স্কুল পড়ুয়াদের বাস উল্টে দুর্ঘটনা কলকাতায়। সোমবার সকালে চিৎপুরে লকগেট ব্রিজের কাছে উল্টে যায় পুলকার। এ ঘটনায় হোলি চাইল্ড স্কুলের বেশ কয়েকজন পড়ুয়া জখম হয়েছে বলে জানা যাচ্ছে। পুলকার দুর্ঘটনায় জখম হয়েছেন চালক ও খালাসিও। সকলকে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুন: Cyclone Bulbul Live: বুলবুল তাণ্ডবে লণ্ডভণ্ড বাংলার উপকূল, নিহত ১০
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এদিন সকাল ১০টা নাগাদ চিৎপুরে লকগেট ব্রিজের কাছে উল্টে যায় স্কুলবাস। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছোয় বিপর্যয় বাহিনী। ঘটনাস্থলে ছুটে যায় পুলিশও। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: ফের মমতার কাছে শোভন-বৈশাখী, এবার চলচ্চিত্র উৎসবে
সূত্রের খবর, বাতিস্তম্ভে ধাক্কা মেরেই উল্টে যায় স্কুল বাসটি। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করেছে পুলিশ। উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকবার কলকাতার রাস্তায় দুর্ঘটনার কবলে পড়েছে পুলকার।