সারদা তদন্তে আবারও চিত্রশিল্পী শুভাপ্রসন্নকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। সোমবার সিজিও কমপ্লেক্সে প্রায় আড়াই ঘণ্টা ধরে শুভাপ্রসন্নকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সিবিআই সূত্রে জানা গিয়েছে, এদিন ফের বেশ কিছু নথি চেয়ে তাঁকে তলব করা হয়। সারদার সঙ্গে শুভাপ্রসন্নের সংস্থার আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়েই এদিন জিজ্ঞাসাবাদ পর্ব চলে বলে খবর। এই আর্থিক লেনদেনের নেপথ্যে আর কারা রয়েছেন, সে সম্পর্কে শিল্পীর কাছে জানতে চান তদন্তকারীরা।
আরও পড়ুন: ‘মমতা ঘনিষ্ঠ’ শীর্ষ আমলার দফতরে সিবিআই হানা, তুঙ্গে জল্পনা
-->
উল্লেখ্য, লোকসভা ভোট মেটার পর কয়েকবার শুভাপ্রসন্নকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সিবিআইয়ের পাশাপাশি এ মামলায় শিল্পীকে জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরাও। আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়েই শুভাপ্রসন্নকে ইডি জিজ্ঞাসাবাদ করেছিল বলে জানা গিয়েছিল।
আরও পড়ুন: কলকাতায় মৃত ব্যক্তির চোখ খুবলে খেল ইঁদুর! উত্তাল আরজি কর
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের পর সারদা তদন্তে কার্যত ঝাঁপিয়ে পড়েছে সিবিআই। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের পাশাপাশি তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা ও সাংসদকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ও ইডি। সম্প্রতি সারদাকাণ্ডে শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে টানা ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এর আগে রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী, প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ, বীরভূমের সাংসদ শতাব্দী রায়কে ডেকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।
এদিকে, কয়েকদিন আগেই সারদা তদন্তে রাজ্যের শীর্ষস্থানীয় আমলা অত্রি ভট্টাচার্যের দফতরে হানা দেয় সিবিআই। প্রাক্তন স্বরাষ্ট্রসচিব তথা বর্তমান পর্যটনসচিব অত্রি ভট্টাচার্যকে ঘণ্টা দুয়েক জিজ্ঞাসাবাদও করেছেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, সারদা গ্রুপের ‘তারা’ চ্যানেলকে কেন রাজ্য সরকার সাহায্য করেছিল, কে নির্দেশ দিয়েছিলেন, এমন নানা তথ্য তাঁর কাছে জানতে চেয়েছেন তদন্তকারীরা। একই সঙ্গে বিভিন্ন নথি দেখিয়ে সেগুলির সত্যতাও যাচাই করতে বলা হয় অত্রিকে। প্রশাসনিক মহলে মমতা ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই আমলার জিজ্ঞাসাবাদের ঘটনায় শোরগোল পড়ে যায়।