সিবিআইয়ের পর সারদাকাণ্ডে শুভাপ্রসন্নকে জিজ্ঞাসাবাদ ইডির

আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়েই শুভাপ্রসন্নকে ইডির জিজ্ঞাসাবাদ বলে মনে করা হচ্ছে।

আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়েই শুভাপ্রসন্নকে ইডির জিজ্ঞাসাবাদ বলে মনে করা হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Subhaprasanna , শুভাপ্রসন্ন

শুভাপ্রসন্ন। ছবি: ফেসবুক।

সিবিআইয়ের পর এবার ইডি, সারদাকাণ্ডে ফের শিল্পী শুভাপ্রসন্নকে জিজ্ঞাসাবাদ তদন্তকারীদের। শুক্রবার সকালে ইডি দফতরে যান শুভাপ্রসন্ন। আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়েই শিল্পীকে ইডির জিজ্ঞাসাবাদ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, কিছুদিন আগেই সারদা কেলেঙ্কারির মামলায় শুভাপ্রসন্নকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই।

কেন শুভাপ্রসন্নকে জিজ্ঞাসাবাদ?

Advertisment

ইডি সূত্রে জানা গিয়েছে, একটি টিভি চ্যানেল বিক্রি নিয়ে সারদার সঙ্গে কী লেনদেন হয়েছে, সে ব্যাপারে শুভাপ্রসন্নের থেকে জানতে চান তদন্তকারীরা। প্রসঙ্গত, সারদা মামলার তদন্তে নেমে তদন্তকারীরা জানতে পেরেছেন, শুভাপ্রসন্নের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাধিক বার সারদার থেকে টাকা লেনদেন হয়েছে। কেন শিল্পীর অ্যাকাউন্টে লেনদেন করা হয়েছিল? এ ব্যাপারে জানতে চায় ইডি।

আরও পড়ুন:‘সারদাকাণ্ডে তৃণমূলের সব পদাধিকারীকেই ডাকবে সিবিআই’, জিজ্ঞাসাবাদ শেষে বিস্ফোরক দীনেশ ত্রিবেদী

Advertisment

উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে সারদাকাণ্ডে তৃণমূলের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদীকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। জিজ্ঞাসাবাদ শেষে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বলেন, ‘‘তদন্ত চলছে, তাই ডেকেছে। যাঁরা পদাধিকারী, তাঁদের সকলেই ডাকবে। ওরা (সিবিআই) ওদের ডিউটি করছে, আমিও আমার ডিউটি করছি। খুবই ভাল জিজ্ঞাসাবাদ হয়েছে। কোনওরকম হেনস্থার মুখে পড়তে হয়নি। যাকে যাকে ডাকবে, তাঁদের যাওয়া উচিত। আমার ব্যাকগ্রাউন্ড সকলেই জানেন। তাছাড়া সিবিআইয়ের কাছে যাওয়াটা অস্বস্তির কিছু নেই। ভুল করে থাকলে কেউ ভয় পাবেন’’।

আরও পড়ুন: শুভাপ্রসন্নকে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআই-এর

প্রসঙ্গত, লোকসভা ভোটের পরই সারদা তদন্তে জোর তৎপরতা শুরু করেছে ইডি-সিবিআই। ইতিমধ্যেই এ মামলায় তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। পাশাপাশি বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়কেও তলব করেছে। তলবের জবাবে ইডিকে চিঠি লিখে মিঠুন চক্রবর্তীর কায়দায় সারদার টাকা ফেরত দেওয়ার প্রস্তাব দিয়েছেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ শতাব্দী রায়। সারদার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নেওয়া টাকা ফেরত দেওয়ার ইচ্ছাপ্রকাশ করে ইডিকে চিঠি লিখেছেন শতাব্দী। চিঠিতে বীরভূমের সাংসদ জানিয়েছেন, সারদার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ৪২ লক্ষ টাকা নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু টিডিএস কেটে তিনি পেয়েছিলেন ২৯ লক্ষ টাকা। সেই ২৯ লক্ষ টাকাই ইডির হাতে শতাব্দী তুলে দিতে চান। আগামী ৭ অগাস্ট সংসদে অধিবেশন শেষের পরই ইডি দফতরে গিয়ে সেই টাকা ফেরত দিতে চান বলে চিঠিতে জানিয়েছেন শতাব্দী।

cbi