Advertisment

মোটা মাইনের চাকরি রাজ্যের বিদ্যুৎ দফতরে, ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ

হবে না লিখিত পরীক্ষা। ইন্টারভিউ ডিঙোলেই মিলবে সরকারি এই চাকরি।

author-image
IE Bangla Web Desk
New Update
WBPDCL recruitment 2023

ইন্টারভিউয়ের মাধ্যমেই হবে কর্মী নিয়োগ।

এবার পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দা এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এই পদগুলিতে চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা-সহ প্রয়োজনীয় সব তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল। ইন্টারভিউয়ের মাধ্যমেই হবে কর্মী নিয়োগ।

Advertisment

মোট শূন্যপদ- ৪৫

সেফটি অফিসার- ৫
মাইনস ম্যানেজার- ২
অ্যাসিস্ট্যান্ট মাইনস ম্যানেজার- ১৩
ব্লাস্টিং অফিসার- ৪
ওয়েলফেয়ার অফিসার- ১
সার্ভেয়ার- ৪
ওভারম্যান- ১৬

আরও পড়ুন- মাসে ২৫ হাজার থেকে বেতন শুরু, কর্মী নিয়োগ কলকাতা পুরসভায়

বেতন ও বয়সসীমা:

উল্লিখিত পদগুলিতে সর্বোচ্চ বেতন মাসে ৮২ হাজার টাকা ও সর্বনিম্ন বেতন মাসে ৪১ হাজার টাকা। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের একাধিক এই পদে সর্বোচ্চ ৫৫ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

আরও পড়ুন- মাধ্যমিক পাশেই Post Office-এ দারুণ চাকরি, বেতন প্রায় ২০ হাজার

শিক্ষাগত যোগ্যতা:

WBPDCL-এ সেফটি অফিসার, মাইনস ম্যানেজার, অ্যসিস্ট্যান্ট মাইনস ম্যানেজার, ব্লাস্টিং অফিসার পদের জন্য যাঁরা আবেদন করবেন তাঁদের সংশ্লিষ্ট বিষয়ের উপর ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। ওয়েলফেয়ার অফিসার পদে চাকরিপ্রার্থীদের স্নাতকোত্তর ডিপ্লোমা ও এমবিএ অথবা এমএইচআরএম ডিগ্রি করা থাকতে হবে। সার্ভেয়র পদে আবেদনের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে।

নিয়োগ প্রক্রিয়া:

ইন্টারভিউয়ের মাধ্যমে উপরোক্ত পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। আগামী ১৩ মার্চ মাইনস ম্যানেজার, সেফটি অফিসার, অ্যাসিস্ট্যান্ট মাইনস অফিসার, ব্লাস্টিং অফিসার পদে ইন্টারভিউ নেওয়া হবে। এরই পাশাপাশি আগামী ১৪ মার্চ ওয়েলফেয়ার অফিসার, ওভারম্যান ও সার্ভেয়র পদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে।

আরও পড়ুন- সরাসরি বসুন ইন্টারভিউয়ে, উতরোলেই মিলতে পারে সরকারি এই চাকরি!

ইন্টারভিউয়ের স্থান:

পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের সল্টলেকের বিদ্যুৎ ভবনে এই নিয়োগ প্রক্রিয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়তে ক্লিক করুন। https://cdn.thepublive.com/indian-express-bangla/media/pdf_files/d9f4e3db47fcd8f0a56d659d7be6068e8e74ec85baa78e08984c7e3cf44032f0.pdf

আরও পড়ুন- ক্লাস এইট পাশেই Post Office-এ চাকরি, মাসে বেতন প্রায় ২০ হাজার

Government Jobs West Bengal job jobs
Advertisment