানির সবচেয়ে সস্তার রিচার্জ প্ল্যান কোনটি? BSNL-র এমন একটি প্রিপেইড প্ল্যান রয়েছে যার ভ্যালিডিটি ৩০ দিনের বেশি। সবচেয়ে বড় ব্যাপার হল এই প্ল্যানের দাম ১১০ টাকারও কম।
মিটিয়ে ফেলুন iPhone-র শখ! Flipkart সেলে চলছে অফারের বন্যা
BSNL তার গ্রাহকদের দিচ্ছে ১০৭ টাকার রিচার্জ প্ল্যান। BSNL-র এই প্ল্যানে কী কী সুবিধা পাবেন ইউজাররা? আসুন জেনে নেওয়া যাক। Jio, Airtel এবং Vodafone Idea-র সঙ্গে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে জবরদস্ত প্ল্যান এনে বাজার মাতিয়ে দিয়েছে BSNL
জানুন দুই সেরা BSNL প্ল্যান সম্পর্কে
BSNL-র ১০৭ টাকার প্ল্যান-
১০৭ টাকার এই BSNL-র রিচার্জ প্ল্যানে ইউজাররা মোট 3 GB হাই-স্পিড ডেটা পাচ্ছে। এছাড়াও লোকাল এবং এসটিডি কলিংয়ের জন্য ২০০ ফ্রি মিনিট দেওয়া হবে। শুধু তাই নয়, BSNL ব্যবহারকারীরা ৩৫ দিনের জন্য BSNL টিউনের সুবিধাও পাবেন। সামগ্রিকভাবে, তিনটি বড় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও, ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেলের এমন কোনও সস্তা প্ল্যান নেই যা দাম এবং বৈধতার ক্ষেত্রে BSNL-র ১০৭ টাকার এই প্ল্যানকে টেক্কা দিতে পারে।
মায়ের সঙ্গে কথা সুনিতার, মহাকাশ থেকে কী বার্তা দিলেন?
এখন প্রশ্ন বিএসএনএল-র ১০৭ টাকা বনাম ১৫৩ টাকার রিচার্জের মধ্যে কোনটি আপনার জন্য সেরা?
BSNL ১০৭ টাকা এবং ১৫৩ টাকা দামের দুটি সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান অফার করে। দুটি প্ল্যানের মধ্যে মাত্র ৪৬ টাকার ফারাক রয়েছে।
পুজোর আনন্দ এবার জমে ক্ষীর! বাজার মাতাতে আসছে 'সেরার সেরা' স্মার্টফোন
আসুন জেনে নেওয়া যাক BSNL-র ১৫৩ টাকার রিচার্জ প্ল্যান সম্পর্কে-
এই প্ল্যানে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি ব্যবহারকারীরা 26GB 4G ডেটার সুবিধা পাবেন। এই প্ল্যানটির বৈধতা ২৬দিন। আপনার যদি সীমিত ডেটা সঙ্গে বেশিদিনের বৈধতা প্রয়োজন হয় তাহলে আপনার জন্য ১০৭ টাকার প্ল্যান সেরা। অন্যদিকে আপনি যদি OTT সুবিধা সহ আরও ডেটা চান তাহলে ১৫৩ টাকার রিচার্জ প্ল্যানটি আপনার জন্য একেবারে পারফেক্ট।
ক্লাসে সেরা, কমফোর্টেও দুর্দান্ত! জানুন দেশের সেরা CNG গাড়ি কোনটি