কয়েক ঘণ্টার মধ্যেই বাংলার বুকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। সন্ধের পরই শক্তি বাড়িয়ে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়। সকাল থেকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টি চলছে। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বইছে দমকা ঝোড়ো হাওয়া। বুলবুলের হাত থেকে রেহাই পেতে কলকাতা বিমানবন্দর বন্ধ করা হচ্ছে। আজ সন্ধ্যা ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকছে বিমানবন্দর। কোনও বিমান ওঠা-নামা করবে না এ সময়। একথা ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে জানিয়েছেন বিমানবন্দরের ডিরেক্টর কৌশিক ভট্টাচার্য।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ সন্ধের পরই সাগরদ্বীপে আছড়ে পড়তে পারে বুলবুল। ঘণ্টায় ১১০-১২০ কিমি বেগে আছড়ে পড়তে পারে বুলবুল। ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিমি। বুলবুলের প্রভাবে অঝোরে বৃষ্টি চলছে কলকাতায়।
আরও পড়ুন: Cyclone Bulbul Live: ‘অযথা আতঙ্কিত হবেন না’, মমতার বুলবুল বরাভয়
আরও পড়ুন: ‘বুলবুলে’র তাণ্ডব থেকে বাঁচবেন কীভাবে?
বুলবুল মোকাবিলায় তৎপর কলকাতা পুরসভা। ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম খোলা থাকছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্যের বিভিন্ন স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। বুলবুলের জেরে হাওড়ায় ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে। দিঘা, মন্দারমণি, বকখালিতে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। রেল পরিষেবার দিকে নজর রাখছে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল।