Advertisment

পুজোর আনন্দ এবার জমে ক্ষীর! বাজার মাতাতে আসছে 'সেরার সেরা' স্মার্টফোন

Upcoming Phone launch: পুজোর আগে চলতি সেপ্টেম্বরে লঞ্চ হতে চলেছে একের পর এক দুর্দান্ত কিছু স্মার্টফোন। লঞ্চ হতে চলেছে বহু প্রতীক্ষিত iPhone 16 সিরিজ। পাশাপাশি ভিভো, ইনফিনিক্স, মটোরোলা দারুণ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে এই মাসেই।

author-image
IE Bangla Tech Desk
আপডেট করা হয়েছে
New Update
Upcoming Phone launch:

Upcoming Phone launch: পুজোর আগে চলতি সেপ্টেম্বরে লঞ্চ হতে চলেছে একের পর এক দুর্দান্ত কিছু স্মার্টফোন। পুজোর আগেই আপনি যদি দারুণ একটি স্মার্টফোন কিনতে চান তাহলে সেপ্টেম্বর মাস আপনার জীবনে আনন্দ নিয়ে আসতে চলেছে। এই মাসেই লঞ্চ হতে চলেছে বহু প্রতীক্ষিত iPhone 16 সিরিজ। পাশাপাশি ভিভো, ইনফিনিক্স, মটোরোলা দারুণ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে এই মাসেই।  

Advertisment

কীভাবে মহাকাশ থেকে পৃথিবীতে ফিরবেন সুনিতা? জানলে চমকে যাবেন

দেখে নিন তালিকা-

iPhone 16 সিরিজ

লঞ্চের তারিখ: 9 সেপ্টেম্বর 2024

প্রত্যাশিত মূল্য - 1 লক্ষ টাকা 

iPhone 16 সিরিজের অধীনে 4টি মডেল লঞ্চ করা হবে। iPhone 16-এ 6.1 ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও, iPhone 16 Plus স্মার্টফোনটিতে থাকবে 6.7 ইঞ্চি OLED ডিসপ্লে।  এছাড়াও 6.3 ইঞ্চি স্ক্রীন সাইজে iPhone 16 Pro লঞ্চ হতে চলেছে। এছাড়াও, iPhone 16 Pro Max মডেলে থাকতে পারে 6.9 ইঞ্চি ডিসপ্লে। সব মডেলেই থাকবে অ্যাপেলের নতুন A18 চিপসেট।

ক্লাসে সেরা, কমফোর্টেও দুর্দান্ত! জানুন দেশের সেরা CNG গাড়ি কোনটি

Vivo T3 আল্ট্রা

আনুমানিক মূল্য: 30,000 টাকা

ফোনে MediaTek Dimensity 9200+ প্রসেসর সহ রয়েছে  3D কার্ভড AMOLED ডিসপ্লে। এছাড়াও, ফোনটিতে একটি শক্তিশালী 50MP ক্যামেরা এবং 5500mAh ব্যাটারি থাকতে পারে। ফোনটিতে একটি বড় 6.3 ইঞ্চি ডিসপ্লে থাকবে।

Infinix Hot 50

লঞ্চের তারিখ: 5 সেপ্টেম্বর 2024

আনুমানিক মূল্য: 10,000 টাকা

ফোনটিতে থাকবে  MediaTek Dimensity 6300 প্রসেসর।  ফোনটি ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রি করা হবে।

সবচেয়ে দামি iPhone, কী কী ফিচার্স থাকবে iPhone 16 Pro Max-এ?

Motorola Razr 50

লঞ্চের তারিখ: 9 সেপ্টেম্বর 2024

আনুমানিক মূল্য: 50,000 টাকা

ফোনটিতে একটি 3.6 ইঞ্চি এক্সটারনাল ডিসপ্লে থাকবে। এছাড়াও একটি 7 ইঞ্চি ইন্টারনাল ডিসপ্লে দেওয়া হবে। নয়া এই স্মার্টফোনে থাকবে Gemini AI সাপোর্ট। যদি প্রসেসর সাপোর্টের কথা বলি, ফোনে MediaTek Dimensity 7300 Energy চিপসেট দেওয়া হবে। ফোনটিতে একটি শক্তিশালী ক্যামেরার সাথে একটি শক্তিশালী ব্যাটারি প্যাক দেওয়া হতে পারে।

৩০০ দিন রিচার্জের ঝামেলা থেকে মুক্তি! পুজোর আগে বেস্ট প্ল্যান

 

 

 

 

 

Diwali smartphone launch 5G smartPhone budget-smartphones
Advertisment