ঋতুপর্ণা সেনগুপ্তের পর ইডি দফতরে গেলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রোজভ্যালিকাণ্ডে টলি নায়ককে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। কিছুদিন আগেই রোজভ্যালি মামলায় নাম জড়ায় প্রসেনজিতের। অভিনেতা তথা প্রযোজককে আজই তলব করেছিল ইডি। এদিন সকালে সিজিও কমপ্লেক্সে আসেন নায়ক। ইডির তলব প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে প্রসেনজিৎ আগে জানিয়েছিলেন, ‘‘আমি একজন দায়িত্বশীল নাগরিক, নিশ্চয়ই যাব’’।
কেন প্রসেনজিৎকে তলব করল ইডি?
সূত্র মারফৎ জানা যাচ্ছে, কিছুদিন আগে রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে সংশোধনাগারে গিয়ে জেরা করেন তদন্তকারীরা। সেই জেরাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। গৌতম কুণ্ডুকে জেরায় উঠে আসা নয়া তথ্য নিয়েই প্রসেনজিৎকে তলব বলে মনে করা হচ্ছে। তাছাড়া রোজভ্যালির বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে প্রসেনজিৎকে। কী কারণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ? এই কারণ যেমন তদন্তকারীরা খতিয়ে দেখবেন, তেমনই গৌতম কুণ্ডুর সঙ্গে প্রসেনজিতের কোনও আর্থিক লেনদেন হয়েছিল কিনা, সে নিয়েও তদন্তকারীরা খতিয়ে দেখবেন বলে জানা যাচ্ছে। এ ব্যাপারে প্রসেনজিতের বয়ান রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: ‘সুন্দর সমাধান হয়েছে’, ইডি দফতর থেকে বেরিয়ে বললেন ঋতুপর্ণা
উল্লেখ্য, বৃহস্পতিবারই রোজভ্যালিকাণ্ডে টলি গ্ল্যামার ক্যুইন ঋতুপর্ণা সেনগুপ্তকে প্রায় ৭ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ ইডি দফতরে হাজিরা দেন ঋতুপর্ণা। জিজ্ঞাসাবাদ শেষে ইডি দফতর থেকে বেরিয়ে নায়িকা বলেন, “আমাদের সংস্থা ভাবনা আজ ও কালকে নোটিস দেওয়া হয়েছিল। আমাদের সংস্থা, এই সংস্থার (রোজভ্যালি) সঙ্গে কিছু কাজ করেছে। সেই কাজ নিয়েই কথা হয়েছে। ওঁরা (তদন্তকারী) কিছু প্রশ্ন রেখেছিলেন, সব উত্তর দিয়েছি। পুরো বিষয়টা ভাল ভাবে বুঝিয়েছি। ওঁরা সবটা বুঝেছেন। কোনও সমস্যা নেই। সুন্দর ভাবে সমাধান হয়েছে”। আর কি ডাকা হবে তাঁকে? জবাবে ঋতুপর্ণা বলেন, ” না, কোনও সমস্যা নেই”। যদিও পাশ থেকে নায়িকার অ্যাকাউন্ট্যান্ট বলেন, “প্রয়োজনে পরে ডাকা হতে পারে”।