Advertisment

ক্লাস এইট পাশেই দারুণ চাকরির ঢালাও সুযোগ, 'বন সহায়ক' নিচ্ছে রাজ্য

রাজ্যের বিভিন্ন জেলায় 'বন সহায়ক' পদে কর্মী নিয়োগ করা হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
wb ban sahayak recruitment 2023

'বন সহায়ক' পদে কর্মী নিয়োগ করবে বন দফতর।

এবার রাজ্যে 'বন সহায়ক' পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দারাই আবেদনের যোগ্য। বন সাহায়ক পদে চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে প্রয়োজনীয় একাধিক তথ্য এই প্রতিবেদেন দেওয়া হল।

Advertisment

মোট ২ হাজার শূন্যপদে 'বন সহায়ক' নিয়োগ করবে বন দফতর। এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা ও বেতন -

বন সহায়ক পদে চাকরির জন্য ১৮ থেকে ৪০ বছরের মধ্যে থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই পদে চাকরি মিললে মাসিক বেতন হবে ১০ হাজার টাকা।

আরও চাকরির খবর- তাক লাগানো বেতন! এবার কলকাতায় মেট্রোয় কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি -

সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে। চাকরিপ্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারেন। আবেদনপত্রটি ভালোভাবে পূরণ করার পর সেটি নির্দিষ্টি ঠিকানায় নির্ধারিত দিনের আগেই মুখবন্ধ খামে পাঠিয়ে দিতে হবে।

এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে সংস্থার অফিসিয়ার ওয়েবসাইটটি দেখুন- https://www.westbengalforest.gov.in/

এই চাকরি সংক্রান্ত নোটিফিকেশনটি দেখতে ক্লিক করুন এই লিংকে- https://cdn.thepublive.com/indian-express-bangla/media/pdf_files/ef1010af78bc48ef39f4883e84d5ac40e21652eaabefb84c19c452c9c7916db5.pdf

আরও চাকরির খবর- মাধ্যমিক পাশেই এয়ার ইন্ডিয়ায় চাকরি, বেতন প্রায় ২৪ হাজার

আবেদনপত্র পাঠানোর ঠিকানা -

রাজ্যের জেলাগুলিতে বন দফতরের নির্দিষ্ট ঠিকানায় আবেদন পত্রটি পাঠিয়ে দিতে হবে। এক্ষেত্রে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট কিংবা এই চাকরি সংক্রান্ত লিংকে ক্লিক করলে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

আরও চাকরির খবর- প্রায় ২৬ হাজার টাকা বেতন, উচ্চ মাধ্যমিক পাশেই সরকারি সংস্থায় কর্মী নিয়োগ

আবেদনপত্র পাঠানোর শেষ দিন -

আগামী ২৬ মে, ২০২৩-এর মধ্যে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে।

Government Jobs West Bengal job jobs
Advertisment