Advertisment

মাইনে মাসে ২০ হাজার, ক্লাস এইট পাশেও কর্মী নিয়োগ পুরসভায়

সুযোগ হারাবেন না! ইচ্ছুকরা এখনই দেখুন এই প্রতিবেদন।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal food safety recruitment 2023

রাজ্যের পুরসভার ফুড সেফটি বিভাগে কর্মী নিয়োগ।

এবার রাজ্যের পুরসভার একাধিক ফুড সেফটি বিভাগে চাকরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ফুড সেফটি বিভাগে কর্মী নিয়োগ করা হবে। ন্যূনতম অষ্টম শ্রেণি উত্তীর্ণ হলেই এই পদে চাকরির জন্য আবেদন করার সুযোগ মিলবে। রাজ্যের যে কোনও জেলার বাসিন্দা এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এই পদে চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা-সহ প্রয়োজনীয় আরও তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।

Advertisment

রাজ্যের পুরসভায় ফুড সেফটি বিভাগে 'অ্যানালিস্ট' পদে কর্মী নিয়োগ করা হবে। এই পদে চাকরির জন্য স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকস্তর উত্তীর্ণ হতে হবে। সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত এই পদে চাকরির জন্য আবেদন করা যাবে। 'অ্যানালিস্ট' পদে চাকরির জন্য মাসে ২০ হাজার টাকা করে বেতন মিলবে।

চাকরির আরও খবর- বেতন ২২ হাজার, স্বাস্থ্য দফতরে Programme Assistant নিয়োগ

এছাড়াও গাড়িচালক বা ড্রাইভার পদেও কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ হলেই চলবে। তবে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা অত্যন্ত জরুরি। গাড়িচালক পদে চাকরির জন্য ২৫-৪০-এর মধ্যে বয়স হতে হবে। ড্রাইভারের চাকরি মিললে মাসে বেতন শুরু ১১ হাজার ৫০০ টাকা থেকে।

আবেদন পদ্ধতি:

সরাসরি প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে পৌঁছে যান ইন্টারভিউস্থলে। সবার আগে নিয়োগের অফিসিয়াল এই লিংকে ক্লিক করতে হবে- https://cdn.thepublive.com/indian-express-bangla/media/pdf_files/bedd0467cc1879a4906361287b72acf0ab12af238369342ba43c1bc7daccc804.pdf

এখানেই আবেদনপত্রের প্রিন্ট আউট নিয়ে তা পূরণ করুন। নাম, শিক্ষাগত যোগ্যতা-সহ বিস্তারিত সব তথ্য দিতে হবে। একটি রঙিন পাসপোর্ট সাইজ ফটো আবেদনপত্রে থাকা নির্দিষ্ট জায়গায় লাগিয়ে দিন। প্রয়োজনীয় সব নথিপত্র সঙ্গে নিয়ে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গায় ইন্টারভিউয়ের জন্য পৌঁছে যান।

চাকরির আরও খবর- শুধু ইন্টারভিউ পাশেই মিলবে চাকরি, রাজ্যের কৃষি দফতরে কর্মী নিয়োগ

ইন্টারভিউস্থলের ঠিকানা, ইন্টারভিউয়ের তারিখ ও সময়-

'অ্যানালিস্ট' পদে চাকরির জন্য ইন্টারভিউ হবে আগামী ২০ মার্চ বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। 'ড্রাইভার' পদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে আগামী ২১ মার্চ বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। তবে দুটি ক্ষেত্রেই একই জায়গায় নেওয়া হবে ইন্টারভিউ। ঠিকানাটি হল, Room No-137, 1st Floor, ''Chief Municipal Health Officer'', CMO Building, 5 S.N Banerjee Road, Kolkata- 700013

চাকরির আরও খবর- বেতন ২০ হাজার, রাজ্যের স্বাস্থ্য দফতরে Group-D-সহ বিভিন্ন পদে নিয়োগ

Government Jobs West Bengal job
Advertisment