এবার পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দফতরে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ মেডিক্যাল সার্ভিস কর্পোরেশন লিমিটেডের তরফে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নজরকাড়া বেতনে এই পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দাদের ভারতীয় নাগরিকত্ব থাকলে এই পদে চাকরিতে আবেদনের যোগ্য। এই পদগুলিতে চাকরির জন্য বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।
WBMSCL- এ State Infrastructure Consultant (Electrical) পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে আবেদনকারীদের স্নাতকস্তরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের B.E/B.Tech ডিগ্রি থাকতে হবে। এছাড়াও ১০-১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আরও চাকরির খবর- প্রায় ২৬ হাজার টাকা বেতন, উচ্চ মাধ্যমিক পাশেই সরকারি সংস্থায় কর্মী নিয়োগ
বয়সসীমা ও বেতন:
সর্বোচ্চ ৬২ বছর বয়স পর্যন্ত এই পদে চাকরির জন্য আবেদন করা যাবে। এই চাকরিতে মাসে বেতন হবে মাসে ৬৫ হাজার টাকা।
এছাড়াও State Infrastructure Consultant (Civil) পদেও কর্মী নিয়োগ করা হবে। এই চাকরির জন্যও আবেদনকারীদের স্নাতকস্তরে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের B.E/B.Tech ডিগ্রি থাকতে হবে। এছাড়াও ১০-১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। স্বাস্থ্য দফতরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আরও চাকরির খবর- কেন্দ্রের সংস্থায় মোদীর স্বপ্নের প্রকল্পে কর্মী নিয়োগ, বেতন জানলে মাথা ঘুরে যাবে!
বয়সসীমা ও বেতন:
এই চাকরিতেও সর্বোচ্চ ৬২ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এই চাকরিতে মাসে বেতন হবে ৬৫ হাজার টাকা।
Sub-Assistant Engineer (Civil) পদেও কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ করা থাকতে হবে। এছাড়াও এই পদে চাকরির জন্য কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকা জরুরি।
আরও চাকরির খবর- মিলবে মোটা টাকা বেতন, কল্যাণী AIIMS-এ কর্মী নিয়োগ
বয়সসীমা ও বেতন:
সর্বোচ্চ ৪০ বছর বয়সী চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদনের যোগ্য। এই পদে চাকরিতে মাসে বেতন হব ২৫ হাজার টাকা।
এছাড়াও WBMSCL- এ Data Entry Operator পদেও কর্মী নিয়োগ করা হবে। এই চাকরির জন্য আবেদনকারীদের স্নাতক উত্তীর্ণ হওয়ার পাশাপাশি আবেদনকারীদের এক বছরের কম্পিউটারে ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ করা থাকতে হবে। এক্ষেত্রে ন্যূনতম এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা ও বেতন:
এই পদে চাকরিতে সর্বোচ্চ ৪০ বছর বয়সীরা আবেদনের যোগ্য। এই চাকরিতে মাসে বেতন হবে ১৫ হাজার টাকা।
আরও চাকরির খবর- CID-তে বিভিন্ন পদে কর্মী নিয়োগ, চাইলে Apply করতেই পারেন
আবেদন পদ্ধতি:
উপরোক্ত চাকরিগুলির জন্য অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে চাকরিপ্রার্থীরা এই লিংকে ক্লিক করতে পারেন- wbmsclrecruitment.in
আবেদনের শেষ তারিখ:
ইতিধ্যেই উপরোক্ত চাকরিগুলির জন্য অনলাইনে আবেদন জানানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ১৬ মে ২০২৩-এর মধ্যে আবেদন করতে হবে।
আরও চাকরির খবর- মাধ্যমিক পাশেই আবেদন, কেন্দ্রের সংস্থায় ক্লার্ক-ড্রাইভার-সহ বিভিন্ন পদে নিয়োগ