টেলি অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ কলকাতায়, গ্রেফতার ক্যাব চালক

মঙ্গলবারে রাতে ১০০ নম্বর ডায়াল করে গোটা ঘটনাটি কলকাতা পুলিশকে জানান ওই অভিনেত্রী।

মঙ্গলবারে রাতে ১০০ নম্বর ডায়াল করে গোটা ঘটনাটি কলকাতা পুলিশকে জানান ওই অভিনেত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
molestation

বর্ষবরণের রাতে কলকাতায় অ্যাপ ক্যাবের চালকের হাতে নিগৃহীত হলেন টেলিভিশন অভিনেত্রী। যৌন হেনস্থা এবং নিগ্রহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই চালককে, শুক্রবার এমনটাই জানিয়েছে পুলিশ। মঙ্গলবারে রাতে ১০০ নম্বর ডায়াল করে গোটা ঘটনাটি কলকাতা পুলিশকে জানান ওই অভিনেত্রী।

Advertisment

আরও পড়ুন: ‘আমার হাত ধরে টেনেছে, ধাক্কা দিয়েছে’, ফেসবুকে সরব অভিনেত্রী, শাস্তি পেল চালক

বৃহস্পতিবার অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে ওই চালককে গ্রেফতার করে পুলিশ। অভিনেত্রীর অভিযোগ, উল্টোডাঙায় তিনি ট্যাক্সি ধরার পর ওই ক্যাব চালক ট্রিপ ক্যানসেল করেন।

Advertisment

আরও পড়ুন: রাতের কলকাতায় আক্রান্ত জিতু কমল, অভিযুক্তরা এখনও অধরা

অভিনেত্রীর অভিযোগ, ওই চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং অত্যন্ত জোরে গাড়িটি চালাচ্ছিলেন। যাত্রী অর্থাৎ অভিনেত্রী তাঁকে বারণ করলেও চালক শোনেননি সে কথা। পুলিশ জানিয়েছে, "আমরা চালককে গ্রেফতার করেছি। তদন্ত চলছে।"

Read the story in English

kolkata